একসাথে এতজন বিদেশী নাগরিক এই রেস্ট্রুরেন্টে গেলো কিভাবে ? তাদেরকে কেউ দাওয়াত দিয়ে পরিকল্পিত ভাবে হত্যা করার জন্য নিয়ে যায় নিতো..?

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ০৪ জুলাই, ২০১৬, ০৫:৫৩:৫৮ বিকাল

এই জাতির হতভাগা জনগনের কপালে আরো কতযে দূর্দশা আছে তা এক মাত্র আল্লাহ ছাড়া কেউ জানেনা। আল্লাহ বলেন যে জাতি তাদের নিজেদের ভাগ্যে পারি বর্তনের জন্য চেষ্ঠা করবে না সে জাতির ভাগ্যে আল্লাহও পরিবর্তন করেন না।

জাতির ভাগ্য আকাশে শকুনের ছায়া বিস্তার করেছে সঠিক ভাবে মোকাবেলা করতে না পারলে এ জাতি শেষ হয়ে যাবে অনেক গুলো বিষয়ের হিসেব মিলছে না

১) নিহত সাত জাপানির মধ্যে ছয় জনই ছিলো মেট্রোরেল প্রকল্পের সমীক্ষক। এই সমীক্ষকদের রিপোর্টের উপর নির্ভর করছে ২২ হাজার কোটি টাকার প্রকল্পটির ভবিষ্যত। আমার প্রশ্ন হচ্ছে, এক সাথে একই কাজের সাথে জড়িত ব্যক্তিবর্গ সেখানে গেলো কিভাবে ? তাদের কি কেউ দাওয়াত দিয়ে নিয়েছিলো ? বড় প্রজেক্টের এতগুলো বিদেশী কনসালটেন্স এক সাথে খুন হওয়ার পেছনে আর কি কারণ থাকতে পারে ?

২) নিহত ইতালি নাগরিকদের মধ্যে ৬ জন ছিলো গার্মেন্টস বায়ার। একসাথে এতজন গার্মেন্টস বায়ার ঐ রেস্ট্রুরেন্টে গেলো কিভাবে ? তাদেরকে কি কেউ দাওয়াত দিয়ে নিয়েছিলো ? একসাথে এতজন গার্মেন্টস বায়ার হত্যার কারণ কি থাকতে পারে ?

৩) হাসনাত করীম কে ? বলা হয়েছে তার মেয়ের জন্মদিন ছিলো। এইজন্য গিয়েছিলেন। কিন্তু তিনি রুমের মধ্যে প্রকাশ্যে খুনিদের পাশে হাটছিলেন কিভাবে ? আর পাহারা ছাড়া নারীদের বের করে আনলেনও বা কিভাবে ?

৪) ডিজিএফআইএ এর এক সদস্যের লিখিত বই ‘বাংলাদেশে র’-তে দেখেছিলাম, বলা হয়েছিলো- বিদেশী রেস্ট্রুরেন্টগুলো সাধারণত বিদেশী গোয়েন্দাদের বেনামে অফিস হয়ে থাকে। কারণ সেখানে খাবার খাওয়ার অজুহাত দিয়ে এসে গোয়েন্দারা মিটিং করতে পারে, কিন্তু কেউ সন্দেহ করতে পারে না, সবাইভাবে খেতে এসেছে।

আর গুলশান ডিপ্লোমেটিক জোনের মত কড়া এলাকায় এ ধরনের একটি বিদেশী রেস্ট্রুরেন্টে-এ বিদেশী গোয়েন্দাদের ঘাটি হওয়া অস্বাভাবিক কিছু নয়। যদি ঐ রেস্ট্রুরেন্টটি সত্যিই বিদেশী গোযেন্দাদের মিলনস্থল হয় সেখানে জাপানি কনসালটেন্ট কিংবা ইতালিয় বায়াররা এমনি এমনি নাও যেতে পারে।

কোন গোয়েন্দা সংস্থার লোক উদ্দেশ্যমূলক টার্গেট করে তাদেরকে ডেকেও নিয়ে আসতে পারে। এমনও হতে পারে রেস্ট্রুরেন্টের সাথে সংশ্লিষ্ট লোকরাই খুনিদের ঢুকিয়েছে, যার কারণে পুরো ঘটনা ঘটে গেছে সহজে।

৫) নিহত বাংলাদেশীদের তালিকায় কিন্তু সাধারণ মানুষ নেই। যেমন প্রথম আলো- ডেইলি স্টারের ট্রান্সকম গ্রুপের মালিকের নাতি মারা গেছে। অথচ ট্র্যান্সকম গ্রুপের মালিক লতিফুর যে বিদেশী এজেন্ট এটা অনেকেরই জানা।

অন্যদিকে নিহত অবিন্তা কবীর এলিগেন্ট গ্রুপের চেয়ারম্যানের মেয়ে। এছাড়া নিহত ইশরাত আখন্দ ছিলো বিজিএমইয়ের সাবেক মানবসম্পদ বিষয়ক উপদেষ্টা। এতগুলো গুরুত্বপূর্ণ লোক এক সাথে সেখানে কিভাবে গেলো, নাকি তাদের কেউ ডেকে নিযে এসেছিলো বিষয়টি দেখবার বিষয় আছে।

মনে রাখবেন, ‘জঙ্গী’ শব্দটা ব্যবহার হয় উদ্দেশ্য মূলকভা, কোন ঘটনার মূল উদ্দেশ্য আড়াল করার সবচেয়ে সহজ কৌশল জঙ্গী হামলার দাবি করা।

যেমন কিছুদিন আগে মিতু হত্যাকাণ্ড ঘটনায় শুরুতে দাবি করা হয়েছে জঙ্গীরা হত্যা করেছে। কিন্তু এখন ঘটনার টার্ন নিয়েছে অন্যদিকে। এখন জঙ্গী হামলা গেলো কোথায় ?

এটা ঠিক, যারা এধরনের ঘটনাগুলো ঘটায় তাদের একটি মাত্র উদ্দেশ্য থাকে না। তারা একটা ঘটনা ঘটিয়ে অনেকগুলো উদ্দেশ্য হাসিল করে। গুলশান হামলার ক্ষেত্রেও তেমন কিছু থাকতে পারে।

তবে উপরে বর্ণিত বিষয়গুলো বিবেচনা করলে ঘটনার অন্যকোন কেন্দ্রবিন্দুও বের হয়ে আসলেও আসতে পারে। এখন আমাদের করনীয় কি তা আমাদেরকেই র্নিনয় করতে হবে।

বিষয়: বিবিধ

১৫২৫ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

373952
০৪ জুলাই ২০১৬ রাত ১০:১৭
হতভাগা লিখেছেন : ভাইরে আরেকটি ঘটনা এসে এই ঘটনাকে ইতিহাসের পাতায় ঠাঁই পাইয়ে দেবে ।

কথা হল - আমরা বাংলাদেশীরা না হয় এসব ঘটনা দেখতে দেখতে হজম করতে করতে একটা শেপে চলে এসেছি , জাপান-ইতালির সরকার এটা কিভাবে হজম করবে ?
০৫ জুলাই ২০১৬ দুপুর ০২:০৪
310335
কুয়েত থেকে লিখেছেন : এক এক ইসু তৈরী করে এই জাতিটাকে পঙ্গু করেই চাড়বে যদি আমরা সচেতন নাহই। ২২ হাজার কটি টাকার প্রকল্প এবং আমাদের র্গামেন্টস ধ্বংস করার জন্যই এই নাটক। আল্লাহ যেন এই জাতিকে রক্ষা করেন। ধন্যবাদ আপনাকে ভালো থাকুন
373955
০৪ জুলাই ২০১৬ রাত ১০:৪২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কোন প্রশ্নই উত্তর নাই!!!
০৫ জুলাই ২০১৬ দুপুর ০২:০৬
310336
কুয়েত থেকে লিখেছেন : প্রশ্নের উত্তর বের করতেই হবে এবং পদক্ষেপ নিতে হবে প্রতিকারের।ধন্যবাদ আপনাকে
373958
০৪ জুলাই ২০১৬ রাত ১১:০৪
শেখের পোলা লিখেছেন : সাধারণের করনিয় আর সরকারের করনিয় এক নয়। সরকার এর টাই মিথ্যা হলেও গিলতে হবে। ধন্যবাদ।
০৫ জুলাই ২০১৬ দুপুর ০২:১২
310337
কুয়েত থেকে লিখেছেন : সে জাতির কল্যাণ কক্ষনোই হবেনা যে জাতির পরিচালক হবে নারী। আর আমরা বাংলাদেশী মুসলিমরা ধরি মাচ না চুই পানি। এই নীতি যতদিন পরিহার না করতে পারবো ততদিন আমাদের ভাগ্য পরিবর্তন হবেনা।আপনাকে ধন্যবাদ
373966
০৫ জুলাই ২০১৬ রাত ০২:৩৩
ক্রুসেড বিজেতা লিখেছেন : দেশে এত গোয়েন্দা সংস্থা, প্রতিনিয়ত হাজার কোটি টাকা খরচ করে এদের ভরণ পোষণ ও স্পেশাল কোর্সের নাম করে বিদেশ ঘুরিয়ে আনা হচ্ছে! অথচ কোন সংস্থা ই পারলো না একটুও পূর্বাভাস দিতে! কি করে এরা ? আদৌ কি দরকার আছে এদের? নাকি রাজনৈতিক স
সমীক্ষা ও প্রতিপক্ষ এত বড় ঘটনা অথচ
০৫ জুলাই ২০১৬ দুপুর ০২:১৮
310338
কুয়েত থেকে লিখেছেন : ভাই দেশে সব আছে কিন্তু আমাদের রাষ্ট্র প্রধানরা বিক্রিত কৃতদাস। জাগবেতো তারা যারা ঘুমিয়ে আছে। কিন্তু যারা না ঘুমিয়ে ঘুমের ভানকরে তাদেরকেতো জাগানো যাবেনা। ধন্যবাদ আপনাকে
373967
০৫ জুলাই ২০১৬ রাত ০২:৪৭
ক্রুসেড বিজেতা লিখেছেন : ও প্রতিপক্ষ ঘায়েলের জন্য এদের ব্যাস্ততা'র শেষ নেই? এত বড় ঘটনা নাকের ডগায় ঘটে গেল দেশের সবচেয়ে সুরিক্ষত অভিজাত এলাকায়! (দুঃখিত অসাবধানতাবশত একই মন্তব্য দু ভাগ হয়ে পোস্ট হয়ে গেল)
০৫ জুলাই ২০১৬ দুপুর ০২:২৪
310339
কুয়েত থেকে লিখেছেন : ভালোই হলো দু'ভাগ হয়ে ধন্যবাদ এত বড় ঘটনা নাকের ডগায় ঘটে গেল দেশের সবচেয়ে সুরিক্ষত অভিজাত এলাকায় এটাতো পরিকল্পিত ভাবেই ঘঠানো হয়েছে যাতে অবৈধ দালালীর সময় বৃদ্ধি করা যায়। ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File