ওয়াজ মাহফিল কেন বন্ধ করতে হবে নির্বাচন উপলক্ষে ? নির্বাচন কমিশন তাহলে কার সার্ত্য রক্ষা করলো
লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ২২ নভেম্বর, ২০১৮, ০৯:০০:৫২ সকাল
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩০ ডিসেম্বরের আগে সব ধরনের ওয়াজ-মাহফিলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো কি জন্য এবং কাকে খুশি করতে?
আন্তরিকতার সাথে লক্ষ্য করছি যে, নির্বাচন কমিশন আপনি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সংখ্যা গরিষ্ঠ মুসলিম রাষ্ট্র বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার।
গোটা পৃথিবী এখন তাকিয়ে আছে আপনার দিকেই।
আজ আমরা প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩০ ডিসেম্বরের আগে সব ধরনের ওয়াজ-মাহফিলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সংখ্যা গরিষ্ঠ মুসলিম দেশের জন্য এমন একটি সিদ্ধান্ত খুবই দু:খ জনক। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত কোন দল বা নির্বাচন কমিশন এমন কোন সিদ্ধান্ত নেন নি। আমরা আশাকরি নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসবেন। কেননা-
এ দেশের ধর্ম-প্রাণ মানুষ শীতের এ ঋতুতে দেশ বরেণ্য আলেমদের নিকট থেকে কুরআন ও হাদিসের বয়ান শুনে ঈমানের মেহনত করেন,আমল ওয়ালা হয়ে যান।
পাশাপাশি মসজিদ মাদরাসা ও দ্বীনি প্রতিষ্ঠান গুলোতে মানুষ দান সদাকা করেন যা দ্বারা এতিমখানা, হেফজখানা গুলো আগামী এক বছরের খরচ খরচার ব্যবস্থা হয়ে যায়। নির্বাচন ৩০ ডিসেম্বর শেষ হবে কিন্তু আমন ধানের মৌসুম তো আর ততদিন থাকবেনা।
ফলে প্রতিষ্ঠান গুলো মারাত্মক ক্ষতির সন্মুখীন হবে।
পাশাপাশি মসজিদ-মাদরাসা পরিচালনা কমিটি সহ ধর্মপ্রাণ মানুষ ওয়াজ মাহফিল বন্ধের ফলে কোন দল বা গোষ্ঠীর উপর চরমভাবে ক্ষুব্ধ হওয়ার আশংকা রয়েছে।
দেশের রাজনৈতিক দলের মধ্যে মারা মারি হলেও কোন কালেই কোন ধর্মীয় মাহফিলে অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি।
আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে,
টিভি সিরিয়াল ও ইন্টারনেটে হরহামেশা অশ্লীলতার বিষবাষ্প ছড়ালেও তা বন্ধ না করে ওয়াজ মাহফিল বন্ধের এ সিদ্ধান্ত থেকে নির্বাচন কমিশন সরে আসবেন এমনটিই আাশা করছি
বিষয়: বিবিধ
৯৫৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন