শত্রু ১

লিখেছেন লিখেছেন সাদিয়া মুকিম ১৫ ডিসেম্বর, ২০১৪, ০৩:০৬:৪৪ রাত



একটি মেয়েকে অতি মূল্যবান একটি থলে দিয়ে বলা হলো,

"এই থলেটি সুরক্ষিত স্হানে পৌঁছে দেয়ার মাঝেই তোমার জীবনের স্বার্থকতা লুকিয়ে রয়েছে। সুতরাং যেভাবে পারো সময় নষ্ট না করে এই থলেটি যথাস্হানে পৌঁছানোর ব্যবস্হা করো!"

সুরক্ষিত স্হানটি একটি দুর্ভেদ্য দূর্গ! সেখানে পৌঁছতে হলে প্রয়োজন সঠিক দিক নির্দেশনা জানা এবং সেই বিপদসংকুল পরিবেশ পাড়ি দেয়ার জন্য নিখাদ অধ্যবসায়, ধৈর্য ও সাহস রাখা! যেহেতু মেয়েটির জীবনের প্রশ্ন এই মূল্যবান থলের সাথে নিহিত তাই যেভাবেই হোক থলেটি তাঁকে দূর্গে পৌঁছে দিতে হবে! কিন্তু পথে পথে ওঁত পেতে থাকা শত্রুবাহিনীর কথা তাঁকে ভাবিয়ে তোলে! কিভাবে সে এই ভয়াবহ পথ পাড়ি দিয়ে নিজেকে রক্ষা করবে? সে কি আদৌ পারবে শত্রু বাহিনীর মোকাবলা করে সুরক্ষিত দুর্গে পৌঁছতে?

এই টুকু বলে সামনে বসা মেয়েদের দিকে তাকিয়ে দেখি, বিষ্ফোরিত নেত্রে ভয়ে ভীত হয়ে সবাই আমার দিকে তাকিয়ে আছে! চোখে চোখ পড়তেই সবার একযোগে প্রশ্ন, তারপর কি হলো? মেয়েটি কি করলো?

আমি মৃদু হসে বললাম, সেই রহস্য উদঘাটনের দায়িত্ব তোমাদের! এখন বলো কি করল মেয়েটি নিজের জীবনও বাঁচাতে পারবে আবার সেই সুরক্ষিত দূর্গেও নিরাপদে পৌঁছতে পারবে? তোমাদের সময় ৫ মিনিট।

শুরু হলো হলো ওদের গবেষনা! এখানে প্রতিটি মেয়েই টিন এজ বয়সী! তাই কৌতুহলের পাশাপাশি আ্যডভন্চারের ঘ্রানে আচ্ছন্ন হয়ে রহস্যের সমাধানে শলা পরামর্শ করতে থাকা মেয়েগুলোর দিকে তাকিয়ে আমি নিজেও বেশ মজা পাচ্ছিলাম!

ওদের ৫ মিনিট সময়ও লাগে নি! সবাই সমস্বরে বললো, শত্রুকে চিহ্নিত কর‍তে হবে এবং শত্রুর পরিচয়, চারিত্রিক বৈশিষ্ট্য, গতিবিধি, দুর্বলতা সবকিছু জানতে হবে! তারপর শত্রুর ফাঁদে পা না দিয়ে বরং শত্রুকে কুপোকাত করে সেই দূর্গে পৌঁছতে হবে মেয়েটিকে! তবেই মেয়েটি বাঁচতে পারবে এবং ওর মিশনও সফল হবে!

আমি বললাম, এই মেয়েটি এখানকার আমরা সবাই। আমাদের সবার কাছে আছে এই মূল্যবান সম্পদ - এই সম্পদ হলো আমাদের ঈমান! এখন এই মূল্যবান সম্পদ রক্ষা করে আমাদের পৃথিবীর দুর্গম পথ পাড়ি দিতে হবে!এই পৃথিবীতে আমাদের শত্রু শয়তান। তাই শয়তানের সাথে লড়াই করে টিকে থাকতে হলে আমাদের অবশ্যই শক্তি অর্জন করতে হবে। আমাদের জানতে হবে সঠিক কলাকৌশল, চিনতে হবে আমাদের শত্রুদের! আমরা যদি শয়তানের সাথে লড়াই করে জিততে পারি তবেই ঈমান ও আমল নিয়ে নিরাপদ দূর্গ তথা জান্নাতুল ফেরদৌস এ পৌঁছতে পারব ইনশাআল্লাহ!

এখন কে আমাদের এই সত্যিকার শত্রু? রিয়েল এনিমি? ভেরো নেমিকো?

অবাক হওয়ার সুযোগ ওরা আমাকে দেয় নি! মাশাআল্লাহ! শয়তান আমাদের সত্যিকার শত্রু- এটাই ছিলো সবার উত্তর!

যেহেতু শয়তান আমাদের শত্রু তাই আমাদের প্রথম দায়িত্ব আমাদের শত্রু -শয়তান সম্পর্কে সঠিক ধারনা রাখা। শয়তানের আক্রমন, ফাঁদ থেকে রক্ষার উপায় জানা! এখন তোমরাই আমাকে বলো এই শত্রু শয়তান সম্পর্কে আমরা কি জানি? এক এক করে সবাইকে শয়তান সম্পর্কে যার যা জানা আছে তা বলতে বলা হলে, ওরা যা বলল তা শুনে এবার আমি একেবারে হতভম্ব হলাম!

কেউ বলল শয়তানের আদি পরিচয় হলো সে একটা ফেরেশতা, সে জন্ম নিয়েছিলো জাহান্নামে, সেখানে সে যুগ যুগ ধরে ইবাদাত করে যার ফলে আল্লাহ আটকে পছন্দ করে জান্নাতে নিয়ে গিয়েছিলেন তারপর সে সকল ফেরশতাদের নেতা হয়েগিয়েছিলো! শয়তান মেয়েদের খুব পছন্দ করে তাই সে হাওয়া আলাইহিসসালামকে সহজেই ভুল পথে নিয়ে গিয়েছিলো! আদম আলাইহিসসালাম জান্নাত থেকে বিতাড়িত হন কারন শয়তান হাওয়া আলাইহিসসালাম কে বশ করেছিলো! আর বিতাড়িত হওয়ার সব দোষ হাওয়া আলাইহিসসালাম এর!

আর শুনতে চাইলাম না ! এতটুকু শোনা এবং হজম করাই আমার জন্য যথেষ্ঠ কষ্টদায়ক মনে হচ্ছিলো!

আসলে আমাদের মেয়েদের কতটুকুইবা দোষ? যেখানে আমাদের বড়দের অনেকেরই সঠিক জ্ঞান নেই শয়তান সম্পর্কে! অনেকে হয়তো হেসেই বলবেন এটা কি জানার কোন বিষয় হলো?

আমাদের সমাজের একটি বিশেষ অংশ ধর্মীয় জ্ঞান অর্জনে ভীশন অনাগ্রহী, আর কিছু অংশ জ্ঞান অর্জনে আগ্রহী হলেও উনারা সঠিক তথ্যমৃদ্ধ বই থেকে জ্ঞান অর্জনের সুযোগ পাননি, কিছু অংশ বংশ পরম্পরায় শোনা আগের দিনের কিচ্ছাকাহিনী থেকেই ধর্মীয় জ্ঞান অর্জন করেন, এবং যে অংশটি সঠিক উৎসস্হল থেকে জ্ঞান অর্জন করেন, তাদের অনেকেই সেটা ছড়িয়ে দেন না বা সুযোগ পান না! যার ফলে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করছি, এ ক্ষতি শুধু দুনিয়াবী নয় আখিরাতেরও.....

[b]নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু ; সুতারাং তাকে শত্রু হিসেবেই গণ্য করো। সে কেবলমাত্র তার অনুগতদের আহ্বান করে, যেনো তারা জ্বলন্ত আগুনের সঙ্গী হতে পারে।( ফাতির ৬)[/b



(লিখাটি কন্টিনিউ করার ইচ্ছে আছে ইনশা আল্লাহ! এভাবে অসমাপ্ত রাখা সঠিক হচ্ছে না তথাপি অনিচ্ছাসত্তেও বাধ্য হচ্ছি ! আশাকরি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন !)

বিষয়: বিবিধ

১৫৫৩ বার পঠিত, ২৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

294432
১৫ ডিসেম্বর ২০১৪ রাত ০৩:২৩
সন্ধাতারা লিখেছেন : Chalam apuji. It is a great pleasure to see your post after long time. Very beautiful and valuable writing mashallah.
১৫ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২৩
238095
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমাতুল্লাহ। শুকরিয়া আপুকে মূল্যবান মন্তব্য রেখে যাওয়ার জন্যLove Struck !
294466
১৫ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:৫২
রেহনুমা বিনত আনিস লিখেছেন : শয়তান সম্পর্কে ওদের জ্ঞান মনে হোল সরাসরি বাইবেল থেকে আহরণ করা। সম্ভবত স্কুলে যা শুনেছে। এবার আসল তথ্যটা বুঝিয়ে দিলেই ভুল ধারণা কেটে যাবে ইনশা আল্লাহ। Happy
অনেকদিন পর তোমাকে ব্লগে দেখলাম। ভালো আছ তো আপু? Love Struck
১৫ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২৫
238097
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম আপু! আসলে ওরা কিছু শুনছে স্কুল থেকে, আবার কিছু গল্পের আকারে লোকমুখে,আবার কেউ নাকি বইয়েও পড়েছে! দোআ করবন আপু আমাদের সবার জন্য!Praying

আলহামদুলিল্লাহ! শুকরিয়া আপুজ্বি!Praying Love Struck
294471
১৫ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:৫৫
ছালসাবিল লিখেছেন : Day Dreaming আপপু, একদম রাইট, প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান এটা জানার পরেও আমারা তাকে বন্ধু বানাতে চাই, কি আফসোস Broken Heart
আউজুবিল্লাহিমিনাশ শাইতনির রাজিম।
Love Struck
১৫ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২৭
238098
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম । আসলে আমরা জানি প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান কিনতু গতিবিধি, হামলা এ সম্পর্কে গাফিল থাকি তাই সহজেই শয়তানের ফাঁদে পড়ে যাই! আল্লাহ আমাদের হিফাজত করুন! শুকরিয়া আপনাকেPraying
294478
১৫ ডিসেম্বর ২০১৪ সকাল ০৯:২৫
আব্দুল গাফফার লিখেছেন : আমাদের সমাজের একটি বিশেষ অংশ ধর্মীয় জ্ঞান অর্জনে ভীশন অনাগ্রহী, আর কিছু অংশ জ্ঞান অর্জনে আগ্রহী হলেও উনারা সঠিক তথ্যমৃদ্ধ বই থেকে জ্ঞান অর্জনের সুযোগ পাননি, কিছু অংশ বংশ পরম্পরায় শোনা আগের দিনের কিচ্ছাকাহিনী থেকেই ধর্মীয় জ্ঞান অর্জন করেন, এবং যে অংশটি সঠিক উৎসস্হল থেকে জ্ঞান অর্জন করেন, তাদের অনেকেই সেটা ছড়িয়ে দেন না বা সুযোগ পান না! যার ফলে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করছি, এ ক্ষতি শুধু দুনিয়াবী নয় আখিরাতেরও.

চরম ভাবে একমত , যাজাকাল্লাহ খায়ের
১৫ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২৮
238099
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম । শুকরিয়া আপনাকে! বারাকাল্লাহু ফিক!Praying
294530
১৫ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৫৭
আফরোজা হাসান লিখেছেন : আসলেই আপু টিনএজে পৌছেও মেয়েরা জীবনের সবচেয়ে বড় শত্রু সম্পর্কে অজ্ঞ এই দায় ওদের পিতা-মাতা বা অভিভাবকদের উপরই বর্তায়। ছোটবেলা থেকেই আমাদেরকে যেমন আল্লাহর সান্নিধ্যে টেনে নিয়ে যেতে হবে শিশুদেরকে, তেমনি পরিচয় করিয়ে দিতে হবে শয়তানের সাথে। শুধু গন্তব্যের সন্ধান দিলেই হবে না, সাথে সাথে পথে বিরাজমান সমস্যা, প্রতিবন্ধকতা এবং ওৎ পেতে থাকা খাদা-খন্দ ও ফাঁদ সম্পর্কেও সতর্ক ও সচেতন করতে হবে।

আমার তো এখন পোষ্ট লিখতে ইচ্ছে করছে " শয়তান Vs আমার ক্ষুদে শিষ্যকুল "। যখন ওদেরকে শয়তান সম্পর্কে জানিয়েছিলাম এত্তো মজার মজার সব কান্ড করেছিল। কিন্তু ওদের সেই ছেলেমানুষি প্রতিটি কান্ডই ছিল বেশ শিক্ষনীয়।

লেখাটি কন্টিনিউ করবেন অর্ডার দিচ্ছি(হাতুড়ি ঠুকে কলম ভেঙে Tongue)! Time Out পরের পর্ব পড়ার অপেক্ষায়! Waiting অনেক অনেক ভালোবাসা Love Struck দোয়া Praying ও শুভকামনা রইলো। Good Luck জাযাকিল্লাহ...... Angel Rose Angel
১৫ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:২৫
238081
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : লেখাটি কন্টিনিউ করবেন অর্ডার দিচ্ছি(হাতুড়ি ঠুকে কলম ভেঙে Tongue )! Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১৫ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৩২
238101
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম !ঠিক বলছো আপু!ওদের গড়ার সময় পার হয়ে গেলে তখন আফসোস করেও লাভ হবে না! দোআ করো আযেনো আমরা আসলেই পেরে উঠি!Praying

অর্ডার না রিকোয়েস্ট?Tongue
ফি আমানিল্লাহ! Love Struck

তোমার জন্যও অনক অনক দোআ ও ভালোবাসা রইলোLove Struck Praying

১৫ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
238104
আফরোজা হাসান লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম! Happy
হাহাহা... Tongue অর্ডারও না রিকোয়েস্টও না! আপুনির কাছে আবদার!Love Struck
১৫ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৯
238107
সাদিয়া মুকিম লিখেছেন : হি হিHappy মজা পেলুম!Angel
294553
১৫ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:০৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
আমরা শিক্ষিত হওয়ার যে ভুল অর্থ করছি সেটাই আমাদের মধ্যে সৃষ্টি করছে অসাবধানতার।
১৫ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
238103
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম! জ্বি ভাই, ঠিক বলেছেন! অসাবধানতার সুযোগ নিয়েই আমাদের শত্রু আমাদের চরম ক্ষতি করছে! দোআ করবেন ভাইয়া!শুকরিয়া রইলোPraying
294613
১৫ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:২৪
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : কত অপ্রয়োজনীয় জিনিস আমরা বাচ্চাদেরকে জোড় করে শিখতে বাধ্য করি! অথচ জীবনের মূল শত্রু সাথে পরিচিত করতে আর কিভাবে তার থেকে বেঁচে থাকতে হবে সেটাই শেখাতে ভুলে যাই! কিংবা খেয়ালই থাকে, প্রয়োজনই মনে করি না! D'oh অনেক শুকরিয়া আপ্পি সুন্দর লেখাটির জন্য। কন্টিনিউ করেন প্লিজ। Love Struck
১৫ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৬
238105
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম। আরুজ্বি আছো কেমন? ইনশা আল্লাহ চেস্টা করছি!

তোমার সুন্দর মন্তব্য ও উপস্হিতির জন্য আন্তরিক শুভেচ্ছা, দোআ ও ভালোবাসা রইলো!Love Struck Praying
১৫ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৪৫
238135
আফরোজা হাসান লিখেছেন : ইশশ...কত্তো ভালো লাগে উড়াউড়ি ছেলে এমন সুন্দর সুন্দর কথা যখন বলো তুমি!! Tongue Love Struck
১৫ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৪৫
238136
আফরোজা হাসান লিখেছেন : ছেলে না ছেড়ে At Wits' End At Wits' End
294774
১৬ ডিসেম্বর ২০১৪ সকাল ০৫:১৬
কাহাফ লিখেছেন :
রুপকতার মেয়েটির সাথে পার্থক্য হলঃ শয়তান নামীয় শত্রুর ক্ষমতা-কলা কৌশল,তার থেকে সুরক্ষা পেয়ে স্বীয় ঈমান-আমল সঠিক রাখার পথ-পদ্ধতি আমরা পুর্ণ জানা সত্বেও অবহেলায় তা করতি না,ফলশ্রুতিতে আমরা শয়তানের পাল্লায় পড়ে যাচ্ছি!!
১৬ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৩
238372
সাদিয়া মুকিম লিখেছেন : আসসলামুআলাইকুম। শত্রুর কবলে পড়ার ভয়াবহ পরিনতি যে জাহান্নাম এটা স্মরন রাখা গেলে অনেক ক্ষেত্রেই আমরা নিজেদের বাঁচতে পারি! আপনার মূল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক শুকরিয়া!Praying
294793
১৬ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:২৩
অবাক মুসাফীর লিখেছেন : ভেরো নেমিকো! এইটা কোন ভাষা??
১৬ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৪
238373
সাদিয়া মুকিম লিখেছেন : আসসলামুআলাইকুম। এটা ইটালিয়ান ভাষা! মানে হলো সত্যিকার শত্রু! অনেক অনেক শুকরিয়া আপানাকে!Praying
১০
294836
১৬ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৪৫
হতভাগা লিখেছেন : 'আর শুনতে চাইলাম না ! এতটুকু শোনা এবং হজম করাই আমার জন্য যথেষ্ঠ কষ্টদায়ক মনে হচ্ছিলো!''

০ ঐ প্যারার ২য় অংশটা যে সঠিক নয় তা পবিত্র ক্বুরআনে আল্লাহর এক বানীতেই বুঝা যায় যা এমন - ''অতঃপর শয়তান তাদের উভয়কেই প্রলুব্ধ করলো ।''

প্রথম অংশটা সম্পর্কে এরকমই জানতাম । তবে এটা খুব জানতে ইচ্ছে করে যে , জ্বীনদের একজন কিভাবে আল্লাহর এত নৈকট্য লাভ করলো ? শয়তানের পূর্ব নাম না কি আযাযিল ছিল ?

(আল্লাহ আমায় মাফ করুন , আল্লাহই সর্বজ্ঞানী)
১৬ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:০২
238382
সাদিয়া মুকিম লিখেছেন : আসসলামুআলাইকুম। আপনার জ্ঞানের দূরদর্শীতা সত্যি প্রশংশনীয়!খুব ভালো লাগলো এই জেনে আপনি সরাসরি কোরআনের আয়াত থেকেই সঠিক বিষয়ের জ্ঞান অর্জন করেছেন! আমাদের অনেকেই এখনো অনেক দূরে রয়ে গেছেন!

প্রথম প্যারার উত্তরটুকু আমি ২য় পর্বে দিয়ে দিয়েছি একটু যদি মেহেরবানী করে নজর বুলাতেন!

জ্বীনদের একজন কিভাবে আল্লাহর এত নৈকট্য লাভ করলো ? শয়তানের পূর্ব নাম না কি আযাযিল ছিল ?আমি তাফসীর থকে যতটুকু বুঝত পরেছি তা হলো-

সেই সময়ের কথা একটু স্মরণ কর যখন তোমাদের রব ফেরেশতাদের বলেছিলেন , “আমি পৃথিবীতে একজন খলীফা- প্রতিনিধি নিযুক্ত করতে চাই ৷” তারা বললো , “আপনি কি পৃথিবীতে এমন কাউকে নিযুক্ত করতে চান যে সেখানকার ব্যবস্থাপনাকে বিপর্যস্থ করবে এবং রক্তপাত করবে?(বাকারা ৩০)এখানে ফেরশতাগন যে উত্তর দিয়ছেন তার তাফসীরে জানা যায়, আদম আলালাইহিসসালামর বহু পূ্র্বেই জ্বীন জাতীদের সৃষ্টি করা হয়েছিল পৃথিবীতেও পাঠানো হয়েছিলো। কিন্তু তারা পৃথিবীতে এসে ফিতনা ফাসাদে মত্ত রইলো, তারপর তাদের উচ্ছেদ করা হলো ফেরেশতাদের দ্বারা। এখান থেকেই একটি জ্বীন ফেরেশতাদের সংগি হয়েছিল। পরবর্তীতে এই জ্বীন এর নাম হলো ইবলিস! স্বয়ং কোরআনে ইবলিস হিসেবেই তার পরিচয় দেয়া হয়েছে।

আবদুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর একটি বর্ননায় পাওয়া যায় তাঁর নাম আযাযিল ছিল! আমি হাদীসটির সঠিক সনদ খুঁজে পাই নি! আর কোরআনে আযাযিল নামে আসে নি!
আল্লাহু আ'লাম -আল্লাহ সর্বজ্ঞানী!

আপনি নবীদের কাহিনী-আসাদুল্লাহ গালিব এর লিখা বইটি পড়তে পারেন। অনেক অনেক শুকরিয়া ভাই আপনাকে! আমাদের জন্য দো আ করবেন! আমরা বিভ্রান্ত না হই, সয়হিক পথে অবিচল থাকতে পারি। জাযাকাল্লাহু খাইর।
১১
295568
১৮ ডিসেম্বর ২০১৪ রাত ১০:০৯
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ.. ... আপু আমি দেরিতে হলেও পড়েছি। সুন্দর লিখেছেন। যাজাকিল্লাহু খাইর। Good Luck Good Luck

আপনারা সবাই ভালো আছেনতো? আমার জন্য দোআ করবেন আপু। Praying Praying
১৮ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৩৫
239073
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুমআসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ! তুমি পড়েছো এতেই আমি আনন্দিত! বারাকাল্লাহু ফিক!
আল্লাহ'র অশেষ মহেরবানী আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি! আল্লাহ তোমাদেরো ভালো রাখুন! ফি আমানিল্লাহ!দোআ ও শুভকামনা রইলো Good Luck Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File