একটি হরতাল এবং কিছু প্রাসংগিক কথা
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান ইমন ০৬ জানুয়ারি, ২০১৩, ০৮:২৩:২৫ রাত
আজ আর একটি হরতাল হল।কিন্তু যাদের জন্য এই হরতাল তাদের. কি কোনো বোদোধয় হল।জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের স্বতস্ফুর্ত হরতালের অংশগ্রহণই কেবল সরকারকে কোনঠাসা করা যেতে. আর আমাদের প্রধান বিরোধী দল তো হরতাল আহ্বান করেই তাদের দায়িত্ব শেষ করলেন. তারা লোহার শিকলের মধ্যে বসে থেকেই প্রমাণ করলেন তারা কতটা দেশপ্রেমিক. শীতের মধ্যে বাসায় থাকায় টাকেই বেশি আরামদায়ক মনে করছেন. কিন্তু একদিন এমন সময় আসবে যেদিন প্রতিবাদ করার মত লোক খুজে পাওয়া যাবেনা. সেদিন অসহায়ের মত সকল অবিচার মুখবুজে সহ্য করতে হবে.
বিষয়: বিবিধ
৯৮২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন