"বিন্দু বিন্দু জল"

লিখেছেন লিখেছেন সাদিয়া মুকিম ২১ মে, ২০১৫, ০৭:৩৯:০৪ সন্ধ্যা



ঘটনা-১) তখন কোন ক্লাসে পড়ি সঠিক মনে নেই কিন্তু এটা মনে আছে আমি তখনো পেন্সিল দিয়ে লিখতাম। আনুমানিক ক্লাস টু এর ঘটনা হতে পারে। খাতায় বেশ কিছু পৃষ্ঠা খালি থাকা অবস্থাতেই পরের পৃষ্ঠায় লিখা শুরু করতাম আর পেন্সিল পুরোটা শেষ হওয়ার আগেই নতুন পেন্সিলের জন্য কান্নাকটি জুড়ে দিতাম!

একদিন পড়তে বসেছি, আমার বড় ভাইয়া এসে পাশে বসলেন, আমার খাতা উল্টে দেখলেন। বরাবর আমার খাতায় বেশ কিছু পৃস্ঠার অপচয় খুব সহজভাবেই ধরা পড়লো!

ভাইয়া আমাকে বললেন , জানো আমি আর বড়াপা (পিঠাপিঠি দুজন) যখন স্কুলে পড়তাম তখন এমনো দিন গিয়েছে আমরা একটা পেন্সিল ভাগ করে দুজনে লিখেছি আর একটা পৃষ্ঠার পেন্সিলে লিখা অংশ মুছে দিয়ে আবারো সেখানে লিখেছি! আমরা পড়াশোনা করেছি কিন্তু অপচয় করিনি!

আমি যা বুঝেনিয়েছিলাম তা হলো নিশ্চয় আব্বা তখন খুব গরীব ছিলেন না হলে কেনো আপা-ভাইয়া এভাবে খাতা -পেন্সিলের জন্য কষ্ট করেছেন? যাই বুঝেছিলাম না কেনো তারপর থেকে সজ্ঞানে আর কখনো খাতা পেন্সিলের অপচয় করি নি! লিখাপড়ার সময় আমার মনের মধ্যে শুধু আপা- ভাইয়ার খাতা পেন্সিল ভাগাভাগির করুন দৃশ্য ফুটে উঠতো! আর ভয় লাগতো যদি আবার গরীব হয়ে যাই আমরা!

ঘটনা ২) আমাদের কলোনী থেকে আমার নানার বাড়ি ছিলো খুব কাছে। আব্বা সেখানে কিছু জমি কিনেছিলেন এবং বাড়িও করেছিলেন । সেই জমিতে যে ধান হতো তা দিয়ে আমাদের চলে যেতো বেশ ভালোভাবে। কলোনীতে দেখতাম সব বান্ধবীদের আব্বারা বাজার থেকে বিশাল চালের বস্তা কিনে রিক্সা করে নিয়ে আসতেন। সেদিন আমরা সবাই মিলে হৈচৈ করে আনন্দে রিক্সার পিছন পিছন দৌড়াতাম। আমার কস্ট লাগতো এই ভেবে যে- আমরা গরীব, আব্বার টাকা নেই বাজার থেকে চাল কেনার আর এজন্যই আব্বা গ্রামের বাড়ি থেকে চাল নিয়ে আসে ! কতো যে দীর্ঘশ্বাষ ছেড়েছি এই ভেবে! তাই যখনি ভাত খেতাম ভাত যেনো মাটিতে পড়ে নষ্ট না হয়, অপচয় না হয় সেদিকে খেয়াল রাখতাম আর আম্মার হিদায়াতী বক্তব্য তো কানের মাঝে বাজতেই থাকতো! একটা ভাত তৈরি করার ক্ষমতা আমাদের নেই তাই একটা ভাত যেনো নষ্ট না হয়!খাবার নষ্ট করলে খাবারের কষ্ট করতে হবে, একটা ভাত নষ্ট করলে সত্তরটা সাপের কামড়ের ভয় তো ছিলোই........। ভালো দিক হলো ভাত নষ্ট করতাম না। খুব ভয় লাগতো আমরা যদি আবার গরীব হয়ে যাই!

ঘটনা ৩) আমাদের কলোনীর পাশে ছিলো পিডিবি।তাই চব্বিশ ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকতো আমাদের সবার বাসায়। আরো চমৎকার যে বিষয় সেটি হচ্ছে কলোনীতে যারা চাকরি করতেন তাদের বাসা ভাড়া এবং যাবতীয় বিল ফ্রি ছিলো! এভাবে বেড়ে উঠে (বিনা বিল টেনশন) আমি তখন নতুন সংসারে পা দিয়েছি। সদ্য প্রবাসী! আর বিদেশের ব্যাপার সেপারই তো অন্যরকম! আধুনিকতার ছোঁয়া সবখানে! কিন্তু খেয়াল করলাম আমি যখন রুম থেকে বের হই পতিজ্বি সাথে সাথে গিয়ে চেক করে লাইট অফ করলাম কি না, ফ্যান অফ কিনা! শুধু তাই না রান্না করার সময় কি তরকারি কাটা আর অনর্থক চুলা জ্বালিয়ে রাখা হয় কিনা ,হাড়ি পাতিল ধোয়ার সময় পানির প্রবাহ কি খুব বেশী কি না , কলটা কি বন্ধ নাকি টিপ টিপ করে পানি পড়ছে কোন কিছুই উনার নজর এড়াতো না! উনার তড়িৎবেগে অপারেশন দেখে আমি তো মনে মনে আবার সেই ভাবনায় ফিরে যেতাম ! হায়- রে গরিবের অভাব বুঝি আর পিছু ছাড়লো না!

ঘটনা ৪্) সপ্তাহের অন্যান্য দিন গুলোতে বাস যোগাযোগ খুব ভালো হলেও শনি , রবিবার খুব কম বাস থাকে। একটা বাস মিস করলে প্রায় ১০ মিনিট থেকে আধা ঘন্টার লেট হয়ে যায়! সবসময় আমি চেস্টা করি যথাসময়ের কিছু আগেই বাস স্ট্যান্ডে আসার এবং পেরেশানী ছাড়াই বাসে উঠার। সেদিন রেডি হতে গড়িমসি করেছিলাম আর ততেই একটু দেরী হয়ে গেলো! বাসস্টপে পৌঁছার কিছু আগেই দেখলাম বাসটি চোখের সমানে দিয়ে চলে যাচ্ছে! সুপার ম্যান হয়ে উড়ে বাসে উঠার অদম্য ইচ্ছাটাকে অন্তঃক্রোধের হুংকারে সংবরন করলাম। বাসটা মিস হলো। বসে রইলাম ভারাক্রান্ত মন নিয়ে! বিরক্ত এবং কষ্ট লাগছিলো খুব! আমি কখনো লেট করে যাই না! অন্তত চেষ্টা করি পাঁচ মিনিট আগে পৌঁছানোর! অথচ আজকে লেট হবেই! ভাবছিলাম বাসায় বসে গড়িমসি না করে সময় মতো বের হলে আজকে এই বিপদ হতো না! প্রতিটি সেকেন্ড, মিনিটের কাঁটা যেনো মনের মাঝে বিষাক্ত আঁচড় কেটে যাচ্ছিলো! অতিবাহিত সময়টুকু আর ফিরে পাওয়া যাবে না, পরের বাস ধরতে হবে, ক্লাসে পৌঁছতে লেট হবে সুতরাং সব কিছুতেই লেট হবে। ছোট ছোট সেকেন্ড আর মিনিটগুলোর যথোপযুক্ত গুরুত্ব না দেয়াতে আমি কি সময়ের অপচয় করিনি? সময়ের মূল্য বুঝতেও যে গরীব হয়ে গেলাম আমি !

ম্যাটারিয়ালিস্টিক নির্ভর বষ্তুবাদের এই জীবনে বস্তুবাদী বিষয় নিয়ে আমরা সবাই ব্যস্ত! খাওয়া,পড়া, জীবন ধারন এগুলো তো চলেই যাচ্ছে! কেউ হয়তো খুব দামী খাবার , বিলাস বহুল জীবন ধারন করে কেউ হয়তো কোন রকম খেয়ে -পড়ে, জীবনধারনের অবলম্বনটুকু নিয়ে পথ চলে! আমার শুধু ভাবনা হয় অতিবাহিত হয়ে যাওয়া সময় নিয়ে! প্রতিনিয়ত সময়ের অপচয় হচ্ছে এই দুর্ভাবনা আমাকে নির্নিমেষ পিছুটানে! কেনো জানি মনে হয় খাওয়া-পড়ার অপচয় বোধে এবং রোধে যেভাবে তৎপর সময়ের অপচয় রোধে ঠিক ততখানি না!

একটা সময় সবাই ভাবসম্প্রসারন করেছিলাম " যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি" । আমাদের বাংলা ম্যডাম খুব ধার্মিক ছিলেন এবং তিনি বলেছিলেন - শুধু বাতি নয় বরং জীবনের প্রতিটি ক্ষনকে মূল্যায়ন করতে হবে যদি না করি মোমের যেমন অপচয় হয় তেমনি সময়েরও অপচয় হয়। অযথা মোম জ্বালিয়ে রাখলে একদিন এমন সময় আসবে যখন মোম ফুরিয়ে যাবে, প্রয়োজনের সময় আঁধার ঘুচতেও আলোর অভাব হবে! ঠিক এমনিভাবে যারা সময়ের মূল্যায়ন করে না হেলা ফেলায় সময় নষ্ট করে তাদেরও এমন একদিন আসবে যখন উপলব্ধি করবে প্রতিটি সেকেন্ড কতো মূল্যবান! পিছনে ফিরে পেতে চাইবে সেই সময় কিন্তু আর উপায় থাকবে না!

বিন্দু বিন্দু জল দিয়ে যেমন মহাসাগর গড়ে ওঠে তেমনি আমাদের অগোচরে অপচয় করে ফেলা সেকেন্ড সেকেন্ড সময়গুলোর সমষ্টি জীবন নামক মহাসময়ের যোগফল। ভয় লাগে খুব এই সময়ের হিসাব যখন চাওয়া হবে দিতে পারবো কি সঠিক জবাব?

তোমরা যদি মাপতে চাও অমেয় অপ্রমেয় সময়কে

তবে কালপ্রহর ও ঋতুচক্রের অনুসরণে সংযত কর তোমাদের স্বভাবপ্রকৃতিকে

স্রোতোস্বিনী তটিনীতীরে বসে নিরীক্ষণ কর সময়কালের গতিপ্রবাহকে

নিষ্কাল তোমরা সচেতন যে জীবন কালনিরবধি

আর গতস্যকাল অদ্যকালের স্মরণ মাত্র, অনাগত কাল বর্তমানের স্বপ্ন অবধি

(জিব্রান কাহলিল)

গরীব থাকা আজকের দুনিয়ায় কারো পছন্দ নয়। আর্থিক অসংগতি কারো কাম্যও নয়! কিন্তু সময়ের অপচয়? এক্ষেত্রে আমাদের মনে হয় আরো একটু কৃপন হওয়া উচিত ! তাই নয় কি?

বিষয়: বিবিধ

১৫৭১ বার পঠিত, ৫৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

321670
২১ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৪৫
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। আসছি.....
২১ মে ২০১৫ রাত ০৯:১১
262722
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহ ! Happy শুকরিয়া !
321671
২১ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৪৯
অবাক মুসাফীর লিখেছেন : দখলদারেরা এবং তাদের দখলদারিত্ব এখনো আছে?? Rolling on the Floor
২১ মে ২০১৫ রাত ০৯:১২
262724
সাদিয়া মুকিম লিখেছেন : জি জনাব! একটু নির্মল আনন্দধারা.........।
321673
২১ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৫৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
সময় এর প্রতি আমরা উদাসিন হচ্ছি আর অন্য দিকে দাবি করছি পৃথিবির এখন অতি দ্রুত হয়ে গেছে। অপচয় যেন আমাদের সন্মান বৃদ্ধি করছে!! হারিয়ে ফেলছি জিবন এর প্রকৃত উদ্দেশ্য।
২১ মে ২০১৫ রাত ০৯:১৪
262725
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম!

মুহূর্তেই ঘড়ির কাটা ঘুরে যায় আমরাও হারিয়ে ফেলি সেই সময়টুকু যা আর ফিরে পাওয়ার নয়! তবু সচেতন হই না!

জাযাকাল্লাহু খাইর!

প্রিয়তে আপনার একাধিক প্রিয় বই নিয়ে লিখা চাই ভাইয়া!Happy
২১ মে ২০১৫ রাত ১১:০০
262738
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : লিখা হয়ে গিয়েছে!!!!
321678
২১ মে ২০১৫ রাত ০৮:১২
দুষ্টু পোলা লিখেছেন : অবাক মুসাফীর লিখেছেন : দখলদারেরা এবং তাদের দখলদারিত্ব এখনো আছে?? Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Thumbs Up Thumbs Up
২১ মে ২০১৫ রাত ০৯:১৪
262726
সাদিয়া মুকিম লিখেছেন : Don't Tell Anyone Happy Good Luck Praying
321680
২১ মে ২০১৫ রাত ০৮:১৭
নিরবে লিখেছেন : কিছু যেন ভুলে গেছিলাম। আপু সেটা মনে করিয়ে দিলেন।
২১ মে ২০১৫ রাত ০৯:১৫
262727
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম!

আমি নিজেও ভুলে যাই তাই মনে রাখার জন্য লিখা! আল্লাহ আমাদের হায়াতের গরীব হওয়া থেকে রক্ষা করুন!

জাযাকিল্লাহু খাইর!
321683
২১ মে ২০১৫ রাত ০৮:৩১
অবাক মুসাফীর লিখেছেন : ওয়াল 'আসর!! যা কিছু তিনি সৃষ্টি করেছেন তার মধ্‌যে 'সময়' জিনিসটাই সবচেয়ে বেশি অলৌকিক মনে হয় আমার কাছে। ঘটনাগুলো বেশ শিক্ষনীয়... সময়, সময়ের অপচয় এবং সময়ের সদ্‌ব্‌যাবহার সম্পর্কে আরো একবার ভাবাবে আমাদের... আমার মনে হয়, প্রায় সব মানুষই আগে থেকেই জানে যে সে সময় নষ্ট করছে, তবুও সে সময় নষ্ট করতেই থাকে করতেই থাকে... আমি নিজেও একটা দুষ্টচক্রের মধ্‌যে ফেঁসে আছি, এর পরিণতির কথাও আমি জানি বেশ ভালোভাবেই, তবুও সময় অপচয়ের এই দুষ্টচক্র থেকে বেরিয়ে আসতে পারছিই না... Sad
২১ মে ২০১৫ রাত ০৯:১৯
262728
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম!

সময়ের মূল্য নিয়ে রচনা লিখে উচ্চ নম্বরে পাশ করে এলেও সময়ের যথাযথ মূল্যায়ন নির্ধারনে আমরা এখনো ব্যর্থ!পুঁথিগত বিদ্যা হিসেবেই রয়ে গেলো অর্জিত জ্ঞান!

আল্লাহ আমাদের সবাইকে ওয়াল 'আসর এর উপর আমল করার তৌফিক দান করুন!

চমৎকার মন্তব্যটির জন্য আন্তরিক শুকরিয়া। জাযাকাল্লাহু খাইর!Praying
321698
২১ মে ২০১৫ রাত ০৯:৪৯
গাজী সালাউদ্দিন লিখেছেন : জীবনতো বহতার নদীর মত, যা চলে যায়, তা আর কখনো ফিরে আসে না। সময়ের মূল্য যে দিতে জানে, অথবা টাইম ম্যানেজমেন্ট করে খুব সুন্দরভাবে জীবনের প্রতিটি পদে পদে সাইন করতে পারে সে। আর যারা আখেরাত মুখী, প্রতিটি সেকেন্ড তাদের নিকট অনেক বেশি মূল্যবান, কেননা কিয়ামতের দিন প্রতিটি কোন কাজে ব্যায় করেছে তার পুঙ্খানুপুঙ্খ হিসেব নেয়া হবে।

সময় জ্ঞান সম্পর্কে পাঠককে সচেতন করতে আপনার লেখাটি অসাধারণ হয়েছে। জাযাকাল্লাহু খাইর।
২২ মে ২০১৫ রাত ০১:৫৭
262768
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম ।

আসলেই আমরা গাফেল হয়ে গেছি। মরীচিকার পিছন ছুটছি! পৃথিবীর মহান ব্যক্তিদের দিকে তাকালে সহজেই বোঝা যায় উনারা কত সুন্দর ভাবে সময়ের যথোপযুক্ত ব্যবহার করেছেন!

আপনার মন্তব্যটি অনুপ্রেরনা জাগিয়ে গেলো! আল্লাহ আমাদের সময়ের সঠিক ব্যবহার করার তৌফিক দান করুন!

বারাকাল্লাহু ফিক!Good Luck
২২ মে ২০১৫ সকাল ০৬:০১
262790
গাজী সালাউদ্দিন লিখেছেন : বোন সন্ধ্যাতারা বেশ কিছু দিন ধরে ব্লগে নেই, যদি ভুল না দেখে থাকি। কিন্তু কেন? কোন অসুখ বিসুখ হয়নিতো? যদি কিছু জেনে থাকেন প্লিজ জানাবেন।
২৩ মে ২০১৫ রাত ০২:৩৮
263026
সাদিয়া মুকিম লিখেছেন : দুঃখিত আমি অনেক দেরিতে দেখলাম মেসেজটা! আমি জেনে জানাবো ইনশা আল্লাহ! আল্লাহ আপুকে ভালো রাখুন! Praying
321699
২১ মে ২০১৫ রাত ০৯:৫৪
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপু। আপনি লিখেছেনঃ
আমরা একটা পেন্সিল ভাগ করে দুজনে লিখেছি
আর একটা পৃষ্ঠার পেন্সিলে লিখা অংশ মুছে
দিয়ে আবারো সেখানে লিখেছি!


আব্বার টাকা নেই বাজার থেকে চাল কেনার আর এজন্যই আব্বা গ্রামের বাড়ি থেকে চাল নিয়ে আসে


অনর্থক চুলা জ্বালিয়ে রাখা হয় কিনা ,হাড়ি পাতিল ধোয়ার সময় পানির প্রবাহ কি খুব বেশী কি না , কলটা কি বন্ধ নাকি টিপ টিপ করে পানি পড়ছে


তাইতো ভাবী কেন আমার আপুনি ইলিশ মাছের স্বাদ ত্যাগ করতে চায়। দুলাভাইকে চোখ রাঙ্গায়।
আসলে জীবন যাদের অভাবের মাঝে গড়ে উঠে তারাই হয়তো ভাবে, হায়রে এক সময় কি ছিলাম, এখন আল্লাহ তায়ালা অনুগ্রহ করেছেন। সূরা দোহা এর শেষের দিকের আয়াতগুলি মনে পড়ে গেল। واما بنعمة ربك فحدث সূতরাং তোমার প্রভূর নেয়ামতের শুকরিয়া আদায় করো। নেয়ামতের বর্ণনা কর।

সুপার ম্যান হয়ে উড়ে বাসে উঠার অদম্য ইচ্ছাটাকে অন্তঃক্রোধের হুংকারে সংবরন করলাম। বাসটা মিস হলো। বসে রইলাম ভারাক্রান্ত মন নিয়ে!

আপনার আত্মউপলদ্ধি সত্যিই একদিন আপনাকে উচ্চ শিখরে পৌছাবে।
খাওয়া-পড়ার অপচয় বোধে এবং রোধে যেভাবে তৎপর সময়ের অপচয় রোধে ঠিক ততখানি না!
একদম সত্যি বলেছেন। এটি আমারও মনের কথা।
সুন্দর অতীত, সুন্দর উপলদ্ধি, অনুভূতি ও উপদেশমালাগুলো শেয়ার করার জন্য অনেক অনেক শুকরিয়া। জাযাকিল্লাহ খাইরান আপুনি।
২২ মে ২০১৫ রাত ০২:৫২
262772
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমাতুল্লাহ!

আপনার নিঁখুত দৃষ্টিভংগি নিয়ে পড়ার বিষয়টি আসলেই অনেক ভালোলাগায় আপ্লুত করে ।

অপচয় রোধের বিষয়টা আমাদের পারিবারিকভাবে খুব কঠোর ভাবে খেয়াল রাখা হতো! আর তাই বলেই হয়তো অনেকটা বেঁচে গিয়েছি ! ভয় হয় শিক্ষাটাই যদি না পেতাম এই ভেবে!

সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক শুকরিয়া জানবেন! বারাকাল্লাহু ফিক!
২২ মে ২০১৫ সকাল ০৬:০১
262791
গাজী সালাউদ্দিন লিখেছেন : দমদমা, হার্ঢিটার হুজুর।
২২ মে ২০১৫ সকাল ০৬:০২
262792
গাজী সালাউদ্দিন লিখেছেন : দমদমা, হার্ডহিটার হুজুর।
২২ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৪৪
262919
আবু জান্নাত লিখেছেন : Crying Crying Crying Crying Crying Crying কে গো, কাকে বলছেন @সাকা
321711
২১ মে ২০১৫ রাত ১১:২৬
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সময়ের সদব্যবহারের ক্ষেত্রে আমরা সত্যিই গরীব । এটা আমাদেরকে আমি বলব সামনে এগুতে শ্লথ গতি করে দিচ্ছে ।
আপনাকে অনেক ধন্যবাদ গত জীবনের কিছু বাস্তবতাকে গাথুনি আকারে সংরক্ষণ করার জন্য । একসময় এই বিষয়গুলো অনেক মূল্যাবান হবে ইতিহাস চর্চার জন্য ।
২২ মে ২০১৫ রাত ০২:৫৪
262773
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ।

আপনার উপস্থিতি এবং মূল্যবান মন্তব্য দুটোই খুবি আনন্দের কারন! সময় করে পড়া এবং মন্তব্যের জন্য আন্তরিক শুকরিয়া!

আমাদের জন্য দোআ করবেন! জাযাকাল্লাহু খাইর!
১০
321736
২২ মে ২০১৫ রাত ০২:২৬
দ্য স্লেভ লিখেছেন : অসাধারণ ভঙ্গিমায় আপনি আপনার উপলব্ধী ফুটিয়ে তুলেছেন। সময়ের অপচয়টি আমরা উপেক্ষা করি। আমি আমার জীবনের ক্ষেত্রে এতটা মেপে মেপে চলিনি,সেভাবে অভ্যস্তও নই। বহু অপচয় হয়েছে। সাবধানী হওয়া উচিৎ। জাজাকাল্লাহ খায়রান
২২ মে ২০১৫ রাত ০২:৫৭
262774
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ।

খুব একটা মেপে চলেছি বলে গ্যরান্টি দিতে পারবো না তবে শিক্ষাটা পেয়েছিলাম! খাওয়া -পড়া- বিলের অপচয়ে আমরা সবাই খুব কৃপনতা করলেও সময়ের অপচয়ে কৃপন হতে পারি নি! অথচ এটাও খুব জরুরি!

আল্লাহ আমাদের সময়ের সঠিক ব্যবহার করার তৌফিক দান করুন! বারাকাল্লাহু ফিক!

আর হ্যা, আপনার প্রিয় নিয়ে কনটেস্টে লিখুন জাতি পড়ার অপেক্ষায়!
১১
321798
২২ মে ২০১৫ দুপুর ০১:১৩
ফাতিমা মারিয়াম লিখেছেন : আসসালামু আলাইকুম।


চমৎকার সাবলীল উপস্থাপনার মাধ্যমে অনেক কিছুই মনে করিয়ে দিলে!
২৩ মে ২০১৫ রাত ০২:৪৯
263027
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ!

আপু কি ধরনের দড়ি লাগবে আপনাকে বেঁধে রাখতে ? মায়ার দড়ি, আদরের দড়ি, ভালোবাসার দড়ি! সবদিয়ে আপনাকে বিডিতে বেঁধে রাখতে চাই! Crying

শুকরিয়া আপু!Love Struck
২৩ মে ২০১৫ সকাল ০৭:৪২
263057
ফাতিমা মারিয়াম লিখেছেন : Love Struck Love Struck Love Struck Praying Praying Praying
২৪ মে ২০১৫ রাত ১০:৩৮
263387
ধ্রুব নীল লিখেছেন : আপনিও কিছু শেয়ার করুন।
১২
321820
২২ মে ২০১৫ দুপুর ০২:৫৭
আফরা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপু ।

সময় আমাদের জীবনের কতটা মূল্যবান সেটা কোন কিছুর বিয়েময়েই মূল্যায়ন করা যাবে না । অথচ এই সময়কে আমরা সব চেয়ে বেশী অপচয় করি অবলীলায় ।

আপু ব্লগে একটু সময় বেশি দেই তাই কিন্তু মনে করবেন না আমি সময়ের অপচয় করি । আমি কখনো শুধু ব্লগিং করে না পাশপাশি অন্য কিছু করি ।

জাজাকিল্লাহ খাইরান আপু ।
২৩ মে ২০১৫ রাত ০২:৫৩
263029
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ!

আপু আমি মনে করি তোমাদের মতোন ইয়ং জেনারেশন গান, বাজে আড্ডা, ফেবু চ্যাটে ব্যস্ত না থেকে এই সৃজনশীল ব্লগে লিখছে, পড়ছে এটা অনেক বড় রহমত!

অপচয় তো তখন হবে যখন মৌলিক কাজ ফেলে রেখে অহেতুক সময় নষ্ট করা হয়! আমিও টুকিটাকি কিছু করার মাঝেই ব্লগে সময় কাটানোর চেস্টা করি!

বারাকাল্লাহু খাইর! আদর রইলো আপু!Love Struck
১৩
321872
২২ মে ২০১৫ রাত ০৯:৩৯
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আসসালামু আলাইকুম। অনেকদিন পর ব্লগে ফীরলাম আর হাতেও পেলাম স্বয়ং মুকিম আপির লেখা মিস কি করা যায়??? হুম! যথেষ্ট গুরুগম্ভীর কথা। Happy
২৩ মে ২০১৫ রাত ০২:৫৫
263030
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ!

ভালো আছো তুমি? শরীর সুস্থ? মন ভালো তো?

কিছুদিন আমি নিজেও কিছুটা অনিয়মিত ছিলাম, তোমাকেও দেখি নি ! আলহামদুলিল্লাহ আজকে দেখা পাওয়া গেলো!

জাযাকাল্লাহু খাইর! Good Luck
২৩ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৩৪
263157
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আপি আলহামদুলিল্লাহ ভাল। মোটামোটি কলেজ লাইফ থেকেই আমি অসুস্হ। আমার বাম পাশের পেটে একটা মেডিকেল সার্জারীর পর থেকে এখনো আমি পুরোপুরি সুস্হ না। বেশ কিছু সমস্যা নিয়েই চলছি। ডাক্তারের কাছে যেতে হবে প্রতিদিন ভাবছি কিন্তু যাওয়া হচ্ছেনা, অনেক সময় হাতে টাকাও থাকেনা বাসায় কিছু বলিনা কারণ এমনিতেই প্রাইভেট ভার্সিটিতে পড়ি প্রচুর খরচ হচ্ছে আমার পেছনে তারপর আবার এক্সট্রা প্রেশার ক্রিয়েট করতে মন চায়না। যাব তাড়াতাড়ি। হ্যা! আসলে এখন সুযোগ-সময় সব কিছুই দিনে দিনে খুব কমে গেছে তাই ইচ্ছা হলেও ব্লগে বসা হয়না। আমার জন্য দোয়া করবে বুঝেছ?
১৪
321907
২৩ মে ২০১৫ রাত ১২:৩৬
সালাম আজাদী লিখেছেন : গল্প গুলো পড়ে গাল-গল্প মনে হলো না, এখানেই আপনার সফলতা। ভালো লাগলো। আসলে কবির নাম ছিল জিবরান খালিল, কিনতু ইংরেজি তে যখন লেখা হয় khlil তখন কোলকাতার হিন্দু সাহেব রা এটাকে কাহলিল করে ফেলে। কবি ছিলেন খৃষ্টান, ফলে মুসলিম কোন সাহিত্যিক তার কবিতা অনুবাদ করেনি বলেই এই ঝামেলা হয়েছে। জাযাকিল্লাহু খায়রান
২৩ মে ২০১৫ রাত ০৩:০৩
263032
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাইয়া!

আমি নিজের চোখকেও বিশ্বাসকরতে পারছিলাম না আপনি মন্তব্য করেছেন এটা দেখে! আলাহামদুলিল্লাহ! Angel
আমি ভুল করেছি কবির নাম লিখতে! দুঃখিত! আজকে ভুলটা না করলে আপনি তো সংশোধন করে দিতেন না তাই ভুল করেও ভালো লাগছে!

যতটুকু পড়েছিলাম মনে পড়ে উনি আরব দেশে জন্মগ্রহন করেছিলেন! নাম দেখে আমি ভেবেছিলাম মুসলিম হতে পারেন! আপনার কাছ থেকে বিস্তারিত জেনে আরো ভালো লাগলো!

সময় করে সুন্দর ভাবে বিষয়টি বুঝিয়ে বলার জন্য আন্তরিক শুকরিয়া ভাইয়া! বারাকাল্লাহু ফিক! Praying Good Luck
১৫
321922
২৩ মে ২০১৫ রাত ০১:৩২
আব্দুল গাফফার লিখেছেন : হৃদয়স্পর্শী সুন্দর লেখা,অনেক ধন্যবাদ আপনাকে Good Luck Good Luck
২৩ মে ২০১৫ রাত ০৩:০৫
263033
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ! সময় করে পড়া এবং অনুপ্রেরনাদিয়ে মন্তব্য করার জন্য আন্তরিক শুকরিয়া জানবেন!Good Luck
১৬
322076
২৩ মে ২০১৫ রাত ১০:০৭
মোহাম্মদ লোকমান লিখেছেন : মাশাআল্লাহ্‌!সুন্দর উপস্থাপনা। প্রতিটি বিষয়ের মধ্যেই রয়েছে শিক্ষা। বিশেষ করে সময়ের প্রতি অবহেলার কারণে যে সমস্যাটা হয় তার প্রতি দৃষ্টি আকর্ষণ, লেখাটিকে আলাদা বৈশিষ্ট্য দান করেছে।
২৬ মে ২০১৫ রাত ০১:৩৮
263669
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ!

সময়ের মূল্য কোন কিছুর বিনিময়েই ফিরিয়ে আনা যায় না এটা জেনেও আমরা সময়ের অচপয় করি ,যথাযথ মূল্যায়ন করি না! আল্লাহ আমাদের সামর্থ্য দান করুন সময়ের মূল্য বুঝতে!

জাযাকাল্লাহু খাইর ভাইয়া!
১৭
322297
২৪ মে ২০১৫ রাত ১০:৫৮
ধ্রুব নীল লিখেছেন : শিব খেরার একটি বইয়ে পড়েছিলাম,
মানুষ ভূল থেকে শিক্ষা গ্রহণ করে। তবে আমাদের জীবন এত বেশি বড় নয় যে, আমরা ভূল করতে থাকব আর শিখতে থাকব। জ্ঞানীরা অন্যের ভূল থেকেও শিক্ষা নেয়


আচ্ছা জ্ঞানী শব্দের বিপরীত শব্দ কি যেন? বোকা নাকি অজ্ঞানী? বাংলাও ভূলে যেতে বসেছি বোধহয়।

সেই ছোটবেলা থেকে অপচয়ের ব্যাপারে সতর্কতা নয় বরং উদাসীনতার প্রাচুর্য আমার মাঝে। ধর্মপরায়ণ মা বাড়িতে থাকতে হাজারবার শিখিয়েছে নবীর সুন্নাতগুলোকে। টেবিলে ভাত পরলে তুলে খাইয়েছে অথচ আজও আমি নির্বিকার।

কোন স্পর্ধায় জানি ট্যাপ দিয়ে পানি পরছে কিনা, গ্যাসের সুইচ বন্ধ আছে কিনা, বাইরে যাওয়ার সময় টেবিল ফ্যান কিংবা লাইট বন্ধ করেছি কিনা কখনোই খেয়াল করা হয়না। এদিক থেকে ভাইয়াকে বড়ই হিংসা হচ্ছে।

আজও ভুল করি, অন্যের ভূল করা দেখি, সে তুলনায় শিক্ষা নেই খুব কমই। খোলা আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে ভাবি, "কবে পূর্ণতা পাব?"
২৬ মে ২০১৫ রাত ০১:৪২
263670
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ!

জ্ঞানী শব্দের বিপরীত কি অজ্ঞ বা মূর্খ হতে পারে?

শিব খেরের কথাটি আসলেই মূল্যবান এবং আমরা মূল্যায়ন করতে ব্যর্থ!

প্রয়োজন শুধয় মনোযোগ এবং সচেতনতা তবেই আমরা কাংখিত পথে চলতে পারব ইনশা আল্লাহ!

দীর্ঘশ্বাস নয় বরং দৃঢ়তাই হোক আমাদের চেতনা..

জাযাকাল্লাহু খাইর ভাই!
১৮
322299
২৪ মে ২০১৫ রাত ১১:০৩
ধ্রুব নীল লিখেছেন : অফ টপিকঃ
আমার ছোটবোন ভাল আছে। আলহামদুলিল্লাহ্‌। সে এবার ক্লাস ফাইভে। পড়াশুনা নিয়ে ব্যাপক ব্যস্ত। প্রতিদিন কোচিং করে এসে আমায় ফোন দেয়। সারাদিনের টাস্কগুলো জানায়।

আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ্‌। আপাতত ব্লগের লেখাগুলো পড়ছি। নিয়মিত হবার চেষ্টা করছি। দুয়া চাই।
২৬ মে ২০১৫ রাত ০১:৪৪
263671
সাদিয়া মুকিম লিখেছেন : ছোটবোনের প্রতি আন্তরিক স্নেহ, মায়া ও দোআ রইলো! আল্লাহ আমাদের ছোট আপুকে সহজ করে দিন!

ব্লগে নিয়মিত পেলে এটা আমাদের সবার জন্য আনন্দের বার্তা বয়ে আনবে! শুভকামনা রইলো!
১৯
322318
২৫ মে ২০১৫ রাত ০২:২৬
সন্ধাতারা লিখেছেন : Salam, my beloved apuni. Valuable and beautiful writing mashallah. Best wishes for you.
২৬ মে ২০১৫ রাত ০১:৪৫
263672
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম আপুনি! শত ব্যস্ততার মাঝেও বোনটির কাছে আসার জন্য আন্তরিক শুকরিয়া ও ভালবাসা জানবেন! Angel Love Struck

জাযাকিল্লাহু খাইর!
২০
322743
২৬ মে ২০১৫ রাত ১০:৫২
বৃত্তের বাইরে লিখেছেন : ভাত নষ্ট করলে সাপ কামড়াবে এই ভয় আমাদেরও ছিল। কলোনীতে সব ফ্রি পেয়ে সরকারী মাল দরিয়া মে ঢাল এই খারাপ স্বভাব আমাদেরও তৈরী হয়েছিল Tongue . ঢাকায় ভাড়া বাড়িতে উঠে কিছুদিন পানির কষ্টে কলোনীর আয়েশী জীবন টের পেয়েছিলাম। অন্য অপচয়গুলো সময়ের সাথে সাথে নিয়ন্ত্রণে এসেছে কিন্তু সময়টাকে কেন জানি রুটিনে আনতে পারছিনা Sad । চমৎকার উপস্থাপনায় মনে করিয়ে দেয়ার জন্য শুকরিয়া আপু Love Struck Rose Good Luck
২৮ মে ২০১৫ রাত ০১:৩১
264222
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম আপু!

কলোনীর বিনা ভাড়ায় জীবন অনেক কিছু দিলেও এই একটা জিনিষ দেয় নি- বিল দেয়ার মর্ম জ্বালা! এখন ঠিক হয়ে গেছি আপু!Happy

সময়ের অপচয়ে আসলেই কন্ট্রোল করা কঠিন হয়ে উঠছে! বাসায় গেস্ট আসলে দশপদ রেডি, বাসা ফাইভ স্টার হোটেলের ন্যায় পরিপাটি, নিজেরা ও পারফেক্ট গেটআপে থাকি কিন্তু অন্য দিন কাজ যেনো কিছুই এগোয় না!Worried

আল্লাহ আমাদের সাহায্য করুন! আপুর চমৎকার মন্তব্যের জন্য শুকরিয়া! শুভকামনা রইলো! Good Luck Good Luck Good Luck
২১
322770
২৭ মে ২০১৫ রাত ১২:৪৬
তাসনুভা লিখেছেন : বরিশাল গেলে এরকম হয় । আর আমাদের আফসোস ছিল কেন আমাদের বাড়ি থেকে কিছু আসে না ।
২৮ মে ২০১৫ রাত ০১:৩৪
264223
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম Happy

দাদু বাড়ি বেড়াতে যাওয়ার কারনে হলেও অনেক আগে থেকেই অপচয় প্রবনতা রোধ করতে পেরেছো তোমরা তাই না? যেটা আমি অনেক কাল পরে আয়ত্ব করেছি!

শুকরিয়া তোমাকে! বাংলায় কমেন্ট! ল্যাপু থেকে ?

ছুটিতে পোস্ট লিখো কেমন? শুভকামনা রইলো!Happy Love Struck Praying Good Luck
২৪ জুন ২০১৫ বিকাল ০৫:২৯
269549
তাসনুভা লিখেছেন : ছুটি যে কখন গেল টেরই পেলাম না । Crying
২২
322997
২৮ মে ২০১৫ সকাল ০৭:১১
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আপনার শিক্ষনীয় লিখাটা অসাধারণ হয়েছে। খুব খুব ভাল লাগলো। আসলেই অনেক সময় ছোট খাট বিষয় গুলো আমরা অজ্ঞাতসার বসত গুরুত্ব দিই না, এটা মোটেও উচিত না।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ
২৮ মে ২০১৫ রাত ১০:৪৫
264417
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম। সময় নিয়ে পড়ার জন্য শুকরিয়া! শুভকামনা জানবেন।জাযাকাললাহু খাইর!Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File