হে আকাশ ও পৃথিবীর মালিক! যারা তোমর পবিত্র ঘরে হজ্ব করতে গিয়ে শহিদ হয়েছেন তাদের স্বজনদের ধর্য্য ধারনের তাওফিক দিন।

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ১২ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:৩০:৩৭ বিকাল

পবিত্র হেরেম শরিফে মক্কায় ক্রেন দুর্ঘটনায় যে সকল হাজী সাহেব প্রাণ হারিয়েছেন নিশ্চই তাদের জন্য সুসংবাদ। কারন তারা শহিদ হয়েছেন। শহিদী মৃত্যু শ্রেষ্ট মৃত্যু যা সকলের নসিব হয়না।

উল্লেখ্য যে, গত ১১/৯/২০১৫ তারিখ, শুক্রবার সন্ধা ৫:১০ এ পবিত্র মক্কা শরীফের মসজিদুল হারাম সম্প্রসারণ কাজে ব্যবহৃত মধ্যপ্রাচ্যের সবেচেয় বড় ক্রেনটির অংশ বিশেষ প্রচণ্ড ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের কারণে ভেঙ্গে পড়ে মাতাফে তথা তাওয়াফের স্থানে।

আর তাতে সর্ব শেষ খবর অনুযায়ী ১০৭ জনের প্রাণহানী ঘটে এবং ২৩৮ জন আহত হন।

إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

এ মৃত্যু সাধারণ মৃত্যু নয় বরং শাহাদাতের মৃত্যু ইনশাআল্লাহ যে মৃত্যু প্রতিটি মুমিনের প্রত্যাশা। কারণ, এ মৃত্যু সংঘটিত হয়েছে

১। জুমার দিনে (রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমার দিনে বা জুমার রাতে মৃত্যুকে কবরের আযাব থেকে নিষ্কৃতি লাভের কারণ হিসেবে উল্লেখ করেছেন।- তিরমিযী, হাসান)

২। জুমার দিনের শেষ সময়ে (যা দুয়া কবুলের সময়)

৩। পৃথিবীর শ্রেষ্ঠতম এবং আল্লাহর সবচেয়ে প্রিয় ও পছন্দনীয় শহরে ৪। পৃথিবীর শ্রেষ্ঠ ঘর কাবার পাশে

৫। হজ্জের মত অন্যতম শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে

৬।হজ্জের অন্যতম শ্রেষ্ঠ আমল তওয়াফ রত অবস্থায়

৭।ইহরাম পরিহিত অবস্থায় রাসূল (সাঃ) বলেছেন: যে ব্যক্তি ইহরাম অবস্থায় মৃত্যু বরণ করবে কিয়ামতের দিন সে লাব্বাইক..পাঠ করতে করতে উঠবে।

৮।বৃষ্টি রত অবস্থায় (বৃষ্টি হল আল্লাহর রহমত) বৃষ্টির পানি শহীদের রক্ত ধুয়ে দিচ্ছে!

৯। ক্রেন ধ্বসে মৃত্যু (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন কিছু ধ্বসে বা কোন কিছুর চাপা পড়ে মৃত্যুকে শহীদী মৃত্যু হিসেবে আখ্যায়িত করেছেন।

১০। সারা বিশ্বের অগণিত মুসলিম এ দুর্ঘনায় নিহতের জন্য দুয়া করছেন, আল্লাহ তায়ালা যেন তাদেরকে ক্ষমা করে দেন এবং তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নেন।

এভাবেই আল্লাহ যার কল্যান চান তাকে বিশেষভাবে মর্যাদার অধিকারী করেন। আমরাও আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে দুয়া করি, মহান আল্লাহ তায়ালা তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নিন। আমীন।

সেই সাথে নিহতের শোক সন্তোপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা-আল্লাহ তায়লা যেন তাদেরকে ধৈর্য ধারণের তাওফীক দান করেন।

আহতের জন্য দুয়া করছি তিনি যেন, তাদেরকে আশু আরগ্য দান করেন এবং তাদের গুনাহ-খাতা মোচন করে পরকালের ভয়াবহ শাস্তির হাত থেকে রক্ষা করেন। আমীন ইয়া রাব্বুল আলামিন।

বিষয়: বিবিধ

১৪৮৮ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

341262
১২ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:৩৫
হতভাগা লিখেছেন : আমিন , ছুম্মা আমিন
১২ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:৩৮
282690
কুয়েত থেকে লিখেছেন : আমিন আল্লাহ আপনার দোয়া কবুল করুন আমিন। ধন্যবাদ আপনাকে।
341293
১২ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন।
আল্রাহতায়লা তাদের শহিদি দরজা দিন।
১৩ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৩৮
282859
কুয়েত থেকে লিখেছেন : আল্লাহ আপনার দোয়া কবুল করুন আমিন। যাজাকাল্লাহু খাইর
341294
১২ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৬
শেখের পোলা লিখেছেন : আমিন৷
১৩ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৩৯
282860
কুয়েত থেকে লিখেছেন : আমিন সুম্মাআমিন। ধন্যবাদ আপনাকে
341302
১২ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৫৩
অপি বাইদান লিখেছেন : যিনি নিজ ঘরে নিজের অতিথি'দের নিরাপত্তা দিতে পারেন্না তিনি " আকাশ ও পৃথিবীর মালিক"!!!???

Rolling on the Floor Rolling on the Floor
১২ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:৫৩
282755
মাটিরলাঠি লিখেছেন : @অপি, আপনি কি নাস্তিক?
১৩ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০১
282863
কুয়েত থেকে লিখেছেন : হা নিরাপত্তা তিনি টিকই দিচ্ছেন। এখানেও শিক্ষা ও পরিক্ষার বিষয় রয়েছে। শহীদি মৃত্যুতো আর সকলের কপালে জোটেনা। যারা শহিদ হয়েছেন তাদেরতো কপাল শতকোটি গুন ভাল।
১৩ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১০
282873
কুয়েত থেকে লিখেছেন : হা নিরাপত্তা তিনি টিকই দিচ্ছেন। এখানেও শিক্ষা ও পরিক্ষার বিষয় রয়েছে। শহীদি মৃত্যুতো আর সকলের কপালে জোটেনা। যারা শহিদ হয়েছেন তাদেরতো কপাল শতকোটি গুন ভাল।
341468
১৩ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১২
কুয়েত থেকে লিখেছেন : @মাটিরলাঠি অপি নিজেকে প্রকাশ করার জন্যই কাজ করছে আরকি! কত নাস্তিক দেখলাম কারো পরিনতিতো ভাল দেখলামনা!আপনাকে ধন্যবাদ
১৩ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১৯
282875
অপি বাইদান লিখেছেন : মুমিন'দের পরিবিতি খুব ভাল। সাগরে ঝাপ দিয়ে ইহুদী-নাসারার ইউরোপে চলে যায়। তারপর খেয়েদেয়ে মোটাতাজা হয়। কি হয় না?
১৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:৫১
282922
কুয়েত থেকে লিখেছেন : ইউরুপ বুঝি ইহুদীদের ?আপনিকি জানেন না ইহুদীদের যে কোন দেশ নেই?ওরা তো নাস্তিকদের মতই পরগাছা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File