তোমরা মনমরা হয়োনা, দুঃখ করোনা, তোমরাই বিজয়ী হবে, যদি তোমরা মুমিন হয়ে থাকো ৷ (সুরা আলে-ইমরান- ১৩৯) অভিযোগ ও প্রমাণ ছাড়া হত্যার রায় প্রত্যাহার করতেই হবে।।
লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ১৮ নভেম্বর, ২০১৫, ০৪:৩২:৫৮ বিকাল
মানবতা আর মানবাধীকার এবং আইনের শাসন বলতেই বাংলাদেশে আর কোন কিছুই নেই। কোন স্পষ্ট অভিযোগ ও প্রমাণ ছাড়া হত্যার রায় প্রত্যাহার করতেই হবে, ফিরিয়ে দিতে হবে বিচারবিভাগের স্বাধীনতা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারীজেনারেল জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে
প্রদত্ত প্রহসণের রায় সম্পূর্নই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কারণ তিনি কাকে হত্যা করেছেন বা কি কারণে তাকে ফাঁসীর আদেশ দেয়া হল তা জাতির কাছে স্পষ্ট নয়!
ট্রাইবুনাল,রাষ্ট্রপক্ষ জনাব মুজাহিদ কাকে হত্যা করেছেন তার কোন প্রমাণ হাজির করতে পারেনি!
আমরা এই অবিচারের তীব্র প্রতিবাদ করছি এবং জনাব আলী আহসানমুজাহিদের বিরুদ্ধে প্রদত্ত রায় বাতিল করে বেকসুর মুক্তি দিতে হবে। এটাই হবে আইনের শাসন।
এই রায় দেশের ইসলামপ্রিয় জনতার বিরুদ্ধে অন্যায় ভাবে চাপিয়ে দেয়া হয়েছে। এই নীলনঁকশা বাস্তবায়ন
করতে ক'দিন ধরে সারাদেশে অন্যায়ভাবে হাজার হাজার নিরীহ বিরোধীমতের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে।
মিথ্যা মামলা দেয়া হয়েছে। ইতোপূর্বেও জামায়াত নেতাদের জাতির সামনে বিচারের মোড়কে হত্যা ও অপমানিত করার লক্ষ্যে আওয়ামী সরকার গুম,
হত্যা ও জেল-জুলুমের পথ বেছে নিয়েছিল, যা বিবেকবান প্রতিটা মানুষের কাছেই দিবালোকর মত স্পষ্ট।
শুধুমাত্র ইসলামী সংগঠনের নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ ও সংগঠনের অগ্রযাত্রাকে বিনাশ করার জন্যই এমন
নির্লজ্জ ভয়াবহ অবিচার। কিন্তু ইতিহাস সাক্ষি সত্যপন্থীদের কখনো কেউ নির্মূল ও পরাজিত করতে
পারেনি, বরং জুলমবাজরাই নির্মূল হয়ে পরাজিত হয়েছে।
মহান পরওয়ারদিগার জানেন কিভাবে তিনি তাঁর দ্বীনের সংগঠনকে হেফাজত করবেন আর কিভাবে
আত্নসমর্পনকারীদের সম্মানিত করবেন। হয়ত তিনি কাউকে শহীদ হিসেবে অথবা কাউকে গাজী হিসেবে কবুল করতে চান।
মু'মিনরা তথা আমরা সেই দৃঢ় বিশ্বাসে তাঁরই উপর পূর্ণনির্ভরশীল। তিনিই মু'মিনদের জন্য যথেষ্ঠ।
আল্লাহ তা'য়ালা তাই তাঁর বান্দাদের উদ্দেশ্য করে বলেন-তোমরা মনমরা হয়োনা,দুঃখ করোনা তোমরাই বিজয়ী হবে,যদি তোমরা মুমিন হয়ে থাকো ৷ (সুরা আলে-ইমরান-আয়াত ১৩৯)
জীবনতো একটাই, সেই জীবন আল্লাহর রাহেকুরবানি দেয়ার চাইতে সৌভাগ্য আর কি হতে পারে। আল্লাহ সর্বশক্তিমান! আল্লাহ মহান আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক। হে আল্লাহ তোমার গোলাম আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ভাইকে দুনিয়া এবং আখেরাতের উভয় কল্লাণ দান করুন।
বিষয়: বিবিধ
১৫২৫ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কারণ এতদিন ধরে তারা নেতাদের ৭১ এ কৃত কু-কর্মের জন্য নিন্দিত হত , মাইর খেত ।
এই বিচারের মাধ্যমে জামায়াত শাপমুক্ত হচ্ছে ।
মন্তব্য করতে লগইন করুন