মুসলমানদের এক দাবি, যে এ ধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করতে পারে, তার একমাত্র শাস্তিই হলো মৃত্যুদণ্ড।
লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ১৫ ডিসেম্বর, ২০১৫, ০৬:০৬:৩৬ সন্ধ্যা
কোন মুসলমান কি অন্য র্ধম নিয়ে সমালোচনা বা কটুক্তি কারছে? ইসলাম এটা বলেনি অন্য র্ধমের উপর আক্রমন করা বা আঘাত করা। নিজেদের দীন তথা ইসলাম সর্ম্পকে অন্যকে বুঝানোর কথাই বলা হয়েছে।
যা মুসলমানেরা নিয়মিত করেই যাচ্ছে। দাওয়াত ও তাবলীগের মধ্যমে। এটাই সর্বউত্তম কাজ এবং নৈতীকতার দিক থেকেও এটাই র্সবউত্তম পন্থা। ইসলাম শত্রুকেও আগে আক্রমন করতে নির্দেশ দেয়নি।
ভারতের মুসলমানরা মারাত্মক ক্ষেপেছে। তারা এখন একযোগে নেমেছে রাস্তায়।কারন হিন্দু মহাসভার পক্ষ থেকে নির্বাহী প্রেসিডেন্ট কমলেশ তিওয়ারি এক প্রেস নোটের মাধ্যমে মুসলমানদের শেষ নবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে কুমন্তব্য করে।
এর জের ধরেই মুসলমানদের সবগুলো গ্রুপ বা দল একযোগে রাস্তায় নামেছে। ইতিমধ্যে পুলিশ মুসলমানদের আন্দোলনের মুখে গ্রেফতার করা হয়েছে কমলেশ তিরওয়ারিকে।
তবে মুসলমানদের এক দাবি, যে এ ধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করতে পারে, তার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। বিভিন্ন ওয়েব সাইট থেকে প্রাপ্ত ছবিগুলো দেওয়া হলো।
খবরের সূত্র:
১) http://goo.gl/oc5ipL
২) http://goo.gl/C6DClt
৩) http://goo.gl/7PZBng
বিষয়: বিবিধ
১২৭৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন