পলিটিকাল ম্যাথ

লিখেছেন লিখেছেন নীলপাহাড় ০৮ জানুয়ারি, ২০১৩, ০২:০১:০৬ রাত

পরম মান বুঝানোর জন্য হিজ ম্যাজেস্টি জি. রহমানের চাইতে ভাল উদাহরণ মাথায় আসতেছেনা ।

প্লাস মাইনাস যাই ঢুকে প্লাস হইয়া বাইর হয়া আস্তেসে।

'১৯৭২-২০১১ সাল পর্যন্ত রাষ্ট্রপতির ক্ষমায় কতজন ফাঁসির আসামি ক্ষমা পেয়েছেন'- ফজলুল আজিমের এ লিখিত প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সাল এবং সংখ্যা তুলে ধরে জানান, ১৯৮৭ সালে একজন, ২০০৫ সালে দুজন, ২০০৮ সালে একজন, ২০০৯ সালে একজন, ২০১০ সালে ১৮ জন এবং ২০১১ সালে দুজন রাষ্ট্রপতির ক্ষমায় মৃত্যুদণ্ডাদেশ থেকে ক্ষমাপ্রাপ্ত হন।

বিষয়: রাজনীতি

১১০৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File