দেখে আসলাম প্রিয় বাংলাদেশ তথা ডিজিটাল বাংলার ক্ষতবিক্ষত চিত্র। এই দেশ কবে উন্নত হবে..??

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ০৭ নভেম্বর, ২০১৫, ০৫:০৩:১৪ বিকাল

প্রিয় আমার জন্মভুমি, আমার প্রিয় বাংলাদেশ। আল্লাহর অপুরন্ত নেয়ামতে ভরপুর এইদেশ, আল্লাহ যেন তার নিজ হাতেই সাজিয়েছেন রুপশী এই বাংলাকে। পৃথিবীর বহুদেশ দেখেছি, আমার প্রিয় বাংলাদেশের মত এত সুন্দর দেশ কোথাও দেখিনি।

একমাস ১৭দিন দেশে ছুটি খাটিয়ে আসলাম, যা দেখলাম রাস্থা ঘাটের যে ক্ষতবিক্ষত অবস্থা তার উপর এরই নাম ডিজিটাল বাংলাদেশ। উন্নত বিশ্ব যারা দেখেনি তারা বলেন দেশ আগের চেয়ে অনেক উন্নত হয়েছে।

হাঁ কিছুতো হয়েছে, কিন্তু ৩৪ বৎসর প্রবাশ জীবন কাটানোর পরও দেশে একেবারে চলেযেতে পাছিনা। প্রতি বছর ৩/৪ বার যেতেই হয় প্রিয় দেশে প্রিয় আপনজনের কাছে। যারা আমাদের নিকটে মালইশিয়া অতবা অন্যকোন দেশ দেখেছেন তারাই বুঝবেন উন্নতদেশ কাকে বলে।

তাহলে আমাদের দেশের মানুষ কি খারাপ না আমাদের দেশের ৯৮% মানুষ ভাল, খারাপ শুধু ২% লোক। এই ২% খারাপ তথা অসৎ লোক আমাদের সকল সমশ্যার মূল এরাই দেশের নেতৃত্ব দিচ্ছে। হে আল্লাহ এই জাতি কবে মুক্তিপাবে এই ২% অসৎ লোকের নেতৃত্ব থেকে...?

বিষয়: বিবিধ

১৩৯৬ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

348802
০৭ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:২৬
জেদ্দাবাসী লিখেছেন : ইসলামি সব শক্তিগুলি এক হতে পারলেই অসৎ লোকের নেতৃত্ব থেকে দেশকে মুক্ত করা সম্ভব হবে ইনশাআল্লাহ!

জাযাকাল্লাহ খায়রান
০৮ নভেম্বর ২০১৫ দুপুর ০১:৫২
289619
কুয়েত থেকে লিখেছেন : আপনাকে ধন্যবাদ ইসলামি শক্তিগুলু যতদিন কুরআন সুন্নাহকে নিয়ে অগ্রধিকারের ভিত্তিতে একতা বদ্ধ হবেনা ততদিন তারাও সফল হবেনা। ব্যক্তি সার্থ্য পরিহার করে বৃহত্বর ঐক্য গড়তে পারলেই সাফল্য আসবেই।
348814
০৭ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৩৬
আফরা লিখেছেন : জী কথা ঠিক বেশির ভাগ মানুষ ই ভাল কিন্তু অল্প কিছু লোক খারাপ আর এরাই দেশের নেতৃত্ব দিচ্ছে তাই দেশের কোন উন্নতি হচ্ছে না । ধন্যবাদ ।
০৮ নভেম্বর ২০১৫ দুপুর ০১:৫৭
289620
কুয়েত থেকে লিখেছেন : বাংলাদেশের বেশীর ভাগ সাধারণ মানুষ অল্পে তুষ্ঠ এবং অনেক ভাল অন্যজাতির চেয়ে। যারা হাজার কটি টাকা লুট করছে তাদের জন্যই আমরা অনেক পিচনে। প্রয়োজন সৎ নেতৃত্ব। আপনাকে ধন্যবাদ
348829
০৭ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আসলেন গেলেন সব চুপচাপ!!
উন্নত দেশ দেখার সেীভাগ্য হয়েছে সিঙ্গাপুর। তার অপরপিঠ টাও দেখেছি। আমাদের একমাত্র দুর্বলতা একতা।
০৮ নভেম্বর ২০১৫ দুপুর ০২:০৩
289622
কুয়েত থেকে লিখেছেন : হঠাৎ করেই যেতে হলো আপনাকে অসংখ ধন্যবাদ। ইন্ শাআল্লাহ একতা হবে তবে আল্লাহর রজুকে ঐক্যবদ্ধ ভাবে সকলেই ধারণ করতে হবে।
348843
০৭ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৭
শেখের পোলা লিখেছেন : চেষ্টা না করলে আল্লাহ কারও কোন পরিবর্তন করেন না৷ তাই ৯৮% লোক যেদিন সমবেত চেষ্টা করবে,সেদিন হয়ত পরিবর্তন আসবে৷
০৮ নভেম্বর ২০১৫ দুপুর ০২:০৯
289625
কুয়েত থেকে লিখেছেন : চেষ্টা অবশ্যই করতে হবে আমাদের একতা বদ্ধ হতে হবে কুরআন সুন্নাহ ভিত্তিক। তাহলেই আল্লাহ এই জাতির ভাগ্য পরিবর্তন করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ
348920
০৮ নভেম্বর ২০১৫ দুপুর ১২:৪৩
রক্তলাল লিখেছেন : পরিহাসটা হল - যারাই ডিজিটাল লুটপাট করছে তারা উন্নত বিশ্বে মাসের আগে পিছে করে ভ্রমণ করে নিয়মিত।

নিয়ে আসে দামি পোশাক, মদ এসব। 'উন্নত' জিনিষগুলো ওরা একবারও সাথে আনেন না।

০৮ নভেম্বর ২০১৫ দুপুর ০২:১৬
289627
কুয়েত থেকে লিখেছেন : ডিজিটাল নামধারীরা অসৎ বলেই তো আমাদের দেশের আজ এই দুরঅবস্থা ওরাতো পচা জিনিস গুলোকেই উন্নতমনে করেন। অতচ আমাদের পোশাক উন্নত দেশে গুলো ব্যবহার করেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File