সব কিছূ হারিয়েই কি এই জাতির বিবেক জাগবে?

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ১৯ মার্চ, ২০১৩, ০৮:৪৩:১৯ রাত

আর কতদিন এভাবে দেশের অবস্থা আমরা দেখতে থাকব? আমাদের কি বিবেক বলতে কিছুই নেই? বিশ্ববাসী আমাদেরকে ধিক্কার দিচ্ছে, বিষেশ করে আরব বিশ্ব তথা মধ্যেপ্রাচ্য।

আমাদের প্রিয় জন্ম ভুমি বাংলাদেশের ৯০% মুসলমান, আর ১০% হিন্দু, বৌদ্ধ, ক্রিষ্টান, তাদের সাথে আমাদের রাজনৈতিক ভাবে এবং সমাজিক ভাবে কোন দন্দ্ব সংঘাত নেই ,তা কখনো ছিলওনা এবং থাকবেও না।

কারন আমাদের যার যার ধর্ম সে সুন্দর ভাবে র্নিভিগ্নে পালন করছে, কেউ কাউকে প্রতি বন্ধকতা সৃষ্টি করছেনা। আমাদের প্রিয় এই বাংলাদেশ সম্প্রদায়ীক সম্প্রীতির দেশ, আমাদের এই বাংলাদেশে সমশ্যা কেন?

আমাদের রয়েছে হাজার বছরের সম্প্রীতির ইতিহাস। তাহলে কেন আমাদের এই অবস্থা ? সংখ্যালগুদের সাথে আমাদের নেই কোন দন্দ সংঘাদ।

আমরা যেমন এই দেশের নাগরিক তারাও এই দেশের নাগরিক। আল্লাহ প্রদত্ব নেয়ামত সমূহ আমরা যে ভাবে ভোগ করছি তারাও ঠিক সে ভাবে ভোগ করছে। দেশের সুযোগ সুবিধাও তদ্রুপ সমান ভাবে ভোগ করছি।

এই দেশ আমাদের সকলের। দুঃখ জনক হলেও সত্যযে আমরা অসৎ নেতৃত্বের কপ্পরে পড়েছি। যাদের না ঈমান আছে না আছে দেশ প্রেম।

দেশ রক্ষা করতে হলে ঈমানের বলে বলিয়ান হয়ে অসৎ নেতৃতের অবসান ঘঠাতে হবে । না হয় দেশ তলা বিহীন ঝুড়িতে আবার পরিণত হবে।

বিষয়: বিবিধ

১৩৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File