বড্ড নিরবতায় নির্জন এই নীড়........
লিখেছেন লিখেছেন সাদিয়া মুকিম ২৭ আগস্ট, ২০১৪, ১২:১৫:৫৬ রাত
অনেকদিন পর ব্লগে এলাম! চিরচেনা এই অংগন যেন আর আগের মতোন নেই! যারা এই ব্লগটাকে আগলে রেখেছিলো মমতার বন্ধনে সকলেরই নানা কর্মব্যস্ততা আর বাস্তবিক অনুযোগে তারাও দূর বহুদূর! নিজ বাড়িটাকেই শূন্য শূন্য খালি খালি লাগছে! সেই দুষ্টামি, খনসুটি, আড্ডার নির্মল বিনোদোন কোথায় জানি হারিয়ে গেলো আজ!
রমাদান কেন্দ্রিক শ্রদ্ধেয় ভিশু ভাইয়ার ইসলামিক আয়োজন উপলক্ষে একটু নিয়মিত হয়েছিলাম আবার ঈদ এবং তার পরবর্তী ব্যস্ততায় আর সুযোগ হয়ে উঠলো না!
রমাদান উপলক্ষে আমরা অনেকেই অনেক প্ল্যান করেছিলাম আশাকরি আল্লাহ সুবহানাহুতায়ালা আমাদের সাহায্য করেছেন তা বাস্তবায়নে! নিজেদের সাথে করা ওয়াদাগুলো, পরিকল্পনাগুলোর দিকে যেন একটু হলেও মনোনিবেশ করি তাহল যেটুকু কাজ করা বাকি ছিল তাও পূরন করা সম্ভব হবে ইনশা আল্লাহ!
আপনজনদের নিয়ে আশাকরি সবার ঈদ সুন্দর কেটেছে! আল্লাহ আমাদের সমস্ত নেক আমাল গুলো কবুল করে নিন এবং আরো অধিক সুন্দর আমল করার তৌফিক দান করুন!
আমাদের এবার ঈদ হয়েছিল সোমবার , বেশির ভাগের ছুটি ছিল না তাই আমাদের এখানে পুরো সপ্তাহ ব্যাপী ঈদের আমেজ বজায় ছিল! যার যখন সুযোগ হয়েছে মেহমান হিসেবে এসেছে! প্রবাসের ঈদ যদিও আপনজনদের ছেড়ে আমরা অনেক অনেক দূর,শত আনন্দের মাঝেও একটা শূন্যতা থেকেই যায়! তারমাঝে পুরো ঈদের পূর্বে ও পরে যেভাবে মুসলিম ভাইবোনদের জুলুমের শিকার হতে দেখেছি কষ্টের পরিমানটা ছিল অনেক বেশি!
শূন্যতায় ছেয়ে যাওয়া আর পানসে লাগা ব্লগের একটু রুচির পরিবর্তনে আমাদের পক্ষ থেকে সামান্য আয়োজন-
(রস মালাই)
(ছোলার ডালের বরফি)
(সুজির বরফি)
(দই)
(চটপটি)
(হালিম)
(দই বড়া)
(নার্গেসি কোফতা )
(তান্দুরি চিকেন)
(গরুর রেজালা)
(রুটি)
(খিচুড়ি)
(পাঁচমিশালি সাদা স্বজি)
(ফরমালিন মুক্ত ফ্রেশ ফ্রুটস)
সবার দাওয়াত রইলো ব্লগ বাড়িটাকে একটু টক ঝাল মিষ্টি আর সরগরম রাখতে! অনেক অনেক শুভকামনা....
বিষয়: বিবিধ
২১৫৪ বার পঠিত, ৩৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ আমাদের সমস্ত নেক আমাল গুলো কবুল করে নিন এবং আরো অধিক সুন্দর আমল করার তৌফিক দান করুন! আমীন !
আপু আমি টক, ঝাল, মিষ্টি কিচ্ছু খাই না শুধু একটা প্যারন আর একটা নাকতারিন দিলেই হবে ।
আর আমাদের বাড়ির খাদক ভাইয়া দ্য স্লেভ ভাইয়ার জন্য একটু বেশী খাবার আলাদা রেখে দেন ।
অসংখ্য শুকরিরা আফরামনিকে প্রথম মন্তব্যকারী ও পাঠিকা হিসেবে...
ডাক্তারে অনেক কথাই বলেন,
ওসব কাণে তুললে জিহ্বার উপর জুলুম হয়-
আর জুলুমের ব্যাপারটা আমি ভীষণ ভয় করি
কিন্তু..
এতোকিছুর সাথে দু-একটা ভাত-রুটি কিছু দিলে ভালো হতোনা
আর যাই হোক- ভেতো বাং.. নাহঃ থাক
আবার কবে খাওয়াবেন...
উপরে দিয়ে দিলাম রুটি আর খিচুড়ি, আপলোড করতে ভুলে গিয়েছিলাম ভাইয়া!
শুভকামনা রইলো!
গত সাত বছরেও কোন সমস্যা খুঁজে পাননি তাঁরা-
আলহামদুলিল্লাহ
এখন আপনিই বলুন- ঐ নিষিদ্ধ তালিকা মেনে চললে এতদিনে তো আমি..
আর খিচুড়ির কথা বললে তো দ্য স্লেভ ভাই আবার কী মনে করেন!!
অনেক অনেক শুভকামনা রইলো
আর মিষ্টি গুলি পরে।
হুম আমিও মিস করছি সবাইকে!
কত কিছু রান্না করতে পারেন আপু আপনারা। বোনরা সবাই উপস্থিত থাকলে আরও ভাল লাগত। মজা করে খেলাম
আর রান্না এটা শখ এবং সংসারের বয়সের সাথে সাথে এমনিতেই শিখা হয়ে যায় আপু! শুভকামনা রইলো
একেবারে নতুন!
আমি এত্তদিন এ পোস্ট দেখিনি আপু ...... আপনি বোধহয় "প্রিয়দেরকে আমন্ত্রণ জানাননি"
কেউ কিছুই সাবাড় করে নি! সব রয়ে গেছে ঠিক তেমনি! ইমরান দাদার পিঁপড়াটা পর্যন্ত টের পায়নি এবার তাই বলে রক্ষে!
অন্নেক শুকরিয়া!
এক্কেবারে ফ্রেশ স্প্যগেটি উইথ টুনাফিস!
আর রসমালাই
@হারি,
মাশাআল্লাহ...
আন্তরিক শুকরিয়া!
মন্তব্য করতে লগইন করুন