আমাদের সমাজে প্রচলিত আছে বহু কুসংস্কার যা পরিহার করা উচিত প্রতিটি মুসলমানদের
লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ১৩ আগস্ট, ২০১৭, ০৮:১৫:২০ রাত
আমাদের সমাজে প্রচলিত ৮১টি
কুসংস্কার।।
.
১) পরীক্ষা দিতে যাওয়ার পূর্বে
ডিম খাওয়া যাবে না। তাহলে
পরীক্ষায় ডিম (গোল্লা) পাবে।
২) নতুন স্ত্রীকে দুলা ভাই কোলে করে
ঘরে আনতে হবে।
৩) দোকানের প্রথম কাস্টমার ফেরত
দিতে নাই।
৪) নতুন স্ত্রীকে নরম স্থানে বসতে
দিলে মেজাজ নরম থাকবে।
৫) বিড়াল মারলে আড়াই কেজি লবণ
দিতে হবে।
৬) ঔষধ খাওয়ার সময় ‘বিসমিল্লাহ
বললে’ রোগ বেড়ে যাবে।
৭) জোড়া কলা খেলে জোড়া সন্তান
জন্ম নিবে।
৮) রাতে নখ, চুল ইত্যাদি কাটতে
নাই।
৯) চোখে কোন গোটা হলে ছোট
বাচ্চাদের নুনু লাগালে সুস্থ হয়ে
যাবে।
১০) ভাই-বোন মিলে মুরগী জবেহ
করা যাবে না।
১১) ঘরের ময়লা পানি রাতে বাইরে
ফেলা যাবে না।
১২) ঘর থেকে কোন উদ্দেশ্যে বের
হওয়ার পর পেছন থেকে ডাক দিলে
যাত্রা অশুভ হবে।
১৩) ব্যাঙ ডাকলে বৃষ্টি হবে।
১৪) কুরআন মাজীদ হাত থেকে পড়ে
গেলে আড়াই কেজি চাল দিতে হবে।
১৫) ছোট বাচ্চাদের দাঁত পড়লে
ইঁদুরের গর্তে দাঁত ফেলতে বলা হয়,
দাঁত ফেলার সময় বলতে শিখানো হয়,
“ইঁদুর ভাই, ইঁদুর ভাই, তোর চিকন দাঁত
টা দে, আমার মোটা দাঁত টা নে।”
১৬) মুরগীর মাথা খেলে মা-বাবার
মৃত্যু দেখবে না।
১৭) বলা হয়, কেউ ঘর থেকে বের
হলে পিছন দিকে ফিরে তাকানো
নিষেধ। তাতে নাকি যাত্রা ভঙ্গ হয়
বা অশুভ হয়।
১৮) ঘরের ভিতরে প্রবেশকৃত রোদে
অর্ধেক শরীর রেখে বসা যাবে না।
(অর্থাৎ শরীরের কিছু অংশ রৌদ্রে আর
কিছু অংশ বাহিরে) তাহলে জ্বর হবে।
.
তবে হাদীসে এসেছে ↴
.
১৫. রোদ ও ছায়ার মাঝামাঝি বসা
সম্পর্কে
.
৪৮২১। আবূ হুরাইরাহ (রাঃ) বলেন,
আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেউ
রোদে বসা অবস্থায় সেখানে ছায়া
এলে তার দেহের কিছু অংশ রোদে এবং
কিছু অংশ ছায়ায় পড়ে গেলে সে যেন
সেখান থেকে উঠে যায়।[1]
.
সহীহ।
[1]. আহমাদ, হুমাইদী। হাদিসের
মানঃ সহিহ (Sahih)গ্রন্থঃ সুনান
আবূ দাউদ (তাহকিককৃত) অধ্যায়ঃ ৩৬/
শিষ্টাচার হাদিস নম্বরঃ ৪৮২১ ৷
(ইফাঃ ৪৭৪৬)
.
১৯) রাতে বাঁশ কাটা যাবে না।
২০) রাতে গাছের পাতা ছিঁড়া যাবে
না।
২১) ঘর থেকে বের হয়ে বিধবা
নারী চোখে পড়লে যাত্রা অশুভ হবে।
২২) ঘরের চৌকাঠে বসা যাবে না।
২৩) মহিলাদের মাসিক অবস্থায়
সবুজ কাপড় পরিধান করতে হবে। তার
হাতের কিছু খাওয়া যাবে না।
২৪) বিধবা নারীকে সাদা কাপড়
পরিধান করতে হবে।
২৫) ভাঙ্গা আয়না দিয়ে চেহারা
দেখা যাবে না। তাতে চেহরা নষ্ট
হয়ে যাবে।
২৬) ডান হাতের তালু চুলকালে টাকা
আসবে। আর বাম হাতের তালু চুলকালে
বিপদ আসবে।
২৭) নতুন কাপড় পরিধান করার পূর্বে
আগুনে ছেক দিয়ে পড়তে হবে।
২৮) নতুন কাপড় পরিধান করার পর
পিছনে তাকাইতে নাই।
২৯) বৃষ্টির সময় রোদ দেখা দিলে
বলা হয় শিয়ালের বিয়ে।
৩০) আশ্বিন মাসে নারী বিধবা হলে
আর কোন দিন বিবাহ হবে না।
৩১) খানার পর যদি কেউ গা মোচড়
দেয়, তবে বলা হয় খানা না কি
কুকুরের পেটে চলে যায়।
৩২) রাতের বেলা কাউকে সুই-সূতা
দিতে নাই।
৩৩) গেঞ্জি ও গামছা ছিঁড়ে গেলে
সেলাই করতে নাই।
৩৪) খালি ঘরে সন্ধ্যার সময় বাতি
দিতে হয়। না হলে ঘরে বিপদ আসে।
৩৫) গোসলের পর শরীরে তেল মাখার
পূর্বে কোন কিছু খেতে নেই।
৩৬) মহিলার পেটে বাচ্চা থাকলে
কিছু কাটা-কাটি বা জবেহ করা যাবে
না।
৩৭) পাতিলের মধ্যে খানা থাকা
অবস্থায় তা খেলে পেট বড় হয়ে
যাবে।
৩৮) কোন ব্যক্তি বাড়ি হতে বাহির
হলে যদি তার সামনে খালি কলস পড়ে
যায় বা কেউ খালি কলস নিয়ে তার
সামনে দিয়ে অতিক্রম করে তখন সে
যাত্রা বন্ধ করে দেয়, বলে আমার
যাত্রা আজ শুভ হবে না।
৩৯) ছোট বাচ্চাদের হাতে লোহা
পরিধান করাতে হবে।
৪০) রুমাল, ছাতা, হাত ঘড়ি ইত্যাদি
কাউকে ধার স্বরূপ দেয়া যাবে না।
৪১) হোঁচট খেয়ে পড়ে গেলে ভাগ্যে
দুর্ভোগ আছে।
৪২) হাত থেকে প্লেট পড়ে গেলে
মেহমান আসবে।
৪৩) নতুন স্ত্রী কোন ভাল কাজ করলে
শুভ লক্ষণ।
৪৪) পাখি ডাকলে বলা হয় ইষ্টি
কুটুম (আত্মীয়) আসবে।
৪৫) কাচা মরিচ হাতে দিতে নাই।
৪৬) তিন রাস্তার মোড়ে বসতে নাই।
৪৭) খানার সময় যদি কারো ঢেকুর
আসে বা মাথার তালুতে উঠে যায়,
তখন একজন আরেকজনকে বলে, দোস্ত
তোকে যেন কেউ স্মরণ করছে বা বলা
হয় তোকে গালি দিচ্ছে।
৪৮) কাক ডাকলে বিপদ আসবে।
৪৯) শুঁকুন ডাকলে মানুষ মারা যাবে।
৫০) পেঁচা ডাকলে বিপদ আসবে।
৫১) তিনজন একই সাথে চলা যাবে
না।
৫২) দুজনে ঘরে বসে কোথাও কথা
বলতে লাগলে হঠাৎ টিকটিকির
আওয়াজ শুনা যায়, তখন একজন
অন্যজনকে বলে উঠে “দোস্ত তোর কথা
সত্য, কারণ দেখছস না, টিকটিকি
ঠিক ঠিক বলেছে।”
৫৩) একজন অন্য জনের মাথায় টোকা
খেলে দ্বিতীয় বার টোকা দিতে হবে,
একবার টোকা খাওয়া যাবে না। নতুবা
মাথায় ব্যথা হবে/শিং উঠবে।
৫৪) ভাত প্লেটে নেওয়ার সময়
একবার নিতে নাই।
৫৫) নতুন জামাই বাজার না করা
পর্যন্ত একই খানা খাওয়াতে হবে।
৫৬) নতুন স্ত্রীকে স্বামীর বাড়িতে
প্রথম পর্যায়ে আড়াই দিন অবস্থান
করতে হবে।
৫৭) পাতিলের মধ্যে খানা খেলে
মেয়ে সন্তান জন্ম নিবে।
৫৮) পোড়া খানা খেলে সাঁতার
শিখবে।
৫৯) পিপড়া বা জল পোকা খেলে
সাঁতার শিখবে।
৬০) দাঁত উঠতে বিলম্ব হলে সাত
ঘরের চাউল উঠিয়ে তা পাক করে
কাককে খাওয়াতে হবে এবং নিজেকেও
খেতে হবে।
৬১) সকাল বেলা ঘুম থেকে উঠেই ঘর
ঝাড়– দেয়ার পূর্বে কাউকে কোন কিছু
দেয়া যাবে না।
৬২) রাতের বেলা কোন কিছু লেন-
দেন করা যাবে না।
৬৩) সকাল বেলা দোকান খুলে যাত্রা
(নগদ বিক্রি) না করে কাউকে বাকী
দেয়া যাবে না। তাহলে সারা দিন
বাকীই যাবে।
৬৪) দাঁড়ী-পাল্লা, মাপার জিনিস
পায়ে লাগলে বা হাত থেকে নিচে
পড়ে গেলে সালাম করতে হবে, না
হলে লক্ষ্মী চলে যাবে।
৬৫) শুকরের নাম মুখে নিলে ৪০দিন
মুখ নাপাক থাকে।
৬৬) রাতের বেলা কাউকে চুন ধার
দিলে চুন না বলে দই বলতে হয়।
৬৭) বাড়ি থেকে বের হলে রাস্তায়
যদি হোঁচট খেয়ে পড়ে যায় তাহলে
যাত্রা অশুভ হবে।
৬৮) কোন ফসলের জমিতে বা ফল
গাছে যাতে নজর না লাগে সে জন্য
মাটির পাতিল সাদা-কালো রং করে
ঝুলিয়ে রাখতে হবে।
৬৯) বিনা ওযুতে বড় পীর (!!) আবদুল
কাদের জিলানীর নাম নিলে আড়াইটা
পশম পড়ে যাবে।
৭০) নখ চুল কেটে মাটিতে দাফন
করতে হবে, কেননা বলা হয়
কিয়ামতের দিন এগুলো খুঁজে বের
করতে হবে।
৭২) মহিলাগণ হাতে বালা বা চুড়ি
না পড়লে স্বামীর অমঙ্গল হবে।
৭৩) স্ত্রীগণ তাদের নাকে নাক ফুল
না রাখলে স্বামীর বেঁচে না থাকার
প্রমাণ।
৭৪) দা, কাচি বা ছুরি ডিঙ্গিয়ে
গেলে হাত-পা কেটে যাবে।
৭৫) গলায় কাটা বিঁধলে বিড়ালের
পা ধরে মাফ চাইতে হবে।
৭৬) বেচা কেনার সময় জোড় সংখ্যা
রাখা যাবে না। যেমন, এক লক্ষ
টাকা হলে তদস্থলে এক লক্ষ এক টাকা
দিতে হবে। যেমন, দেন মোহর
(কাবীন) এর সময় করে থাকে, একলক্ষ
এক টাকা ধার্য করা হয়।
৭৭) বন্ধু মহলে কয়েকজন বসে গল্প-
গুজব করছে, তখন তাদের মধ্যে
অনুপস্হিত কাউকে নিয়ে কথা চলছে,
এমতাবস্থায় সে উপস্থিত হলে, কেউ
কেউ বলে উঠে “দোস্ত তোর হায়াত
আছে।” কারণ একটু আগেই তোর কথা
বলছিলাম।
৭৮) হঠাৎ বাম চোখ কাপলে দুঃখ
আসে।
৭৯) বাড়ী থেকে কোথাও যাওয়ার
উদ্দেশ্যে বের হলে সে সময় বাড়ির
কেউ পেছন থেকে ডাকলে অমঙ্গল হয়।
৮০) স্বামীর নাম বলা যাবে না
এতে অমঙ্গল হয়।
৮১) বাছুর এর গলায় জুতার টুকরা
ঝুলালে কারো কু দৃষ্টি থেকে বাঁচা
যায়।
.
আমিদের দেশে
বিভিন্ন অঞ্চলে এধরনের বহু
কুসংস্কার প্রচলিত রয়েছে। যা
প্রতিনিয়ত মানুষ কথায় ও কাজে
ব্যবহার করে থাকে। এগুলোর প্রতি
বিশ্বাস করা ঈমানের জন্য মারাত্মক
হুমকী। কিছু কিছু হল শিরক এবং স্পষ্ট
জাহেলিয়াত। কিছু কিছু সাধারণ
বিবেক বিরোধী এবং রীতিমত
হাস্যকরও বটে। মূলত: বাজারে ‘কি
করিলে কি হয়’ মার্কা কিছু বই
এসবের সরবরাহকারী। অশিক্ষিত কিছু
মানুষ অন্ধবিশ্বাসে এগুলোকে লালন
করে। তাই এ ব্যাপারে সচেতন হওয়া
জরুরী। মানুষের মাঝে সচেতনতা
সৃষ্টির উদ্দেশ্যে সমাজে ছড়িয়ে-
ছিটিয়ে থাকা অসংখ্য কুসংস্কার
থেকে এখানে কয়েকটি মাত্র উল্লেখ
করা হয়েছে। আপনাদের নিকট যদি
কিছু থাকে তবে মন্তবের ঘরে সংযোগ
করার জন্য বিশেষভাবে অনুরোধ
করছি। জাযাকুমুল্লাহু খাইরান।
বিষয়: বিবিধ
১৩৬৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ প্রথম কাস্টমার যদি বাকি চায় ?
দিলে মেজাজ নরম থাকবে
এই কথাটা আমার বেশ পছন্দ হয়েছে।
মন্তব্য করতে লগইন করুন