শাবির ৫১ শিক্ষকের বিবৃতি ভাস্কর্য নির্মাণের প্রতিবাদ
লিখেছেন লিখেছেন শাবিপ্রবি ০৬ জানুয়ারি, ২০১৩, ১১:০৬:২৮ সকাল
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাস্কর্য নির্মাণের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৫১ জন শিক্ষক। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর লিখিত বিবৃতিতে ভাস্কর্যের নামে ‘মূর্তি’ নির্মাণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান শিক্ষকরা। শিক্ষকদের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। লিখিত বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার গোল চত্বরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মাণের প্রতিবাদে মূর্তি নির্মাণের প্রচেষ্টা চালানো হচ্ছে। সিলেট দেশের আধ্যাত্মিক রাজধানী হিসেবে পরিচিত এবং এ অনুভূতিকে বিবেচনায় রেখে সিলেট অঞ্চলে মুক্তিযুদ্ধের অসংখ্য স্মৃতিসৌধ নির্মিত হলেও কোথাও কোন মূর্তি স্থাপন করা হয়নি। ইসলামের মহান সাধক হযরত শাহজালাল (র.) এর নামে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মূর্তি স্থাপনের চেষ্টা শাহজালাল (র.) তথা গোটা বৃহত্তর সিলেটবাসীর ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার শামিল তাছাড়া আমাদের বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে সাভারে যে ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছে এবং মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে ঢাকা মেডিকেল কলেজে যে স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছে তার কোনটির সাথে মূর্তির কোন সংশ্লিষ্টতা নেই। তাই মূর্তি স্থাপনের পরিবর্তে সিলেট অঞ্চলের বিভিন্ন স্থানে যে ভাবে মহান মুক্তিযুদ্ধের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে সে ভাবে স্মৃতি স্তম্ভ নির্মাণের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অনুরোধ জানান। বিবৃতিতে স্বাক্ষর করেন- ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন অধ্যাপক ড. নজরুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. আব্দুর রহিম, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম হাবিবুল আহসান, অধ্যাপক ড. মো: শাহ আলম, গণিত বিভাগের অধ্যাপক ড. মো: সাজেদুল করিম, অধ্যাপক ড. গোলাম আলী হায়দার চৌধুরী, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. আহমেদ কবির, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহিদুর রহমান, রসায়ন বিভাগের অধ্যাপক ড. নিজাম উদ্দিন, ড. মো: আবুল হাসনাত ও জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের শামসুল হক প্রমুখ।
সূত্রঃ সিলেটের ডাক
বিষয়: বিবিধ
১২২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন