বাবরী মসজিদ ধ্বংসকারীদের এজেন্ট হিন্দুদের স্পর্ধা ! রাজধানীর গেন্ডারিয়ায় মসজিদ নির্মাণে হিন্দুদের বাধা,কুরবানী ঈদেও বাঁধা দিতে চাইবে।

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ২৭ জুন, ২০১৬, ০৩:৪৫:০৪ দুপুর

গুজব ছড়িয়ে বাবরী মসজিদ ধ্বংসকারীদের এজেন্ট হিন্দুদের স্পর্ধা ! রাজধানীর গেন্ডারিয়ায় মসজিদ নির্মাণে হিন্দুদের বাধা, এলাকায় টানটান উত্তেজনা

ধীরে ধীরে আওয়ামীরা আশকারা পেয়ে মাথায় উঠে বসেছে ভারতের এজেন্ট এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সাহস পেলে কুরবানীর ঈদেও বাঁধা দিতে চাইবে। এদের রুখে দাঁড়ানো এখন সময়ের দ্বাবী।।

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় একটি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গেন্ডারিয়ার ৪৬ নম্বর ওয়ার্ডের মতিচরণ রায় রোডের ৩১ নং হোল্ডিংএ গত শুক্রবার একটি মসজিদ নির্মাণ শুরু হয়।

এরপর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গেন্ডারিয়া শাখার পক্ষ থেকে স্থানীয় থানায় একটি জিডি করার পর আজ রোববার দুপুরে সেখানে পুলিশ যায়। এরপর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

গেন্ডারিয়ার স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা দাবি করছেন যে স্থানে মসজিদ নির্মাণ করা হচ্ছে সেখানে একটি মন্দির ছিল। মিলব্যারাক সমাজকল্যাণ সংগঠনসহ ৫ব্যক্তির নামে স্থানটি লিজ নেয়া হয় এবং ওই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ওই স্থানে কোনো মন্দির ছিল না।

গত শুক্রবার মসজিদ নির্মাণের পাশাপাশি সেখানে নামাজ পড়া শুরু হয় এবং রোববার মসজিদটিতে জোহরের নামাজ আদায় করেছে মুসল্লিরা। কিন্তু গেন্ডারিয়া থানায় জিডি করার পর পুলিশ ঘটনাস্থলে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নারী পুরুষ নির্বিশেষে অনেকেই মসজিদের আশে পাশে অবস্থান নিয়েছে। পুলিশ এলাকাবাসিকে শান্ত করার চেষ্টা করছে। এলাকাবাসী বলছেন, ওই স্থানে কোনো মন্দির ছিল না। এবং তারা মসজিদ নির্মাণ সম্পন্ন করবে।

মসজিদটিতে নারী ও পুরুষ অবস্থান নিয়েছে।

'মদীনার সনদে' চলছে স্বদেশ .! আজ মসজিদে হামলা চালিয়েছ ওসি মিজান ।

পবিত্র মাহে রমজানে রাজধানীর গেন্ডারিয়া এলাকায় আজ একটি মসজিদ জোহর নামাজ চলাকালীন সময় প্রকাশ্যে অস্ত্র নিয়ে মসজিদে মুসল্লিদের নামাজ পড়লে গুলি করে হত্যা হুমকি দেয় মিজান ।

এই সময় নামাজরত মুসল্লিদের অস্ত্র উচিয়ে ঘাড় ধাক্কা দিয়ে অসভ্য ভাষায় গালিগালাজ করে সেখান থেকে মুসল্লিদের বের করে দেয় ওসি মিজান। আবার কেউ যদি নামাজ পড়তে আসে তাহলে তাকে গুলি করে হত্যা করা হবে বলে হুমকি দেয় ওসি মিজান।

পবিত্র মাহে রমজানে একজন মুসলিম হয়ে ওসি মিজানের এমন হুমকিতে হতবাক দেশবাসী।

বিষয়: বিবিধ

১৭৬৭ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

373309
২৭ জুন ২০১৬ সন্ধ্যা ০৬:৩৫
হতভাগা লিখেছেন : বাংলাদেশের মুসলমানদের ভারতের হিন্দুদের মত জোশিলা হওয়া উচিত । এরা সংখ্যা লঘুদেরকে এমনভাবে ট্রিট করে যাতে তারা মাথাচাড়া দিয়ে না উঠতে পারে ।
২৭ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৪৩
309894
কুয়েত থেকে লিখেছেন : مرحبا بكم بارك الله فيك وجزاك الله خيرا يا أخي الكريم تقبل الله طاعتكم মদীনার সনদে' চলছে স্বদেশ .! আজ মসজিদে হামলা চালিয়েছ ওসি মিজান ।Good Luck
373314
২৭ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৫২
শেখের পোলা লিখেছেন : "ভাবিতে উচিৎ ছিল প্রতিজ্ঞা যখন" এ প্রবাদ বাক্যটি খুব শিঘ্রই বাংলা দেশে কার্যকরী রূপ নেবে। আর সাথে সাথে এটাও প্রমান হবে মুক্তিযুদ্ধে ভারতের সাহায্যের উদ্দেশ্য। আর বাংলাদেশের সিদ্ধান্ত কতখানি সঠিক ছিল। সেই সঙ্গে মনে করতে হবে রাজাকারদের বাধাদানের কারণ। ছোটমুখে বড় কথা বলায় মাফ চাই।
২৮ জুন ২০১৬ দুপুর ০১:৫৬
309931
কুয়েত থেকে লিখেছেন : ভারত বাংলাদেশকে চুসে খাওয়ার জন্যই মুক্তিযুদ্ধে সহযোগীতা করেছিলো। আজ আমাদের স্বাধীনতা অরক্ষিত। অরক্ষিত স্বাধনতাই পরাধীনতা এই জাতি তা কবে বুঝবে তা আল্লাহ ভালো জানেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ
373333
২৭ জুন ২০১৬ রাত ১০:৩২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমরা স্পেনের পথেই চলছি।
২৮ জুন ২০১৬ দুপুর ০১:৫৯
309932
কুয়েত থেকে লিখেছেন : আল্লাহ যেন এই চলা থেকে আমাদেরকে রক্ষা করেন। আমরা অনেক পিচনে ইতিমধ্যেই পৌঁছেগেছি। আপনাকে ধন্যবাদ
373342
২৭ জুন ২০১৬ রাত ১১:৫৩
নাবিক লিখেছেন : যা কিছুই হোক, মদি দাদাকে অখুশি করা যাবেনা।

যদি দু একটা মসজিদ ভাঙ্গে কিংবা কিছু মুসল্লি মরে তাতে বুবুর কী আসে যায়?
২৮ জুন ২০১৬ দুপুর ০২:০৪
309933
কুয়েত থেকে লিখেছেন : মুদিকে খুশি করতে গিয়ে আল্লাহকে নারাজ করাও আম্লীগের জন্য কোন ব্যপার নয়। হাসিনা ভালো করেই জানে ক্ষমতায় থাকতে হলে ভারতকে সব কিছু দিতেই হবে। নাহলে তাকে জাহান্নামে পাঠাবে পরের দিন। হাসিনার জান্নাত নেই। ধন্যবাদ
373351
২৮ জুন ২০১৬ রাত ০৩:০১
নকীব আরসালান২ লিখেছেন : রুম যখন জ্বলে নিরু তখন বেহালা বাজায়। আরে ভাই বাংলা কথাটা বুঝেন না কেন? সকল ইসলামী দল আর ফেরকাগুলি ঐক্যবদ্ধ হয়ে হুঙ্কার ছাড়লে এসব আপদ- শ্বাপদের অস্বিত্ব থাকবে? ভাইয়ে ভাইয়ে ঝগড়া থাকলে অন্যেরা মারার সুযোগ পায়। ঐক্যের জন্য, বাচার জন্যই তো আমি চিৎকার করছি, কিন্তু কারো কানে বাতাস ঢুকছে না, স্পেনের ভাগ্য বরণ করলে আর বাতাস ঢুকার সময় থাকবে না।
২৮ জুন ২০১৬ দুপুর ০২:১০
309934
কুয়েত থেকে লিখেছেন : দালালী করলে ঐক্য বদ্ধ হওয়া যায়না। ঐক্যবদ্ধ হতে হলে ঈমানী শক্তি লাগবে এবং কুফরী শক্তির সাথে মোকাবিলা করতে হবে। সে জন্যই মুনাফেকি করতে হচ্ছে। কারন মুনাফেকদের শত্রু নেই নিরাপদে থাকা যায়। ধন্যবাদ আপনাকে
373352
২৮ জুন ২০১৬ রাত ০৩:০১
নকীব আরসালান২ লিখেছেন : রুম যখন জ্বলে নিরু তখন বেহালা বাজায়। আরে ভাই বাংলা কথাটা বুঝেন না কেন? সকল ইসলামী দল আর ফেরকাগুলি ঐক্যবদ্ধ হয়ে হুঙ্কার ছাড়লে এসব আপদ- শ্বাপদের অস্বিত্ব থাকবে? ভাইয়ে ভাইয়ে ঝগড়া থাকলে অন্যেরা মারার সুযোগ পায়। ঐক্যের জন্য, বাচার জন্যই তো আমি চিৎকার করছি, কিন্তু কারো কানে বাতাস ঢুকছে না, স্পেনের ভাগ্য বরণ করলে আর বাতাস ঢুকার সময় থাকবে না।
২৮ জুন ২০১৬ দুপুর ০২:১০
309935
কুয়েত থেকে লিখেছেন : দালালী করলে ঐক্য বদ্ধ হওয়া যায়না। ঐক্যবদ্ধ হতে হলে ঈমানী শক্তি লাগবে এবং কুফরী শক্তির সাথে মোকাবিলা করতে হবে। সে জন্যই মুনাফেকি করতে হচ্ছে। কারন মুনাফেকদের শত্রু নেই নিরাপদে থাকা যায়। ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File