যে ব্যক্তি রাসূল(সাঃ)এর অনুসরণ করবে, সেই জান্নাতে যাবে। আর যে রাসূল (সাঃ)এর অনুসরণ করবে না সে জাহান্নামেই যাবে।

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ০৪ ফেব্রুয়ারি, ২০১৬, ০৫:৫৪:৪৪ বিকাল

নবীজির অনুসরণ মানেই আল কুরআন এবং নবীজির সুন্নাহর অনুসরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণকারী গণ জান্নাতেই যাবে

যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করবে, সে জান্নাতে যাবে। পক্ষান্তরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করবে না সে জাহান্নামেই যাবে।

সুতরাং, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করা দ্বারাই জান্নাতে প্রবেশ করা নিহিত। প্রমাণ-

عَنْ أَبِي هُرَيْرَةَ رضى الله عنه أَنَّ رَسُولَ اللهُ صلى الله عليه وسلم قَالَ: «كُلُّ أُمَّتِي يَدْخُلُونَ الْجَنَّةَ إِلَّا مَنْ أَبَى قَالُوا يَا رَسُولَ اللهُ وَمَنْ يَأْبَى قَالَ مَنْ أَطَاعَنِي دَخَلَ الْجَنَّةَ وَمَنْ عَصَانِي فَقَدْ أَبَى »

আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে তবে ঐ সমস্ত লোক ব্যতীত যারা অস্বীকার করে।

সাহাবাগণ জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসূল! কে অস্বীকার করে? তিনি বললেন, যে ব্যক্তি আমার অনুসরণ করে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার নাফরমানী করে সে অস্বীকার করে।বুখারী মুসলিম,

আল্লাহ পাক আমাদেরকে নবীজির তরিকা তথা কুরান সুন্নাহর আলোকে নিজেদের জীবন পরিচালনার তাওফিক দান করুন । আমিন" আসুন আমরা কুরআন সুন্নাহর আলোকে নিজেদেরকে পরিচালনা করি।

বিষয়: বিবিধ

১৫০৬ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358500
০৪ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:৩৭
বিবর্ন সন্ধা লিখেছেন : (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)

امين يارب
০৬ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:৪৮
297529
কুয়েত থেকে লিখেছেন : পড়ার জন্য ধন্যবাদ আপনাকে
358505
০৪ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:৪৯
শেখের পোলা লিখেছেন : ৯০% মুসলীমের দেশে এখন তা জঙ্গীপনায় গন্য হচ্ছে৷ এখন উপায় কি? হিজরত করে যাবার মত কোন ইসলামী দেশও নাই৷ এমনই চেতনার কবলে পড়েছি আমরা৷
০৬ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:৫০
297531
কুয়েত থেকে লিখেছেন : সঠিক ইসলামী চেতনা গ্রহন করতে পারলেই সব সমশ্যার সমধান হয়ে যাবে। বন্ড চেতনা বাজরা লেজ গুটিয়ে পালাবে। আপনাকে ধন্যবাদ
358520
০৪ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:৩২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৬ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:৫১
297532
কুয়েত থেকে লিখেছেন : ভালো লাগার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ
358543
০৪ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:২২
মাজহারুল ইসলাম টিটু লিখেছেন : জাজাকাল্লাহু খাইরান।
০৬ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:৫৩
297533
কুয়েত থেকে লিখেছেন : আল্লাহ আপনাকেও উত্তম জাযা দান করুন ধন্যবাদ আপনাকে
358559
০৫ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০১:০৯
আফরা লিখেছেন :
আল্লাহ পাক আমাদেরকে নবীজির তরিকা তথা কুরান সুন্নাহর আলোকে নিজেদের জীবন পরিচালনার তাওফিক দান করুন । আমিন

জাজাকাল্লাহ খায়ের ।
০৬ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:৫৭
297534
কুয়েত থেকে লিখেছেন : আল্লাহ পাক আপনাকেও উত্তম জাযা দান করুন এবং ইসলামের তথা কুরআন সুন্নাহর আলোকে জীবন পরিচালনার তাওফিক দিন আমিন। অসংখ্য ধন্যবাদ আপনাকে
358631
০৫ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:৪৪
দ্য স্লেভ লিখেছেন : কিছু্ই করতে পারিনি। আল্লাহ ক্ষমা করে দিক
০৬ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:০৩
297535
কুয়েত থেকে লিখেছেন : আল্লাহ পাক একমাত্র প্রার্থনা শ্রবণকারী তার কাছে ক্ষমা চান তিনিই ক্ষমা করবেন। ইচ্ছা থাকলে অনেক কিছুই করতে পারবেন। যে দেশে আছেন ওখানেই ক্ষেত্র সৃষ্টি করার জায়গা তাদেরকে বুঝান আল কুরআন গ্রহন করুন বিশ্বকে শাসন করুন। ধন্যবাদ আপনাকে
358791
০৭ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:০৮
আবু বকর সিদ্দিকী লিখেছেন : আল্লাহর নবীকে অস্বীকার করলে সে তো মুসলমানই থাকে না। এখানে জান্নাত আর জাহান্নামের তো প্রশ্নই আসে না।
০৭ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:৪৪
297613
কুয়েত থেকে লিখেছেন : হাঁ ভাই কথাতো একটাই তার পরেও বুঝানোর জন্য বলতেই হয়। আমরা সবাই নবীজির ভক্ত কিন্তু নবীজির অনুস্বরণ অনেকেই করিনা। আল্লাহ আমাদের কে নবীজির পদাংক অনুস্বরণ করার তাওফিক দান করুন। আমিন আপনাকে ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File