নিশাত কাব্য

লিখেছেন লিখেছেন সাদিয়া মুকিম ১৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০৫:২৬:৪১ সকাল



আমার এক ছাত্রী নাম- নিশাত, মাশা আল্লাহ! ছাত্রী একখান! ওর বয়স এখন সাড়ে সাত। অনেক ছাত্রীর ভিড়ে নিশাত আমার মন কেড়ে নিয়েছিলো! ওর মাঝে অনেক অনেক স্পেশালিটি আছে আলহামদুলিল্লাহ!

সেদিন আমি একা বসে ছিলাম, হঠাৎ একটা কচি কন্ঠের সালাম শুনতে পেলাম! তাকিয়ে দেখলাম ছোট্ট একটা মেয়ে হাতে একটা কায়দা নিয়ে দাঁড়িয়ে আছে! আমি সালামের উত্তর দিয়ে ওকে আমার কাছে এনে বসিয়েছিলাম। ওকে প্রশ্ন করলাম-

কি নাম তোমার?

সাথে সাথে ঝটপট উত্তর নিশাত তাসনিম।

তোমার বয়স কতো?

ছয়।

স্কুলে যাও?

আমরা ঘর পাল্টাইছিতো এজন্য এখনো আমার স্কুল নাই! আব্বু বলেছে তাড়াতাড়ি স্কুল হবে!

তোমাদের দেশের বাড়ি কোথায়?

বাংলাদেশ!

না মানে কোন জেলায় জানো?

জেলা মানে কি?

(ঢোক গিলি) ঠিক আছে ,পরে একসাথে বুঝিয়ে বলব!

আচ্ছা,তুমি কায়দা পড়বে তাইতো?

নিশাত নির্দিষ্ট পৃষ্ঠা বের করে দেখালো কোথায় সে পড়তে চায়! আমি বললাম তোমার পড়া একটু শুনি! পড়তে থাকো।

নিশাত বানান করে সুন্দর সাবলীল পড়া দিলো। (আমি অবাক ) প্রথম দিনে

খুব কম দেখেছি এতো সুন্দর পড়া দিতে পারে তাও এই বয়সে!আমি বললাম তোমার তো এই পৃষ্ঠা পড়া হয়ে গেছে পরের পৃষ্ঠায় আসো।

নিশাত বলল- না।

কেনো?

আমার আম্মু বলছে এই পৃষ্ঠাই পড়তে।

কিন্তু তুমি তো পড়া পেরে গেছো।

আমি এই পৃস্ঠাই পড়বো!

আমি আর কিছু না বললেও নিশাতের ওর মায়ের প্রতি ভক্তি ঠিকই টের পেয়েছিলাম!

এতো গেলো এক বছর আগের কথা!

একদিন সকালে এসে বললো- আমার আজকে সাত বছর হবে। আমার আম্মু আমাকে আজকে বলেছে আজ থেকে আমি ৫ ওয়াক্ত নামাজ পড়বো! আমি ওকে জড়িয়ে ধরে অনেক অনেক দোআ করলাম!

আলহামদুলিল্লাহ! এক বছর পর এখন নিশাত কোরআন পড়ছে! আজ আমাকে সূরা বাইয়্যেনাহ তিলাওয়াত করে শুনিয়েছে!

একটা মজার ঘটনা ঘটেছে সেদিন! আমাদের ক্লাশ যেখানে চলে সেখানে উপরে লিখা আছে একটা সতর্কীকরন নোটিশ- ক্লাশ চলাকালিন সময় কথা বলা নিষেধ তো আমি সেদিন ঐ মুহূর্তে এক অভিভাবকের সাথে ফোনে কথা বলছিলাম, আমার কথা শেষ হলে ও আমাকে প্রশ্ন করলো -

এখানে তো লিখা আছে কথা বলা নিষেধ,আপনি কথা বললেন কেনো?

আমার তো আক্কেল গুড়ুম! আমি বললাম এই তো মারিয়ার আম্মু ফোনকরে বলল আজ মারিয়া আসবে না,এটা জানানোর জন্য আমাকে ফোন দিয়েছে। আমিতো দরকারী কথা বলেছি,কিন্তু দরকার ছাড়া কথা বলা যাবে না!

নিশাত বলল- তাহলে ঠিক আছে!

অনেক অনেক দোআ করি আমার এই ছাত্রীর জন্য! আল্লাহ সবসময় ওর ভিতর জানার আগ্রহ জাগিয়ে রাখুন,শিক্ষার আলো দিয়ে আলোকিত করে তুলুন ওর জীবন! অনেক অনেক নিশাত আমাদের সমাজ কে উপহার দিন!আল্লাহ আমাদের সকলের সন্তানদের কবুল করে নিন!

বিষয়: বিবিধ

১২০৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File