প্রজন্ম একাত্তর(শাহবাগী)

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ২০ মার্চ, ২০১৩, ১০:৩৫:৪৮ রাত

তোমরা প্রজন্ম একাত্তর শাহবাগী

নাস্তিক মুরতাদ এনেছ ডাকি,

আমরা রাসুলের আদর্শ অনুসারী

তোমরা নাস্তিক মুরতাদ ধর্মদ্রুহী।

তোমাদের উদ্দেশ্য মোরা জানি

মূলতঃ নয় কাদের মোল্লার ফাঁসি,

অন্তরালে রয়েছে অনেক ফঁন্দি

নিশ্চয় আল্লাহর আদালতে হবে বন্দি।

নেই আবু- জেহেল আবু-লাহাব

তোমরা করেছো তাদের প্রজন্ম লাভ,

তাদের থেকে করোনি শিক্ষা গ্রহন

যে কারনে তোমরা করছো অনুসরন।

থাকবে তোমরা ঘৃনাভরে

র্ধামিক ঈমানদারের হৃদয় পটে,

স্বরণ করিয়ে দিচ্ছো মোমিনদের হৃদয়ে

আবু-জেহেলদের স্মৃতিচারণ করে।

চৌদ্দশত বত্রিশ বছর আগে

সত্য মিথ্যার লড়াই যখন লাগে,

বদরের সে মহান ময়দানে

আবু-জেহেলরা এমন আয়োজন করে।

বিজয়ী হওয়া যায়না যৌন উদ্দীপনা জাগিয়ে

তোমাদের উত্তর শুরীরা গেছে প্রমান দিয়ে,

আজও পারবেনা এমন অপর্কম করে

নিশ্চই পরাজয় তোমরা বরণ করবে।

তোমাদের গান-বাজনা চিৎকার ধ্বনিতে

মুসলমানদের নীরবতা ভেঙ্গে গেছে,

ঈমানের বলে মুমিনরা জেগে উঠেছে

তোমাদের যাবতীয় চক্রান্ত রুখে দেবে।

সাবধান! যত আছো শয়তান হয়ে যাও পরিপূর্ণ মুসলমান

নইলে দুনিয়া আখেরাতে লান্চনা অপমান,

ছাড়ো এসব কু'কর্ম আর নাচ-গান

তবেই দুনিয়া আখেরাতে হবে সফলকাম।।

বিষয়: বিবিধ

১৩২১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File