"কিচির মিচির গুঞ্জরন"

লিখেছেন লিখেছেন সাদিয়া মুকিম ০৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৩১:৪৪ রাত



সেদিন খুব সকালেই তৈরি হয়ে নিয়েছিলাম।মনের আকাশ জুড়ে সূক্ষ অস্থিরতা কাজ করছিলো পাশাপাশি আনন্দ ও হচ্ছিলো খুব! প্রত্যশার আকাংখিত সূর্যটা অবশেষে উদিত হয়েছে যার আলোকচ্ছটা রাংগিয়ে দিচ্ছিলো হৃদয় - মন সবকিছুকে...

কলোনীর মূল গেট পেরিয়ে এসেছি, বাজার ছাড়িয়ে গাড়ি সামনের দিকে ছুটে চলছে। যতটুকু মনে পড়ে রাস্তার দুপাশে ধানী জমিনে পরিপূর্ন ছিলো একসময়। আজ প্রায় সব জায়গা ভরাট হয়ে গেছে। আধুনিক সভ্যতার নগরায়নের প্রভূত চিহ্ন চারিপাশে।

বেশ কিছু দূর এগিয়ে আসতেই মনটা সত্যি অভিভূত হলো! পিচঢালা পথের দু ধারে প্রশস্থ বিল, যেখানে কচুরি পানা আর লাল-সাদা শাপলা প্রষ্ফুটিত! ডিংগি নৌকায় করে কৃষকেরা শাপলা তুলছেন আবার কেউ টোপ ফেলে মাছ ধরছেন! কী ধীর স্হির উনারা, যান্ত্রিকতা নেই ,নেই কোনো তাড়া ! পরম মমতায় নিশ্চিন্তে কাজ করে চলেছেন প্রত্যেকে !

বর্ষাকালের বাংলার আকাশে নেই নীলের ছড়াছড়ি । গুমোট বাঁধা ধূষর কালো আকাশে চুপচাপ বসতি গেড়েছে মেঘেরা। মন ভার করে থাকা আকাশে সূর্যের দেখা মিলা ভার! মাঝে মাঝে ক্ষনিকের তরে কিছুটা রোশনীর লুকোচুরি খেলা উপভোগ করা ....

দূর দুরান্ত পর্যন্ত যতটুকু দৃষ্টি যায় সবুজে সবুজে ছেয়ে আছে পরিবেশ! আমাদের দেশের সবুজ প্রকৃতির মাঝে অন্য রকম আকর্ষন আছে, খুব খুব মায়াবী আমাদের দেশটা!

ভাইয়া বেশ কয়েকবার জিগ্গেষ করেছেন, যে ফ্রেন্ড এর বাসায় যাচ্ছি ওর নাম কি? ভাইয়া কি তাকে চিনেন কি না? কলোনীতে বড় হওয়ায় আমার সব বান্ধবীদের ভাইয়া চিনেন , আমি বলি নি যে আমি যেখানে যাচ্ছি উনারা কেউ আমার ক্লাস মেট না, আমাদের কলোনীর না , উনাদের ভাইয়া চিনেন না আর আমি নিজেও ইতিপূর্বে উনাদের বাসায় আগে কখনো যাই নি! যদি বলতাম সফর মূলতবি ঘোষনা হতো বিনা নোটিশে...যা আমার কোনো ভাবেই কাম্য ছিলো না!

পাঠক,আপনাদেরতো বলাই হয় নি আমার গন্তব্য কোথায়? হুম! আমি যাচ্ছি আমাদের সবার অতি পরিচিত সুপ্রিয় ব্লগার ফাতিমা মারিয়াম আপুর বাসায়!

আপুর সাথে আমার পরিচয় এস,বি ব্লগ থেকে। যদিও সেখানে আপু এবং আমি দুজনে নতুন থাকা অবস্থাতেই ব্লগ বন্ধ হয়ে গিয়েছিলো তাই আমাদের সম্পর্কের নতুন ধারা মজবুত হয়েছে এই বিডি ব্লগে এসেই। তবে আপুর চাইতে আপুর ভাগ্নি (আরেক জনপ্রিয় ব্লগার "বইয়ের পাতায় রোদের আলো") 'র সাথে বেশি কথা হতো। যাই হোক আমাদের সকলের বন্ধুত্বের ডালপালা ধীরে ধীরে সতেজ হারে বর্ধিত এবং দৃঢ় হয়েছিলো খুব অল্প সময়ের মধ্যেই আলাহামদুলিল্লাহ !

আমরা সবাই স্কাইপে গল্প-কথা -আড্ডা দিতাম। ইতালি-(আমি, রোশনী), স্পেন-(আফরোজা, আরোহী) কানাডা- (রেহনুমাপু), লন্ডন- (গন্ধসূধা), আমেরিকা-(আশা জাগানিয়া) বাংলাদেশ- ( ইশরাত, আলো, ফাতিমাপু ..)। খুব যে নিয়মিত হতো তা নয়, মাঝে মাঝেই ডেট ঠিক করে সবাই নির্দিষ্ট সময়ে লাইনে আসতাম! উফ! ভাবতেই খুব নষ্টালজিক লাগছে! কি সুন্দর মধুমাখা - আনন্দমুখর দিনগুলো ছিলো সেগুলো!

গত বছর আফরোজার দেশে যাওয়া উপলক্ষ্যে যখন ফাতিমাপু গেট টুগেদার এর আয়োজন করেছিলেন , আর সেখানে আমাদের সব অনলাইন পরিচিত ব্লগার আপুরা একত্রিত হয়েছিলো সেই দৃশ্য আমি দেখেছিলাম স্কাইপে বসে হাজার হাজার মাইল দূরে বসে! ওদের সবার একত্রিত হওয়া, আনন্দ করা উপভোগ যেমন করছিলাম তেমনি কষ্ট হচ্ছিলো খুব! ইচ্ছে হচ্ছিলো ডানা মেলা পাখি হয়ে ওদের আনন্দসভায় যোগ দেই! সেটা তো আর সম্ভব হয় নি তবে আকুতিটা মনের খুব গহীন থেকেই হয়েছিলো আর তাই বুঝি প্রভু এক বছরের মাথায় আমাকেও সেই সৌভাগ্য দান করেছেন উনাদের সাথে একত্রিত হওয়ার! শুকরিয়ায় চোখের কোনদুটি ভিজে আসছিলো।

আপুকে কখনো কাছ থেকে সরাসরি দেখিনি, পূর্ব আত্নীয়তার পরিচয় নেই, নেই কোন বন্ধন শুধু আছে দ্বীনি বোনের সম্পর্ক! আর এই সম্পর্কের কারণে এতো ব্যস্ততার মাঝে একটু সুযোগ করে ছুটে চলা।

সেই হাদীসটার কথা মনে পড়লো যে শুধু এক গ্রাম থেকে আরেক গ্রামে ছুটে গিয়েছিলো ভ্রাতৃত্বের বন্ধনের কারণে! মুসাফির হয়ে আল্লাহর কাছে প্রার্থণা করলাম তিনি আমাদের এই বন্ধন কে কবুল করে নিন, আপু সহ আমাদের সব ভাই-বোনদের কবুল করে নিন,নিরাপত্তার সাথে এই সময়টুকু কাটাতে পারি সেই তৌফিক দান করুণ!

নতুন একটা রাস্তায় উঠলাম। নাম ৩০০ফিট রাস্তা ।বেশ প্রশস্থ এবং দীর্ঘ। আপুকে ফোন দিলাম, আপু জানালেন আমরা বাসার খুব কাছেই চলে এসেছি!

দূরত্ব যত কমছিলো হার্টবিট ততোই বাড়ছিলো। দুরু দুরু স্পন্দনে আপুর বাসায় চলে এলাম। আপু তো দরজা খুলে নিকাবাবৃত হয়েই দাড়িয়ে ছিলেন! আশ্বস্থ করলাম ভাইয়াকে ছুটি দিয়ে দিয়েছি! আপু পরম মমতায় নিবিড় মায়াবী আলিংগনে আমাকে জড়িয়ে নিলেন! আপুর পিছনে ছিলো কণ্যারত্নদ্বয়- উনাইসা আর নুসাইবা! এতদিন শুধু ওদের সাথে স্কাইপেই আলাপ হয়েছিলো আজ বাস্তবে দেখার সুযোগ হলো!

আপুর সাথে কথা বলতে বলতে চলে এলো ব্লগার নতুন মস।ওর এতো এতো ছড়া,কবিতা পড়েছি যা পড়ে আমার মনে হয়েছিলো খুব ভাবগম্ভীর টাইপ কেউ হবে! ছোটখাট এই মেয়েটা কিভাবে এতো সুন্দর- গাম্ভীর্য পূর্ণ লিখা লিখে সেটা ভেবে অবাক হয়েছি! খুব মিশুক স্বভাবের এই বোনটি আলহামদুলিল্লাহ ।

আপুর বিশাল হল রুমের একপাশে থাকা দোলানাটা সেই কখন থেকে ইশারায় ডেকে যাচ্ছিলো। এতোক্ষণে সাথী পেয়ে আমি আর মস দুজনে বসে দোল খেতে খেতে গল্প শুরু করলাম! দোলনায় পাশা পাশি বসে দুলতে দুলতে গল্প করে যাচ্ছিলাম দুজনে ! আজকে যখন পোস্ট লিখছি আনন্দের পরিবর্তে শুধু মনটাই খারাপ হচ্ছে আমার!

সবার লাড্ডুতে এসে যোগ দিলো শুকনো পাতা আর বইয়ের পাতায় রোদের আলো। শুকনোপা্তা অনেক আগেই রওনা হয়েছিলো অর্ধেক আসার পর বাস নষ্ট হয়ে যাওয়ায় বেচারির দেরী হয়ে গেছে! রোদের আলো মাঝ পথে এসে পাতার সাথে জয়েন করেছে! অবশেষে সবাই মিলে আবারো মুখরিত হয়ে উঠলো আমাদের মিলনমেলা!

সবাই একসাথে বসে সকালের নাস্তা করলাম দুপুর বারোটায়। আমার আর নতুন মসের অবশ্য এটা দ্বিতীয় দফায় নাস্তা তাই আমরা শুধু চা দিয়ে শরীক হলাম ওদের সাথে। মজর ব্যাপার হলো আমাদের সবার চা খাওয়া শেষ হলেও আলো তিন তিন বার চা গরম করেও শেষ করতে পারছিলো না কারণ গরম করে আনার পর গল্প করতে গিয়ে আবার ঠান্ডা হয়ে যাচ্ছিলো...



যার বাসায় এলাম মানে ফাতিমাপু উনি একটু পর পর উধাও হয়ে যেতেন । পাশে বসে গল্প করছেন হুট করে চেয়ে দেখি নাই। বার বার গিয়ে উনাকে রান্নাঘর থেকে ধরে নিয়ে আসতাম। আপু রান্না করতে করতে ঘেমে নেয়ে একাকার তারপরেই বিরাম নেই বেচারীর!

সবাই মিলে কথার মেলা বিছিয়ে ছিলাম সেদিন। এই টপিক থেকে ঐ টপিকে কত শত বিষয়ে যে আলাপ চললো তার ইয়ত্তা নেই। ভার্চুয়াল জগত থেকে শুরু করে দেশের পরিস্থিতি, পড়াশোনা, বই পড়া, ফ্রেন্ডশীপ, ব্লগ, ব্লগার সব কিছু টুনটুনি পাখির মতোন এক ডাল থেকে আরেক ডালে উড়াল দিয়ে যাচ্ছিলো আলোচনা! এক বাগান ভর্তি কিছু ফুল পাখিদের কিচিরমিচির গুন্জরণে সমৃদ্ধ ছিলো পরিবেশটি।



ফাতিমাপু,পাতা, মস, আলো চারজনের সাথেই গল্প করছিলাম আর বোঝার চেষ্টা করছিলাম এতো প্রতিভাবান মানুষগুলো আজ আমার সামনে উপবিষ্ট! যাদের লিখা গুলো আমি পড়ে বরাবর মুগ্ধ হয়েছি! চমৎকৃত হয়েছি! সেই মেধাবীমুখ গুলোকে দেখার , পরিচিত হওয়ার, জানার যে অদম্য সুপ্ত ইচ্ছা ছিলো আজ সত্যি তা বাস্তবে পরিণত হলো! এর থেকে আনন্দের আর কি হতে পারে?

সেদিন অনেক ইচ্ছা সত্ত্বেও আসতে পারেনি ইশরাত, লুকোচুরি, দৃড়তা, আশাজাগানিয়া ওদের জন্যও অনেক আফসোস হলো!

এতো দ্রুত সময় কেটে যাচ্ছিলো মনে হচ্ছিলো ঘড়ির কাঁটা বুঝি আজ আমাদের সাথে পাল্লা দিয়ে চলছে! জোহরের নামায পড়ে নিতেই ডাক পড়লো টেবিলে! এতো চমৎকার ঘ্রান কি আর বলবো সবাই ঝটপট বসে পড়লাম প্লেট নিয়ে! আসলেই আপু অপূর্ব রাঁধুনি।

আনন্দঘন মুহূর্তটিকে ছেড়ে কোনোভাবেই চলে আসতে ইচ্ছে করছিলো না। এই মিলনমেলার আগে আমরা কেউ কাউকে দেখিনি পর্যন্ত ,খুব সামান্য সময়ের জন্য সবাই একত্রিত হয়েছিলাম অথচ মনে হচ্ছিলো আমাদের একে অপরের সাথে বুঝি যুগ-যুগান্তরের পরিচয়!

বিদায় ঘন্টা বাজতেই সকল কিচিরমিচির মুহূর্তেই ডাহুকের করুণ স্বরে রুপ নিলো! কি এক ছন্দ পতন! প্রতিটা হৃদয়ে বেজে উঠলো বিদায়ী বেহালার আর্তনাদী সুর!

প্রতিটা বোনের কাছ থেকে যখন বিদায় নিচ্ছিলাম বুকটা ক্রমশঃ ভারী হয়ে আসছিলো, চোখের পাতা ভিজে আসছিলো! এতো মায়া, এতো ভালোবাসা, এতো সুমধুর বন্ধন সব কিছুকে অতিক্রম করে ফিরে আসা............. আসলেই বিদায় বিষয়টা খুব কঠিন!

মিলনমেলা সেই দিনের মতো শেষ হলেও সেই আনন্দঘন সুরেলা রেশ এখনো হৃদয় মাঝারে আলোড়ণ তোলে! ফুলের ঘ্রানের মতোই সুবাসিত করে তোলে সমস্ত অন্তর। এত্তোগুলো দ্বীনিবোন পেয়েছি , পেয়েছি অকৃত্রিম ভালোবাসা যা মনের আকাশে চির উজ্জল নক্ষত্র হয়ে আলোকিত করে যাবে সমস্ত জীবন .....................ইনশা আল্লাহ!



বিষয়: বিবিধ

১৭৭৩ বার পঠিত, ৫৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

340716
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৩৫
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
বহুদিন পর সাদিয়াপির পোষ্ট, আগে হাজিরা দিলাম
পরে পড়ে মন্তব্য করবো।
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৪০
282125
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমাতুল্লাহ!

আজ নিয়ে প্রায় তিন দিনে লিখা শেষ করলামCrying

ড্রাফট করে রেখেছিলাম দেখি উধাওCrying

শুকরিয়া আপনাকে তড়িৎ মন্তব্যের জন্য! Praying
১০ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৪৪
282333
ছালসাবিল লিখেছেন : Crying Crying আমাকে সংবাদ না দিয়েই কিচিরমিচির কিচিরমিচির Smug Smug তাইতো ফাস্টু হতে পারলামনা আপপপপপি Crying Crying

Tongue Angel Love Struck
১০ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২৪
282341
আবু জান্নাত লিখেছেন : পোষ্ট করার ২১ ঘন্টা ১৩ মিনিট পরে এসে ফাষ্টু হওয়ার দাবী? Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১১ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:৩৮
282458
ছালসাবিল লিখেছেন : Tongue Tongue Smug Love Struck
১১ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:০২
282487
আবু জান্নাত লিখেছেন : Time Out Time Out Time Out Time Out Time Out
১৩ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৩২
282857
ছালসাবিল লিখেছেন : Smug হটুরি কেনু Smug আপনাকে কে বলেছিলো আমার জায়গাটি দখল করতে Frustrated Time Out
340722
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:০০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এক নম্বর কথা দাওয়াত না দিয়া এত খানার ছবি দেওয়ার মাধ্যমে আমাদের লোভ জাগানর জন্য কি শাস্তি দেওয়া যায়!!!

দুই নম্বর আপনার সাথি ব্লগারদের দির্ঘদিন ব্লগ জগতে উপস্থিতি নাই কেন (ফাতিমা মরিয়ম আপা ছাড়া)।

তবে ভাল লাগল পোষ্টটি। চট্টগ্রামের মেজবাইন্না খাইছেন তো????
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:৫৪
282180
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ।

আপনারা ব্লগার ভাইরা মিলে একটা মিলনমেলা করুন আর সেটাতে যে খানা দানা হবে সেটার ছবি দিয়ে পোস্ট দিন আশাকরি সমান অপরাধে সমান শাস্তি হয়ে যাবে!Tongue

উনারা ব্লগে আসেন না তার জবাব তো উনারাই ভালো দিতে পারবেন, আমি প্রায় বলি সময় করে একটু আসার জন্য!

জ্বি, চট্রগ্রামের মেজবাইন্না খেয়েছি। প্রথম বারের মতোন কাঁচা লইট্টা ফ্রাই খেয়েছি যদিও আমি প্রথমে চিকেন ফ্রাই ভেবছিলামRolling on the Floor খুবি টেস্ট!

জাযাকাল্লাহু খাইর। Good Luck
340726
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:২০
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:৫৪
282181
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ।জাযাকাল্লাহু খাইরGood Luck
340729
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:২১
আওণ রাহ'বার লিখেছেন : মটু কই গেলোরে!? স্টিকি হয়না কেনে মটু মামা?
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:৫৭
282182
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ।

মটু দিয়ে কি হবে? পোস্ট লিখেছি ভাই-বোনদের জন্য!সবাই পড়লেই আমি আনন্দিতো! Happy

তা তুমি কি পোস্ট ঠিক মতো পড়েছো? নাকি না পড়েই Frustrated

জাযাকাল্লাহু খাইরGood Luck
340732
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:২৭
প্যারিস থেকে আমি লিখেছেন : আসসালামু আলাইকুম।মুহতারামা অনেক ভালো লাগা পোস্ট উপহার দিয়েছেন।
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:৫৮
282183
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুমসালাম ওয়ারহমাতুল্লাহ!

আপনাকেও আন্তরিক শুকরিয়া পড়া- মন্তব্য ও ভালো লাগার অনুভূতি জানানোর জন্য!
জাযাকাল্লাহু খাইরGood Luck
340748
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:০৮
দ্য স্লেভ লিখেছেন : আল্লাহ যেন জান্নাতুল ফিরদাউসে আপনাদেরকে অনেক বেশী উৎফুল্ল রাখেন। সেদিন আমাকে দাওয়াত করে দুটো জাল ভাত খাওয়াইয়েন...Happy
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:০০
282184
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম।

আপনার অতি উত্তম দোআতে আমিন! এই সৌভাগ্যের অধিকারী আপনি নিজেও হোন এই দোআ রইলো Praying

জান্নাতের অসংখ্য, অগণিত নিয়ামত ও বালাখানার ব্যবস্থা হবে ইনশা আল্লাহ! Good Luck

জাযাকাল্লাহু খাইর ।
340754
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:২১
আবু জান্নাত লিখেছেন : হুম পড়েছি, দুলাভাইকে একা ছেড়ে বান্ধবীদের নিয়ে আড্ডা না!

সত্যিই আপু, আত্মীয়তার বন্ধন থেকেও দ্বীনি বন্ধনটাই আমার কাছে অনেকটা দৃঢ় ও মজবুত মনে হয়।

পাওয়া না পাওয়ার বিষয়ে আত্মীয়তার বন্ধনে ছিড় ধরে, কিন্তু দ্বীনি ব্ন্ধন সত্যিই অটুট থাকে যুগযুগান্তরে।

ইস! আমি যদি আগে জানতাম সত্যিই আপনাদের পাক্কা পাচিকা ফাতিমাপুর তৈরী ঘ্রাণযুক্ত খাবারের জন্য বাহির থেকে লাইন দিতাম।
আপনাদের মিলন মেলা সত্যিই দারুন লাগলো। সুন্দর পোষ্টটির জন্য শুকরিয়া। পোষ্টটি স্টিকি হওয়ার দাবী রাখে, যদি মডুদের দৃষ্টিগোচর হয়।
জাযাকিল্লাহ খাইরান আপু।
(যদি সম্ভব হয়, আমার খালাম্মুনির অবস্থা জানাবেন)
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:০৬
282185
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম।

মহিলাদের মিলনায়তনে পুরুষদের প্রবেশ নিষেধ!আপু স্বয়ং উনার পতিজ্বিকেও থাকা রপারমিশন দেন নিDon't Tell Anyone

সত্যি আমরা সবাই মিলে অনেক আনন্দঘন সময় পার করেছিলাম। অনেক সৌভাগ্যবান আমরা এরকম কিছু বোনদের সাথে আমাদের পরিচয় হয়েছে আলহামদুলিল্লাহ! এই বন্ধন হোক আল্লাহকে সন্তুষ্ট করার তরে আমিনPraying

স্টিকির আশা করি না , আপনাদের ভালো লাগাতেই স্বার্থকতা! Angel

পরিবারের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ! জাযাকাল্লাহ খাইর!Good Luck
১০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:১৯
282242
আবু জান্নাত লিখেছেন : আমি বলেছি বাহির থেকে লাইন দিতাম, ভিতরে নয়, বুঝলেন!

তাছাড়া খাওয়া ও আড্ডার সময় এক্সিলেন্ট ব্লগাররা উপস্থিত, কিন্তু ব্লগে অনুপস্থিত কেন? তাদেরকে নিয়মিত হওয়া ইনভাইট করেছেন কি?

ধন্যবাদ আপু।

340770
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:৫২
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আমরা সবাই স্কাইপে গল্প-কথা -আড্ডা দিতাম। ইতালি-(আমি, রোশনী), স্পেন-(আফরোজা, আরোহী) কানাডা- (রেহনুমাপু), লন্ডন- (গন্ধসূধা), আমেরিকা-(আশা জাগানিয়া) বাংলাদেশ- ( ইশরাত, আলো, ফাতিমাপু ..)। খুব যে নিয়মিত হতো তা নয়, মাঝে মাঝেই ডেট ঠিক করে সবাই নির্দিষ্ট সময়ে লাইনে আসতাম! উফ! ভাবতেই খুব নষ্টালজিক লাগছে! কি সুন্দর মধুমাখা - আনন্দমুখর দিনগুলো ছিলো সেগুলো!
#

শিরোনামে ভেবেছিলাম ছোটদের ব্যাপার বুঝি!
কিন্তু ঢুকেই দেখি- ওমা!! এ তো অন্যরকম ব্যাপার-স্যাপার!!

খাবারগুলোর জন্য লোভ হলেও- দোয়া করা ছাড়া কিচ্ছু করার নেই!! Eat
Praying

কিচু খাবার প্যাকেট করে সাথে নেয়া যায়না? যখন আরশের নিচে আড্ডা হবে তখন ...
Don't Tell Anyone

ছেলেরা আড্ডা দিতে মেয়েদের সমান হবার আগেই ক্বিয়ামত এসে যাবে- অভিজ্ঞতার আলোকে এটা বাজি রেখে বলতে পারি!!


আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহ...
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:০৮
282186
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুমসালাম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। বুঝলাম না প্রশংসা নাকি . ? Crying
বাজিতে আপনি হেরে যান এই দোআ করি!
আপনাকেও আন্তরিক শুকরিয়া পড়া ও মন্তব্যের জন্য!

জাযাকাল্লাহু খাইর!Good Luck
১০ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:০৭
282282
আবু সাইফ লিখেছেন : সরাসরি প্রশংসা করতে মানা!!
ভাবে বুঝে নিতে হয়!!
340772
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:৫৫
আবু তাহের মিয়াজী লিখেছেন : ইস হিংসা হচ্ছে
আপনাদের খানা এবং ভালোবাসার সিক্ততা পড়ে।মটু মামা কই গেলোরে!? স্টিকি হয়না কেনে মটু মামা?
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:১০
282187
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ।
আপনারা সবাই মিলে করে ফেলেন একটা তাহলেই কাটাকাটি হয়ে যাবে!
স্টিকির আশা করি না , আপনাদের ভালো লাগাতেই স্বার্থকতা!
Angel

জাযাকাল্লাহ খাইর। Good Luck
১০
340783
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:১৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। আপনি লিখেছেনঃ
দূর দুরান্ত পর্যন্ত যতটুকু দৃষ্টি যায় সবুজে সবুজে ছেয়ে আছে পরিবেশ! আমাদের দেশের সবুজ প্রকৃতির মাঝে অন্য রকম আকর্ষন আছে, খুব খুব মায়াবী আমাদের দেশটা।

আসলে প্রবাসীরা দেশকে খুব বেশিই ভালোবাসে...।

আমরা ছেলে ব্লগারদের মধ্যেও এমন টান অনুভব করি... কিন্তু এই টান টুকু প্রকাশ করার মত সময় সুযোগ এখনো হয়নি!

সুযোগেদ অপেক্ষায় আছি। দেশে যাবার পরের অনুভূতি ভ্রমণ শেয়ার করার জন্য ধন্যবাদ। খুবই ভালো লাগলো। ধন্যবাদ।
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:৩৪
282191
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুমসালাম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ ।

আপনাদের মিলনমেলা পোস্ট পড়ার অপেক্ষায় রইলাম! বোনদের চাইতে বেশি মজার না হোকTongue

জাযাকাল্লাহ খাইর! Praying Good Luck
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:৫৮
282195
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor ;Winking
১১
340786
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:২৩
আফরোজা হাসান লিখেছেন : ফাতিমা মারিয়াম আপুর গৃহে যবে Love Struck
তুলিয়াছিলাম গুঞ্জরন বোনেরা সবে Bee

মনের খাতায় মূহুর্তগুলো আঁকা রবে Angel
আজ কিছু স্মৃতি চারণ হয়ে যাক তবে Cheer

সেই কবেই দিতে চেয়ে ছিলাম অনুভূতিতে প্রাণ Good Luck
বয়ে যাওয়া সময়ের গহীনে ভালোবাসার গান Music

দূর অজানার মানুষগুলো কিভাবে হয়ে যায় আপন Big Hug
কারো মাঝে খুঁজে নেয় বন্ধুত্ব, কেউ হয় আত্মার বোন Day Dreaming

কিছু কিছু ক্ষণ মনের ক্যানভাসে আপনাকেই আঁকে Loser
হয়ে প্রতিচ্ছবি দাঁড়িয়ে থাকে পথের কোন বাঁকে Star

জীবন বয়ে চলে অবিরাম আপনও ধারায় Day Dreaming
মায়ায় বাঁধনে পুলকিত হিয়া আনন্দ ছড়ায়..... Thumbs Up
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:৩১
282189
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম! বুন্ডি তুমি এসেছো? আমি সত্যি এখন আনন্দে রিয়েল প্রজাপতি হয়ে গেছি, আর তোমার ফুলেল কবিতায় উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck
দূর অজানার মানুষগুলো কিভাবে হয়ে যায় আপন
কারো মাঝে খুঁজে নেয় বন্ধুত্ব, কেউ হয় আত্মার বোন
১০০% রাইট Praying Happy Angel
জাযাকিল্লহু খাইর! Love Struck Love Struck Love Struck
১২
340796
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:২৭
কাহাফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ.....
নান্দনিকতায় পুর্ণ আপনাদের লেখনীর বরাবরই ভক্ত আমি! শুধুই আল্লাহর জন্যে অকৃত্রিম ভালবাসা থাকে আপনাদের প্রতি!
দ্বীনী সম্পর্কের এই অটুট বন্ধন দুনো জাহানে মহান রব বজায় রাখুন-এই দুয়া আমাদের!
দুয়ার দরখাস্ত রইল হে মুহতারামাহ!!
১১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:২৫
282434
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমাতুল্লাহ!
অনেক দিন পর আপনার সাড়া পেলাম। আশাকরি ভালো ও সুস্থ আছেন। চমৎকার কমেন্ট এবং মূল্যবান মন্তব্যের জন্য আন্তরিক শুকরিয়া!
আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাটএর কামিয়াবি দান করুন!

জাযাকাল্লাহ খাইর!Good Luck

১১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৩:৪৯
282450
কাহাফ লিখেছেন : আলহামদুলিল্লাহ ভালই!
আল্লাহ আপনাদের কেও ভাল রাখুন সব সময়-এই দুয়া আমাদের!
ওয়াইয়্যাকুন্না আইজান খাইরাল জাযা-ই!
১৩
340797
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:৩২
ইবনে হাসেম লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। খুব ভালো লাগলো আপনাদের মিলনমেলার গল্পটি পাঠ করে। তবে খাবারের দৃশ্যগুলো তেমন সাড়া জাগাতে পারেনি, প্রাণে। প্রশ্ন করবেন কেন? কিজানি? হয়তঃ বা অমন দৃশ্যের অবতারণা নিজ আলয়েই মাঝে মাঝে ঘটে যায়, তাই.......
পরবর্তী লিখার অপেক্ষায় থাকবো।
১১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:২৭
282436
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমাতুল্লাহ!
সেদিনটি মনের মনিকোঠায় যুগ যুগ ধরে আলো জ্বেলে যাবে, আনন্দময়তায় ভরিয়ে দেবে প্রাণ ' এটুকুই আমাদের জন্য অনেক বড় পাওয়া আলহামদুলিল্লাহ! আপুর অকৃত্রিম আতিথেয়তা এবং আন্তরিকতার কোন তুলনা নেই!

অনেক অনেক শুকরিয়া আপনাকে! জাযাকাল্লাহ খাইরGood Luck
১৪
340825
১০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:৪২
জ্ঞানের কথা লিখেছেন : বাচ্চাদের জন্য কিছু চকলেট নিতে ভুলে গিয়েছিলেন কি! চকলেটের কথা লিখেন নি সেজন্য বললাম।

অনেক সুন্দর ভ্রমন। মনেহল আমিও যেন উপস্থিত ছিলাম।
১২ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:১৭
282588
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ।

না, ভুলি নি! চকলেট নিয়েছিলাম সেট আামরা সবাই মিলেই খেয়ছি। পোস্টে চকলেটের উল্লেখ করতে ভুলে গিয়েছিলাম! জাযাকাল্লাহ খাইরGood Luck
১৫
340934
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৪৮
আফরা লিখেছেন : ওমা গো ----আপু কত কিছু খেয়েছেন কত আপুদের সাথে দেখা হয়েছে কত মজা করেছেন যাক আমাদের সাথে শেয়ার করেছেন এতেই আমি অনেক আনন্দ পেলাম ।

অনেক ধন্যবাদ আপু ।
১১ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:১৬
282426
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : দেশে কখনো আসলে ফাতিমা আপুর বাসায় চলে যাবেন মজা করবেন তারপর আপনিও এমন খাবারের ছবি তুলে মুকিম আপির মত নান্দনিক একটা পোস্ট দিবেন, বুঝলেন? ওহ! আমেরিকাতেও বেশ কিছু ব্লগার আপু আছেন মিশর শুরু করেন। Happy
১১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:২৯
282437
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুমHappy
আসলেই অনেক আনন্দঘন মুহূর্ত পার করেছিলাম সবাই মিলেLove Struck

অনেক অনেক শুকরিয়া তোমাকে আপু Praying জাযাকিল্লাহু খাইর!Good Luck
১৬
340975
১১ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:১৩
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : তোমাদের আনন্দের খবর শুনে খুব ভাল লাগছে আবার একটু খারাপও লাগছে। আমিত অদৃশ্য ছায়া তাই কখনো কোন ব্লগারের সাথে ব্যক্তিগত সম্পর্ক হয়নি। ফাতিমা আপু ভাল রান্না করেতো??
১১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:৩৪
282438
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ।

আসলেই অনেক আনন্দঘন মুহূর্ত পার করেছিলাম সবাই মিলে সেদিন। স্মৃতিত এচির অমলিন হয়ে থাকবে দিনটি !

ছায়া থেকে কায়াতে চলে এসো এবং তুমিও শরীক হয়ে যাও!

আপু আসলেই সবদিকেই পারফেক্ট। গল্প, কবিতা, ছড়া এবং এবার উনার রান্না খেলাম! স্বাদ এখনো জিভে লেগে আছে! অসাধারণ রাধুনিআ আমাদের ফাতিমাপু!

আমরা যেদিন গিয়েছিলাম আপুর দুই কণ্যাই অসুস্থ ছিলো তবু আপু এতো আয়োজন করেছিলেন , টেবিল ভরিয়ে ফেলেছেন !

অনেক অনেক শুকরিয়া পোস্টটি পড়ে আমাদের গুন্জরনে শরীক হওয়ার জন্য!Good Luck Praying
১২ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:১৯
282641
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : সেটাতো কখনই সম্ভভ না. ছায়াদের আবয়ব থাকেনা, অস্তিত্ব থাকেনা.. কিছু সময়ের জন্য় দৃশ্যমান থাকে অতপর মিলিয়ে যায়.
১৩ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৩৬
282858
ছালসাবিল লিখেছেন : ঘুমাপপপপি, Love Struck আমাকেও একটু ডাকেনি Crying কি স্বার্থপর Crying Time Out
১৭
341042
১১ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:০৬
মোহাম্মদ লোকমান লিখেছেন : আসসালামু আলাইকুম,
সুন্দর প্রোগ্রাম এবং বর্ণনা, খুব ভালো লাগলো।
১২ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:১৮
282589
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমাতুল্লাহ!

আপনাকেও আন্তরিক শুকরিয়া ভাইয়াGood Luck
১৮
341270
১২ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:০৬
ছালসাবিল লিখেছেন : Crying আপপপপপি Crying আমার জন্য কি এনেছিলেন Surprised আমাকে তো দিলেনি না Day Dreaming

কিচিরমিচির কিচিরমিচির খুব পছন্দ পাই Tongue এমন আড্ডাবাজ আপপপপপিরা Bee Time Out Eat
১৭ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:১৬
283652
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ।

কিচির মিচিরে আসার পূর্ব শর্ত পরিচয় দেয়া! Tongue
১৮ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:২৩
283683
ছালসাবিল লিখেছেন : ওয়া আলাইকুম আসসালাম। Love Struck কিচির মিচির ভালো পাইনা Crying Smug Tongue Surprised Surprised Surprised phbbbbt
১৯
341409
১৩ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৪৭
ঝিঙেফুল লিখেছেন : আমাকে দাওয়াত দিলে কি হত? Sad আমিও না হয় একটু কিচির মিচির করতাম! Crying কেউ এই ঝিঙেফুলের নামটাও সেদিন মনে রাখেনি Broken Heart Broken Heart Broken Heart


Waiting Waiting Frustrated Frustrated Straight Face Straight Face Straight Face Straight Face Straight Face Straight Face Straight Face
১৭ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৫৪
283651
ঝিঙেফুল লিখেছেন : আমার কান্না পাচ্ছেCrying কেউ আমার মন্তব্যের জবাবও দিল নাBroken Heart Broken Heart Broken Heart
১৭ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:১৯
283653
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম । সরি আপু, মাঝ কিছুদিন খুব ব্যস্ততা + কম্পুর প্রব ছিলো তাই বসা হয় নি! খেয়াল করিনি যে এখানে কিছু কমেন্টের জবাব দেয়া বাকি! আবারো সরি!Happy

ফাতিমাপু সবাইকে দাওয়াত দিয়েছেলন, আপুর কাছে কি আপনার কন্টাক্ট নাম্বার ছিলো?

নেক্সট টাইম ইনশা আল্লাহ!

Love Struck Love Struck Love Struck Love Struck Good Luck Happy Praying
১৮ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:৫৩
283684
ছালসাবিল লিখেছেন : Tongue Tongue Smug Smug phbbbbt আমাকেও দাওয়াত দেই নি নিষ্টুরাআপপপপি Crying Crying phbbbbt
১৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:০৪
283913
ঝিঙেফুল লিখেছেন : Crying Crying Crying
২০
342360
১৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:২০
ফাতিমা মারিয়াম লিখেছেন : সেদিনের মত দিন কি আর আসবেনা? Broken Heart যারা ছিল না তারাও থাকবে। Praying কী মজাই না হবে তাহলে! Star Angel কিন্তু..... Crying Crying Crying Crying Crying Crying
১৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:৫৪
283819
সাদিয়া মুকিম লিখেছেন : সেই স্বপ্নীল ক্ষণ ফিরে আসুক বারবার Love Struck
২১
342381
১৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৩০
অপরিচিত লিখেছেন : আপনারা অনেক ভালো। ভালো লাগলো। অনেক ধন্যবাদ।
১৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:৫৫
283820
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ।

আপনাকে আজ প্রথম দেখলাম! প্রথমবার ব্লগে আপনাকে পেয়ে সত্যি ভালো লাগলো!

আল্লাহ আপনাকেও ভালো রাখুন! Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File