মানুষ নয় পশু

লিখেছেন লিখেছেন মোনূর ০৮ জানুয়ারি, ২০১৩, ০২:২৭:১২ দুপুর

আমি যখন শালিন ভাবে চলি তখন কেউ আমার দিকে তাকায়না ,তখন নিজেকে বড় ছোট মনে হয়,হায় কি মেয়ে হলাম কেউ ফিরেও দেখেনা। আবার যখন রঙ্গীন চশমা দিয়ে টাইট ফিটিং পরে বের হই তখন অনেকেই বার বার ফিরে দেখে ,যদি একটু হাসি দিতে পারি তাহলেতো আমার দিকে তাকিয়ে হাটতে গিয়ে ড্রেনে পরে তখন খুব আনন্দ পাই । এটা আমার এক বন্ধুর কথা। আমার বাড়ির কুকুরটা এখন আর ময়লা খায়না। খায়না কথাটা ভূল আসল কথা হল সে পায়না কারণ এখন আর আগের মত খোলা পায়খানা নেই।কুকুরের স্বভাব শত মাছ মাংস খাওয়ালেও মল দেখলে একটা চাটা দিবেই।আমাদের ভিতর কিছু লোক আছে যারা আমিত্বকে জয় করতে পারেনা,তারা মানুষ নয় পশু । এদের শত শাস্তি দিলেও এরা খারাপ দিকে যাবেই। আমার বাড়ির গেইটেই রাস্তার পাশে একটি পেপে গাছ, পেপে পাকার আগেই যেন কারা নিয়ে যেত। চোর ধরতেও পারছি না গাছও এখান থেকে সরানো যাচ্ছে না কিন্তু পেপেও এখন খাচ্ছি,শুধু পেপে গুলা ডেকে রাখছি, চোর এখন আর দেখছেওনা নিতেও পারছে না। আমি মা বোনদের বিশেষ ভাবে অনুরোধ করছি আপনারাও পেপে গাছটির মত জীবনের প্রয়োজনে রাস্তায় চলুন, খারাপ দৃষ্টি এরাতে শালিনভাবে চলুন। পাশাপাশি এদের কঠোর হস্তে দমন করুন। সরকারকে আইনে সহায়তা করুণ।আমি আমার এক বন্ধুর মন্তব্যের জবাবে বলছি বোরখা পরলেই সব সমাধান হবেনা ঠিক তবে কিছুটা হলেও হ্রাস পাবে।

বিষয়: বিবিধ

১১৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File