কোথায় যাচ্ছে আমাদের প্রিয় বাংলাদেশের সমাজ ব্যবস্থা.? যেখানে এখন কাপড় পরিধানেও কোন গনতন্ত্র নেই।

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ২০ মার্চ, ২০১৬, ০৭:১০:৫৯ সন্ধ্যা

কোথায় যাচ্ছে আমাদের প্রিয় বাংলাদেশের সমাজ ব্যবস্থা? যেখানে এখন কাপড় পরিধানেও কোন গনতন্ত্র নেই। মেয়েরা এখন হিজাব পরিধান করে স্কুল-কলেজে যেতে পারবে না।

মতিঝিল মডেল হাইস্কুল এন্ড কলেজে হিজাব নিষিদ্ধ করা হয়েছে। বিশ্বস্ত একটি সুত্র হতে জানা যায়, কেউ হিজাব করলে তাকে টিসি দেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়েছে।

এছাড়াও কিছু টিচার মডেলে ঢোকা এবং বের হবার সময় গার্ড দেন যাতে কেউ হিজাব পরে ঢুকতে বা বের হতে না পারে।

এমনকি মেয়েদের মাথা থেকে ওড়না টেনে নামিয়ে দেয়ার ঘটনাও ঘটছে প্রতিদিন। কারো ছোটবোন মডেলে থাকলে তার কাছ থেকেই বিষয়টির ভয়াবহতা জানতে পারবেন।

গভর্নিং বডির সভাপতি গত ১৪ তারিখ কলেজের কিছু রুমে ঢুকে মেয়েদের ব্যান্ডেজ বাধতে (হিজাব পড়তে) নিষেধ করেন। একটি মেয়েকে হিজাব খুলতে বাধ্য করা হয় এবং হিজাব খোলার পর মেয়েটিকে ভালো লাগছে বলেও অভিমত ব্যাক্ত করেন।

তিনি বলেন, হিজাব খুললে তো ভালোই লাগে! এবং আশ্চর্যজনক বিষয় হচ্ছে মহিলা টিচারদের কেউ হিজাব পরলে তাদেরকে ক্লাসরুমে ঢুকতে দেয়া হচ্ছে না।

এ ঘটনা প্রায় এক সপ্তাহ ধরে ঘটছে। আওলাদ হোসেনের বিরুদ্ধে সবাই ক্ষেপে থাকলেও কেউ কিছু বলার সাহস পাচ্ছে না।

এই বিষয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলার জন্য ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে, ফোন বন্ধ পাওয়া যায়। তবে কলেজের একাধিক ছাত্র-ছাত্রীর সাথে কথা বলে এ বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়।

http://www.bd24live.com/ban…/mobile/article/84423/index.html

বিষয়: বিবিধ

১৫০৯ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

363040
২০ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৩১
তট রেখা লিখেছেন : কামাল আতাতুর্ক রি-লোডেড।
২১ মার্চ ২০১৬ দুপুর ০২:৪১
301009
কুয়েত থেকে লিখেছেন : কামাল আতাতুর্কের সে তুর্কি এখন ইসলামের। ইতিহাস থেকে আমরা শিক্ষা নিচ্ছিনা। আপনাকে ধন্যবাদ
363045
২০ মার্চ ২০১৬ রাত ০৮:১১
শেখের পোলা লিখেছেন : ইসলামের নাম নিশাণ বাদ দিয়ে যা থাকে সেটাই আমাদের চেতনার গনতন্ত্র৷ বাংলার মুসলীমরা বুঝুক৷ স্বাধীনতা কাকে বলে৷ আসুন আল্লাহর কাছে কৃতকর্মের জন্য তওবা করি৷
২১ মার্চ ২০১৬ দুপুর ০২:৪৯
301010
কুয়েত থেকে লিখেছেন : এক জন সুস্থ্য স্ববল মানুষের এক পাঁ কেটে ফেলে দিল শত্রুরা সে শত্রুরাই তার চিকিৎসা কার কৃত্তিম পাঁ লাগিয়ে দিয়ে শান্তনা দিচ্ছে আসল পাঁ নাই তো কি হয়েছে। তুমিতো এখন হাঁটতে পারছো। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যটির জন্য।
363054
২০ মার্চ ২০১৬ রাত ০৮:২৮
বিবর্ন সন্ধা লিখেছেন : আসসালামু আলাইকুম

কালে কালে আরো কত কি যে দেখার বাকি আছে
আল্লাহ ই ভালো জানেন।

আল্লাহ সবাইকে হেফাজত করুন
আমিন
২১ মার্চ ২০১৬ দুপুর ০২:৫৪
301011
কুয়েত থেকে লিখেছেন : ওয়ালাইকুমুস্ সালাম ভালো থাকুন। এবং বেশী বেশী আল্লাহর কাছে তওবা করা দরকার আল্লাহ যেন আমাদের উপর থেকে গজব সরিয়ে নেন। ধন্যবাদ আপনাকে
363060
২০ মার্চ ২০১৬ রাত ০৯:১৬
আফরা লিখেছেন : বিবর্ন সন্ধা লিখেছেন : আসসালামু আলাইকুম

কালে কালে আরো কত কি যে দেখার বাকি আছে
আল্লাহ ই ভালো জানেন।

আল্লাহ সবাইকে হেফাজত করুন
আমিন
২১ মার্চ ২০১৬ দুপুর ০২:৫৫
301012
কুয়েত থেকে লিখেছেন : আপনাকেও সালাম,ওয়ালাইকুমুস্ সালাম ভালো থাকুন। এবং বেশী বেশী আল্লাহর কাছে তওবা করা দরকার আল্লাহ যেন আমাদের উপর থেকে গজব সরিয়ে নেন। ধন্যবাদ আপনাকে
363078
২০ মার্চ ২০১৬ রাত ১১:১৫
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। আমার তো মনে দুর্গতির সবে শুরু!
২১ মার্চ ২০১৬ দুপুর ০২:৫৬
301013
কুয়েত থেকে লিখেছেন : ওয়ালাইকুমুস্ সালাম ভালো থাকুন। এবং বেশী বেশী আল্লাহর কাছে তওবা করা দরকার আল্লাহ যেন আমাদের উপর থেকে গজব সরিয়ে নেন। ধন্যবাদ আপনাকে
363126
২১ মার্চ ২০১৬ দুপুর ০১:২৯
কুয়েত থেকে লিখেছেন : কামাল আতাতুর্কের সে তুর্কি এখন ইসলামের ইতিহাস থেকে আমরা শিক্ষা নিচ্ছিনা।
363203
২১ মার্চ ২০১৬ রাত ১১:১১
মোহাম্মদ লোকমান লিখেছেন : বাংলাদেশের রন্দ্রে রন্দ্রে নাস্তিকরা ঘাপটি মেরে বসে আছে, আমাদের খবর নেই!
২১ মার্চ ২০১৬ রাত ১১:৩৫
301104
কুয়েত থেকে লিখেছেন : ভাই আমাদের খবর থাকলেইবা কি আমরা কি করতে পারি.? একেতো প্রবাসী তা ছাড়া দেশে ভালো মানুষের মূল্য নেই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ
363783
২৭ মার্চ ২০১৬ দুপুর ০৩:৪৯
গাজী সালাউদ্দিন লিখেছেন : আজকের আয়োজনে মুক্তিযুদ্ধ বিষয়ে শুভেচ্ছা বক্তব্য লিখবেন আপনি। সন্ধ্যা সাতটার সময় পোস্ট করার অনুরোধ থাকল
২৭ মার্চ ২০১৬ বিকাল ০৪:৪০
301609
গাজী সালাউদ্দিন লিখেছেন : ২৭ মার্চ রবিবার বাংলাদেশ সময় সন্ধা ৭ টার আয়োজনে সকলের অংশগ্রহন কামনা করি। পরিচালক (গাজী সালাউদ্দিন) পোস্ট দেয়ার সাথে সাথে অন্যরা মন্তব্যের ঘরে অর্পিত দায়িত্ব আন্জাম দেব। পরিচালক তার পোস্টে ব্লগারের নামসহ এগুলো যোগ করে সবগুলোকে এক পোস্টে রুপায়িত করবেন।
২৯ মার্চ ২০১৬ দুপুর ০২:১৬
301919
কুয়েত থেকে লিখেছেন : সময়মত লেখাটি না দেখার কারনে শুভেচ্ছা বক্তব্যটি পাঠাতে না পারার জন্য আন্তরিক ভাবে দুঃখীত। তবে মন্তব্যের ঘরে অংশনিতে পেরে আনন্দিত। আপনার উদ্ধেগটি প্রসংশনিয়। ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File