সৌদি আরবে বাংলাদেশী শ্রমিকরা সবচেয়ে বেশী গ্রেফতার হয়ে খালি হাতে ফিরতে হচ্ছে।দেশেও শান্তি নাই কোথায় যাবে জাতি!!!?

লিখেছেন লিখেছেন মজলুম শ্রমিক ৩০ মার্চ, ২০১৩, ০৪:২৩:০২ বিকাল



দীর্ঘ দিন ধরে শুধুমাত্র ''বাংলাদেশীদের''জন্য 'কফালা' বন্ধ থাকায় তার বাধ্য হয়ে অটো অবৈধ হয়ে আছে।ইতিমধ্যে গনহারে গ্রেফতার করে দেশে ফেরত পাঠানোর খবর শোনা যাচ্ছে।

সবাই অতংকে দিনাতিপাত করছে। দোনপাট বন্ধ করে বাসায় বসে আছে সেখানে ও অভিযান দিয়ে গ্রেফতার করছে।



দেশেও শান্তি নাই আমরা এখন কোথায় যাবো?

আমাদের একমাত্র অভিভাবক আল্লাহ তায়ালা ছাড়ার আমাদের সাহায্যকারী আর কেউ নাই সুতরাং সবাই প্লিজ প্রাণ খোলে একটু দোয়া করুন।

বিষয়: বিবিধ

১৩৩২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File