সফলতার জন্য প্রয়োজন ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলী বাসতব জীবনে খুবই জরুরি
লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ১৬ মার্চ, ২০১৮, ০৫:১৬:৩৬ বিকাল
ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলী বাসতব জীবনে খুবই জরুরি নিজকে সামাজিকভাবে এবং রাষ্ট্রীয় ভাবে সফল করতে হলে এই বইটির লেখা গুলির উপর আমল করা খুবই জরুরি
১। হতাশার দিক ২। আশার দিক
**হতাশার দিক**
১। আমাদের জাতির মধ্যে একটি আদর্শ ইসলামী সমাজ প্রতিষ্ঠার আকাঙ্খার মোটেই অভাব নেই। আসল অভাব আগ্রহ ও উদ্যোগ গ্রহণের এবং তার চাইতেও বেশী অভাব যোগ্যতার।
২। আমাদের জাতির সমগ্র প্রভাবশালী অংশ অধিকাংশ ক্ষেত্রে সমাজে বিকৃতি ও ভাঙ্গন সুষ্টিতে মূখর।
৩। বর্তমান যুগে সমাজ জীবন পরিগঠন ও ভাঙ্গার বৃহত্তম শক্তি হচ্ছে সরকার
*আশার দিক*
১। আমাদের সমাজ কেবল অসৎ লোকের আবাসস্থল নয়, এখানে কিছু সংখ্যক সৎলোকও আছে।
২। আমাদের জাতি সামগ্রিকভাবে অসৎপ্রবণ নয়। বিচক্ষনতার সাথে সুসংবদ্ধ ও অবিরাম প্রচেষ্টা চালালে দেশের জনমতকে অবশেষে সংশোধন প্রয়াসী শক্তিগুলোর সমর্থকে পরিণত করা যেতে পারে
৪। বিকৃতি কারিরা ২’টি সুবিধা অর্জন করতে পারে না এক.চারিত্রিক শক্তি, দুই- ঐক্যের শক্তি।
সর্বশেষ ও সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, দ্বীন প্রতিষ্ঠার কাজ আল্লাহ তায়ালার নিজের কাজ। এজন্য যারা প্রচেষ্টা চালায় তারা আল্লাহর সমর্থন লাভ করে
*সফলতার জন্য প্রয়োজন*
১। ছবর ও আন্তরিকতার সাথে কাজ করা
২। বুদ্ধি ও বিচক্ষনতা পরিহার না করা
৩। আল্লাহর সাহায্য ও সমর্থন
**মোট অধ্যায় ৫ টি**
*১। ব্যক্তিগত গুণাবলী**
ক, ইসলামের যথার্থ জ্ঞান
খ, ইসলামের প্রতি অবিচল বিশ্বাস
গ, চরিত্র ও কর্ম
ঘ, দ্বীন হচ্ছে জীবনোদ্দেশ্য
*২। দলীয় গুণাবলী**
ক, ভ্রাতৃত্ব ও ভালোবাসা
খ, পারস্পারিক পরামর্শ
গ, সংগঠন ও শৃঙ্খলা
ঘ, সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা
**৩। পূর্ণতাদানকারী গুণাবলী**
ক, খোদার সাথে সম্পর্ক ও আন্তরিকতা
খ, আখেরাতের চিন্তা
গ, চরিত্র মাধুর্য
ঘ, ধৈর্য
ঙ, প্রজ্ঞা
**৪। মৌলিক ও অসৎ গুনাবলী**
ক, গর্ব ও অহংকার
খ, প্রদর্শনেচ্ছা
গ, ত্রুটিপূর্ণ নিয়ত
**৫। মানবিক দুর্বলতা**
১. আত্মপূজা
২. আত্মপ্রীতি
৩. হিংসা ও বিদ্বেষ
৪. কু-ধারণা
৫. গীবত
৬. চোগলখোরী
৭. কানাকানি ও ফিসফিসানী
৮. মেজাজের ভারসাম্যহীনতা
৯. একগুয়েমী
১০. একদেশদর্শীতা
১১. সামষ্টিক ভারসাম্যহীনতা
১২. সংকীর্ণমনতা
১৩. দুর্বল সংকল্প
**কয়েকটি কথার ব্যাখা**
*ক * চরিত্র ও কর্ম**
১. কাজ কথা অনুযায়ী হতে হবে
২. কোনো কাজ করলে খোদার সন্তুষ্টি লাভ করা যাবে,
**খ*দ্বীন হচ্ছে জীবনোদ্দেশ্য**
খোদারবাণীবুলন্দ করা এবং দ্বীনের প্রতিষ্ঠা নিছক তাদের জীবনের একটি আকাঙ্খার পর্যায়ভূক্ত হবে না বরং এটিকে তাদের জীবনোদ্দেশ্যে পরিণত করতে হবে।
*গ*চরিত্র মাধুর্য চরিত্র মাধুর্য*
১. উদার হৃদয় ২. বিপুল হিম্মতের অধিকারী ৩. সৃষ্টির প্রতি সহানুভুতিশীল
৪. মানবতারদরদী ৫.ভদ্র
৬. কোমল স্বভাবসম্পন্ন, ৭.আত্মনির্ভরশীল ৮. কষ্টসহিষ্ণু, ৯.মিষ্টভাষী ১০. সদালাপী ১১.তাদের দ্বারা কোন ক্ষতি হবে এমন কোন ধারণাও যেন কেউ পোষন করতে না পারে ১২ তাদের নিকট থেকে কল্যাণওউপকার সবাই কামনা করবে। ১৩ তারা নিজেদের প্রাপ্যের চাইতে কমের ওপর সন্তুষ্টথাকবে
৩৪.পর্যন্ত আছে,এগুলো তলোয়ারের চাইতে ধারালো এবং হীরা, মণি-মুক্তার চাইতেও মূল্যবান।
*ঘ*ধর্যের অর্থ হচ্ছে**
১.তাড়াহুড়ো না করা, নিজের প্রচেষ্টার ত্বড়িৎ ফল লাভের জন্যে অস্থির না হওয়া এবং বিলম্ব দেখে হিম্মত হারিয়ে না বসা।
২.ধৈর্যের দ্বিতীয় অর্থ হচ্ছে তিক্ত স্বভাব, দুর্বল মত ও সংকল্পহীনতার রোগে আক্রান্ত না হওয়া।
৩. ধৈর্যের আরএকটি অর্থহচ্ছে বাঁধা বিপত্তির বিরোচিত মোকাবেলা করা এবং শান্ত চিত্তে লক্ষ্য অর্জনের পথে যাবতীয় দুঃখ কষ্ট বরদাশত করা।
৪. দুঃখ-বেদনা, ভরাক্রান্ত ও ক্রোধান্বিত না হওয়া এবং সহিষ্ণু হওয়াও ধৈর্যের একটি অর্থ।
৫. ধৈর্যের এক অর্থ হচ্ছে, সকল প্রকার ভয়ভীতি ও লোভ-লালসার মোকাবেলায় সঠিক পথে অবিচল থাকা,
বিষয়: বিবিধ
১৩১২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন