ইসলামই কালজয়ী আদর্শ তা সর্বদাই বিজয়ী থাকবে,আর এই আর্দশই উম্মতের একমাত্র রক্ষাকবচ...!

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ১৫ নভেম্বর, ২০১৫, ০৪:৫৮:২৪ বিকাল

ইসলাম এবং শুধূ ইসলামই হল সীরাতুল মুসতাকিম তথা সফলতার একমাত্র সরল পথ।আর এটাই হল উম্মাতে মুসলিমার একমাত্র রক্ষাকবচ। মুসলমান তথা ইসলামপন্থী মুসলিম উম্মাহর সম্মান ও মর্যাদা একমাত্র ইসলামেই নিহিত।

আমিরুল মু'মিনিন হযরত ওমর ফারুক(রাঃ)এর এই বাণী সর্বদাই আমাদের সামনে থাকা চাই। তিনি বলেছিলেন আমরা রাখাল ছিলাম,আমরা একসময় অপদস্থ ছিলাম। সুতারাং আল্লাহ তায়ালা আমাদেরকে ইসলামের বদৌলতে সম্মানিত করেছেন।

আজ মুসলিম উম্মাহ যদি ইসলামকে ধারণ করে থাকে, ঈমান ও তার দাবিসমূহের উপর অটল থাকে ঈমানের গুণে গুণাম্বিত হয় তাহলে নিঃসন্দেহে এই জাতিই সফল ও বিজয়ী থাকবে চিরদিন।

ইসলাম সর্বদাই জয়ী, ইসলাম কখনো পিছিয়ে যায়না। কখনো তার পরাজয় নেই।তবে উম্মাতে মুসলিমার দেখা দরকার নিজেদের প্রকাশ্য ও গোপনে ইসলামের শিক্ষা ও নবীজি (সাঃ) এর উত্তম আর্দশ কতটুকু বাস্তব জীবনে বাস্তবায়ন করেছি।

বিষয়: বিবিধ

১১০৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

349837
১৫ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৬
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৫ নভেম্বর ২০১৫ রাত ০৮:৪০
290314
কুয়েত থেকে লিখেছেন : ভালো লাগার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।আমাদেরকে ইসলামের বাস্তব অসুসারী হতেই হবে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File