বাংলাদেশর প্রধান মন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্র, সংবিধান, আইনের শাসন ও মানবাধিকার সমুন্নত রাখতে অঙ্গীকারবদ্ধ।জাতি কি লজ্জিত নয়..?
লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ০৯ ডিসেম্বর, ২০১৫, ০৫:৪০:২৯ বিকাল
বাংলাদেশর প্রধান মন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্র, সংবিধান, আইনের শাসন ও মানবাধিকার সমুন্নত রাখতে অঙ্গীকারবদ্ধ।জাতি কি লজ্জিত নয়..? জাতি লজ্জিত
পতিত স্বৈরাচারের পিঠে চড়ে আরেক স্বৈরাচার সেই পতিত স্বৈরাচারের পতন দিবসে বাণী দেয়। এর চেয়ে লজ্জাজনক হাস্যকর কৌতুক আজকের এ ঐতিহাসিক দিনে জাতির জন্য আর কি হতে পারে।
ধিক জানাই বর্তমান স্বৈরাচারের এ লজ্জাজন বাণীকে (গণমাধ্যমে পাঠানো এক বাণীতে শেখহাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্র, সংবিধান, আইনের শাসন ও মানবাধিকার সমুন্নত রাখতে অঙ্গীকারবদ্ধ।
স্বৈরাচারী শাসন উৎখাত করে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোট ও মৌলিক অধিকারসমূহ প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘ সংগ্রাম করেছেন উল্লেখ করে প্রধান মন্ত্রী শেখ হাসিনা বলেন, এ আন্দোলন-সংগ্রামে দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
নূর হোসেন, বাবুল, ফাত্তাহ, ডা. মিলনসহ অগণিত গণতন্ত্রকামী মানুষ আত্মাহুতি দেন। স্বৈরাচারী শাসক গণআন্দোলনের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়।
শহিদদের রক্তের বিনিময়ে অর্জিত হয় গণতন্ত্র। এ অর্জন ধরে রাখতে আমরা বদ্ধপরিকর। বাণীতে শেখ হাসিনা দেশবাসীর এই স্বতঃপ্রণোদিত ত্যাগ ও অধিকার রক্ষায় আপসহীনতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে
গণতন্ত্র ও অধিকার আদায়ের সকল আন্দোলনে জীবনোৎসর্গকারী দেশপ্রেমিক শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
বাকরুদ্ধ হয়ে যাই, লজ্জিত হই, ব্যথিত হই যখন গনতন্ত্র হরনকারী স্বৈরাচার হাসিনা নুর হোসেন, বাবুল, ফাত্তাহ, ডা. মিলনসহ এসব গনতন্ত্রের শহীদদের নাম মুখে উচ্চারন করে।
লজ্জিত আমি, লজ্জিত এসব শহীদদের বিদেহী আত্মা, তাদের পরিবার পরিজনরা, লজ্জিত পুরো জাতি। আওয়ামীলীগের গনতন্ত্র এই জাতির জন্য কি কোন দিন কোন কল্যাণ বয়ে আন্তে পারবে..?
বিষয়: বিবিধ
১২২৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মিথ্যা কথা, সত্যের মত অকপটে বলা ও তার উপর গোয়ারের মত অবিচল থাকাকে গনতান্ত্রিক বিশ্বে তথাকথিত 'রাজনীতি' হিসাবে গন্য হয় এবং তা বাড়তি 'ফ্রিডম অব স্পীস' অধিকার দিয়ে প্রটেকটেড্।
সো জাতি লজ্জিত হবে কেন? জাতি স্পীসলেস, স্তম্বিত হবে মাত্র।
বলাকে
অথর্ব অপদার্থ অশিক্ষিত মানুষজনকে ক্ষমতা দিলে
ওরা কুত্তাধিকার সমুন্নত রাখতে অঙ্গীকারবদ্ধ ।
মন্তব্য করতে লগইন করুন