বান্দা তোমার কিসের এত অহংকার? তোমারতো আজান-ইকামত দুটোই শেষ, জানাজার নামাজ তোমার জন্যে অপেক্ষা করছে। সুতরাং তুমি সাবধান হও।
লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ০২ নভেম্বর, ২০১৬, ০৪:২২:৫৭ বিকাল
পরিবেশের সাথে সংগতি বিধানে দেহ যন্ত্রের চরম অক্ষমতার নামই মৃত্যু। বান্দা তোমার কিসের এত অহংকার? তোমারতো আজান-ইকামত দুটোই শেষ, জানাজার নামাজ তোমার জন্যে অপেক্ষা করছে। সুতরাং তুমি সাবধান হও।
মুসলিম রীতি অনুযায়ী জন্মের পর সর্ব প্রথম শিশুর ডান কানে আজান এবং বাম কানে ইকামতের মাধ্যমে মহান সৃষ্টিকর্তা আল্লাহর প্রশংসা বাণী শুনানো হয়। এই শিশুই সময়ের আবর্তে বড় হতে হতে ধাপে ধাপে মৃত্যুর দিকে এগিয়ে যায়।
মৃত্যুর পর জানাজার নামাজের পূর্বে আজান-ইকামত দেয়ার রীতি নেই। সে জন্যেই বলা হয়, বান্দা তোমার কিসের এত অহংকার? তোমারতো আজান-ইকামত দুটোই শেষ, জানাজার নামাজ তোমার জন্যে অপেক্ষা করছে। সুতরাং তুমি সাবধান হও।
পরকালের প্রস্তুতি নাও। মানুষকে কষ্ট দিও না। ক্ষণস্থায়ী দুনিয়ার মোহে পড়ে মানুষকে ঠকিয়ো না। বিনা অপরাধে মানুষকে অপরাধী সাব্যস্ত করে শাস্তি দিও না। যে কোন কাজ করার পূর্বে নিজের কবরের কথা, মৃত্যুর কথা, পরকালের বিচারের কথা ও কঠিন শাস্তির কথা একবার চিন্তা করো।
আমাদের সবার মনে রাখা উচিৎ দুনিয়াতে মানুষের কল্যাণ করলেই অন্তর থেকে মানুষের দু'আ পাওয়া যায় আর মানুষকে হিংসা করলে, অন্যের সামনে হেয় করলে, অপদস্ত করলে, কষ্ট দিলে, ঠকালে; কষ্ট পাওয়া মানুষটির দীর্ঘ শ্বাস, ভগ্ন হৃদয়ের রক্ত ক্ষরণ, প্রাণের আর্তনাদ ঊর্ধ্ব আকাশে আহকামুল হাকিমিন তথা দুনিয়ার সমস্ত বিচারকের উপর সর্বশ্রেষ্ঠ বিচারক আল্লাহর দরবারে চলে যায়।
বিষয়: বিবিধ
২৪৬৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
"আমাদের সবার মনে রাখা উচিৎ দুনিয়াতে মানুষের কল্যাণ করলেই অন্তর থেকে মানুষের দু'আ পাওয়া যায় আর মানুষকে হিংসা করলে, অন্যের সামনে হেয় করলে, অপদস্ত করলে, কষ্ট দিলে, ঠকালে; কষ্ট পাওয়া মানুষটির দীর্ঘ শ্বাস, ভগ্ন হৃদয়ের রক্ত ক্ষরণ, প্রাণের আর্তনাদ ঊর্ধ্ব আকাশে আহকামুল হাকিমিন তথা দুনিয়ার সমস্ত বিচারকের উপর সর্বশ্রেষ্ঠ বিচারক আল্লাহর দরবারে চলে যায়।”
মহান রব সকলকেই অনুভব করার ও সেইভাবে চলার তৌফিক এনায়েত করুণ আমীন।
জাজাকাল্লাহু খাইর।
হে আল্লাহ!তুমি আমার সমস্ত অহংকারকে বিনাশ করে ধুলোর সাথে মিশিয়ে দাও।আমিন।
জাযাকাল্লাহ!
মন্তব্য করতে লগইন করুন