ডাঃ জাকির নায়েক প্রতিবেশী প্রিয় বাংলাদেশে অনেক বার আসার চেষ্টা করেও আসতে পারেন নি..! কিন্তু কেন..?
লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ২৯ আগস্ট, ২০১৫, ০৩:৫৮:০৭ দুপুর
2009 সালের ডিসেম্বর মাসে , পীস কনফারেন্সে জাকির নায়েক ঘোষনা দিয়েছিলেন যে তিনি পীস
টিভি বাংলা খুলতে যাচ্ছেন,, যার ফলস্রুতিতেই 2011 সালের দিকে পীস টিভি বাংলার সম্প্রচার শুরু হয়।
আর পীস টিভি বাংলা খোলার ঘোষনা দেবার পর
থেকেই তিনি অনেক চেষ্টা করেছিলেন এই দেশে আসতে, কিন্তু বাংলাদেশের সরকার তাকে ভিসা দেয়নি! কেনই বা দিবে? দাদারা হয়তো অনুমতি দেয়নি ভিসা দেওয়ার জন্য।
ডাঃ জাকির নায়েক দ্বীনের দাওয়াত দিতে তিনি এই পর্যন্ত 150 টি দেশে যেতে পেরেছেন,, কিন্তু উনার পাশের দেশ বাংলাদেশে আসার সুযোগ পাননি..! কি ভাবে পাবেন..? এ দেশ যে ইসলামের বিসিষ্ট খাদেমরাই দেশ শাসন করছেন।
2014 সাল, অর্থাৎ গত বছরে, প্রখ্যাত আলেম ও দাঈ ড. বিলাল ফিলিপসের বাংলাদেশে আসার কথা ছিলো, কিন্তু তাকেও এই দেশে ডুকতে দেয়া হয়নি! কি ভাবে দিবেন..? প্রভুরা যদি নারাজ হয়ে যায়..?
তাই তাকে এই মহান দীনের দায়িকে এয়ারপোর্ট থেকেই ফেরত পাঠিয়ে দেয়া হয়েছিলো। মূলকথা হলো,ডাঃ জাকির নায়েক কিংবা ড.বিলাল ফিলিপসের মতো বিখ্যাত ইসলামি চিন্তাবিদদের
বিশ্বের বিভিন্ন দেশে লেকচার দেবার সুযোগ হলেও , শতকরা 90 ভাগ মুসলিম প্রধান এই বাংলাদেশে আসার সুযোগ হয়নি..!
আজ আবার ফেসবুক ও বিভিন্ন মাধ্যমে শুনলাম এইবার নাকি এই বাংলাদেশেই সানিলিওনের
মতো কোথাকার কোন পতিতা আসবে! হাঁ তারা আসলেতো দাদারা খুবই খুশীহন, তাই দাদাদেরকে তো খুশী রাখতেই হয়।
আমাদের শুধু আফসোস করা ছাড়া কোন
কাজ নেই,, নব্বই ভাগ মুসলিম প্রধান
এইদেশে মুসলিমদের ইমান আক্বিদা ধ্বংশকারীরা আসার সুযোগ পায় অথচ, দ্বীনের দায়ীরা আসার সুযোগ পায় না.। আগামীতে পাকে তো..?
বিষয়: বিবিধ
১৬৮৫ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন