প্যারোলে মুক্তি পেয়ে শপথ গ্রহণ করেছেন। সোমবার তিন ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেলে চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান।

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ২২ ডিসেম্বর, ২০১৫, ০৭:২১:০১ সন্ধ্যা

জেল থেকে নির্বাচিত, শপথ নিলেন জামায়াত নেতা

২১ ডিসেম্বর ২০১৫,সোমবার ১৮:১৭ কারারুদ্ধ জামায়াত নেতা ও আমিরাবাদ ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মাওলানা কাজী নুরুল আলম

চৌধুরী।

প্যারোলে মুক্তি পেয়ে শপথ গ্রহণ করেছেন। সোমবার দুপুরে তিন ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেলে চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন তাকে শপথ

বাক্য পাঠ করান।

নির্বাচনের দীর্ঘ ৩ মাস পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের

বিশেষ নির্দেশে তাকে শপথ করানো হয় বলে নিশ্চিত

করে লোহাগাড়া উপজেলা নির্বাহি কর্মকর্তা ফিজনূর

রহমান।

নয়া দিগন্তকে বলেন, নব নির্বাচিত চেয়ারম্যান নুরল আলম চৌধুরী জেলে থাকায় তাকে শপথ করানো

নিয়ে জটিলতার সৃষ্টি হয়। লোহাগাড়া সদর ও আধুনগর ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের

শপথ যথাসময়ে অনুষ্ঠিত হলেও কাজী নুরুল আলমের বিষয়টি ঝুলে ছিল।

পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশের পর

জেলা প্রশাসক তাকে শপথ পাঠ করান। এদিকে দীর্ঘ দিন পর এ জামায়াত নেতার শপথ অনুষ্ঠিত হওয়ায়

এলাকায় মিষ্টি বিতরণ করেছেন অনেকেই।

স্থানীয় তরুণ সমাজ সেবক মুহাম্মদ আরিফ উল্লাহ চৌধুরী জানান, বিপুল ভোটে নির্বাচিত হবার পরও

কুচক্রি মহলের ষডযন্ত্রের কারণে দীর্ঘদিন শপথ না হওয়ায় এলাকাবাসী বিক্ষুদ্ধ ছিল।

কিন্তু তিন মাসের শেষদিনে হলেও শপথ অনুষ্ঠিত হওয়ায় এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।

উল্লেখ্য, ২১ সেপ্টেম্বর লোহাগাড়া সদর,আমিরাবাদ ও

আধুনগর ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে লোহাগাড়া সদরে নুরুচ্ছাফা কোম্পানী,

আধুনগরে আইয়ুব মিয়া ও আমিরবাদে কারারুদ্ধ

জামায়াত নেতা মাওলানা কাজী নুরুল আলম চৌধুরী

চেয়ারম্যান নির্বাচিত হন।

প্যারোলে মুক্তি পেয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের কার্যালয়ে শপথ পাঠ করছেন

আমিরাবাদের নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান

মাওলানা কাজী নুরল আলম চৌধুরী

এতে প্রমানিত হলো জামায়াতের লোকেরা অপরাধী নয়। মানুষ ভূলের উর্ধেনয়। যারা ভূল করবে তাদের শাস্থী হওয়াই প্রয়োজন। আমরা দেখতে পাচ্ছি অপরাধীরা গুরে বেড়াচ্ছে, এবং সন্ত্রাসী কর্মকান্ড করছে।

এবং প্রশাসনের চোখের সামনেই গুরে বেড়াচ্ছে। তাদেরকে কেউ দেখেও দেখছেনা। এই হলো আমাদের প্রিয় বাংলাদেশের আইনের শাসন।

বিষয়: বিবিধ

১১৫৮ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

354985
২২ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩২
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

সত্যের বিজয় অনিবার্য,
মিথ্যার বিণাশ অবশ্যম্ভাবী,
সত্যের সাথে থাকা মুমিনের অবশ্যকর্তব্য!!

Praying Praying
২২ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৭
294772
কুয়েত থেকে লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ সত্যের বিজয় হবেই তবে মুমিন হতে হবে। আল্লাহ আমাদের ঈমানের দৃঢ়তা বৃদ্ধি করেদিন আমিন।
354991
২২ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:২২
শেখের পোলা লিখেছেন : যদি পুনরায় জেলেই ফিরে যেতে হয় তবে শপথ নিয়েইবা কি লাভ৷ধন্যবাদ৷
২৩ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৪:৩২
294889
কুয়েত থেকে লিখেছেন : আইনের শাসন প্রতিষ্টা থাকলে বিজয়ের সাথে সাথেই মুক্তি পেয়ে যেত। এখন অবৈধ সরকারের কাছে বৈধকিছু কি আশা করা যায়..? আপনাকে ধন্যবাদ
354992
২২ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:২৪
গাজী সালাউদ্দিন লিখেছেন :
প্রমানিত, উর্ধে,ভূল ,শাস্থী, গুরে,

এই ভুল বানানগুলো শোধরে নেবার অনুরোধ থাকল।
লেখাটি পত্রিকা থেকে কপি করেছেন অথচ সূত্র উল্লেখ করেন নি, তাই সূত্র দেয়ারও অনুরোধ থাকল।
শপথ বাক্য পাঠ করাবে আবার জেলে প্রেরণ করবে, এটা ভণ্ডামো ছাড়া আর কি!
২৩ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৪:৩৮
294890
কুয়েত থেকে লিখেছেন : আপনাকে ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও একটু সময় পেলেই ব্লগে আসি ভালো পরার্মশের জন্য শোকরিয়া। দেশের প্রেক্ষাপট ভন্ডদের অনুকুলে
354993
২২ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৩৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ আপনাকে।
২৩ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৪:৩৯
294891
কুয়েত থেকে লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File