ডাঃ জাকির নায়েক প্রতিবেশী প্রিয় বাংলাদেশে অনেক বার আসার চেষ্টা করেও আসতে পারেন নি..! কিন্তু কেন..?

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ২৯ আগস্ট, ২০১৫, ০৩:৫৮:০৭ দুপুর

2009 সালের ডিসেম্বর মাসে , পীস কনফারেন্সে জাকির নায়েক ঘোষনা দিয়েছিলেন যে তিনি পীস

টিভি বাংলা খুলতে যাচ্ছেন,, যার ফলস্রুতিতেই 2011 সালের দিকে পীস টিভি বাংলার সম্প্রচার শুরু হয়।

আর পীস টিভি বাংলা খোলার ঘোষনা দেবার পর

থেকেই তিনি অনেক চেষ্টা করেছিলেন এই দেশে আসতে, কিন্তু বাংলাদেশের সরকার তাকে ভিসা দেয়নি! কেনই বা দিবে? দাদারা হয়তো অনুমতি দেয়নি ভিসা দেওয়ার জন্য।

ডাঃ জাকির নায়েক দ্বীনের দাওয়াত দিতে তিনি এই পর্যন্ত 150 টি দেশে যেতে পেরেছেন,, কিন্তু উনার পাশের দেশ বাংলাদেশে আসার সুযোগ পাননি..! কি ভাবে পাবেন..? এ দেশ যে ইসলামের বিসিষ্ট খাদেমরাই দেশ শাসন করছেন।

2014 সাল, অর্থাৎ গত বছরে, প্রখ্যাত আলেম ও দাঈ ড. বিলাল ফিলিপসের বাংলাদেশে আসার কথা ছিলো, কিন্তু তাকেও এই দেশে ডুকতে দেয়া হয়নি! কি ভাবে দিবেন..? প্রভুরা যদি নারাজ হয়ে যায়..?

তাই তাকে এই মহান দীনের দায়িকে এয়ারপোর্ট থেকেই ফেরত পাঠিয়ে দেয়া হয়েছিলো। মূলকথা হলো,ডাঃ জাকির নায়েক কিংবা ড.বিলাল ফিলিপসের মতো বিখ্যাত ইসলামি চিন্তাবিদদের

বিশ্বের বিভিন্ন দেশে লেকচার দেবার সুযোগ হলেও , শতকরা 90 ভাগ মুসলিম প্রধান এই বাংলাদেশে আসার সুযোগ হয়নি..!

আজ আবার ফেসবুক ও বিভিন্ন মাধ্যমে শুনলাম এইবার নাকি এই বাংলাদেশেই সানিলিওনের

মতো কোথাকার কোন পতিতা আসবে! হাঁ তারা আসলেতো দাদারা খুবই খুশীহন, তাই দাদাদেরকে তো খুশী রাখতেই হয়।

আমাদের শুধু আফসোস করা ছাড়া কোন

কাজ নেই,, নব্বই ভাগ মুসলিম প্রধান

এইদেশে মুসলিমদের ইমান আক্বিদা ধ্বংশকারীরা আসার সুযোগ পায় অথচ, দ্বীনের দায়ীরা আসার সুযোগ পায় না.। আগামীতে পাকে তো..?

বিষয়: বিবিধ

১৬৮৫ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

338447
২৯ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:২৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভারত সরকারও ডঃ জাকির নায়েক কে উপমহাদেশের দেশগুলিতে যেতে নিরুৎসাহিত করে। আর এই দেশ এর সরকার এর কথা তো না বলাই ভাল!
২৯ আগস্ট ২০১৫ রাত ০৯:৫০
279973
কুয়েত থেকে লিখেছেন : আপনি টিকই বলেছেন আসলে কোন মুসলিম দেশই ইসলামের শাসন ব্যবস্থানেই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ
338465
২৯ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৩৪
শেখের পোলা লিখেছেন : আগামির কথা আল্লাহ জানেন৷ বর্তমানে কোন বিশিষ্ট ইসলামী চিন্তবীদ বিশেষ করে যাদের হাত ধরে অনেক অমুসলীম মুসলীম হয়েছে বা হতে পারে আর অনেক মুসলীম যারা ভণ্ড পীর ও ধর্ম ব্যবসায়ীর ব্যবসার মূলধন না হয়ে সঠিক ইসলামকে চিনে ফেলে তা হতে দেওয়া হবে না৷ এই ভিসা না দেওয়া বা এয়ার পোর্ট থেকে ফেরত দেওয়ার প্রতবাদে ৯০ জন মুসলীমেের দেশের কোন মুসলীম দল এগিয়ে এসেছিল বলেও আমার জানা নাই৷ তবে অন্ততঃ সানি লিওনের বিপক্ষে রাস্তায় নামতে দেখা গেছে৷ দাদারা যদি এতে জড়িত থাকত তবে পিস টিভি অনেক আগেই বন্ধ হয়ে যেত৷ ধন্যবাদ৷
২৯ আগস্ট ২০১৫ রাত ০৯:৫৪
279974
কুয়েত থেকে লিখেছেন : আসলে ইসলামের ক্ষতি সবচেয়ে বেশী করেছে মুসলমানেরাই। অনেক মুসলীম যারা ভণ্ড পীর ও ধর্ম ব্যবসায়ীর ব্যবসার মূলধন হয়ে সঠিক ইসলামকে চিনে ফেলে তা হতে দেওয়া হবে না তার জন্য যত বিরুধীতা করা যায় তা মুসলমানেরাই করছে। আপনাকে ধন্যবাদ
338467
২৯ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৩৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : একদিন অবশ্যই উনি আসবেন,...
২৯ আগস্ট ২০১৫ রাত ০৯:৫৫
279975
কুয়েত থেকে লিখেছেন : আল্লাহ আপনার দোয়া কবুল করুন আমিন।
338490
২৯ আগস্ট ২০১৫ রাত ০৮:৩৪
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ডাঃ জাকির নায়েককে ভিসা দেয়নি বা আসতে চেষ্টা করেছেন তার তথ্য প্রমাণ যোগ করে দিন প্লিজ।
২৯ আগস্ট ২০১৫ রাত ১০:০৪
279976
কুয়েত থেকে লিখেছেন : ডাঃ জাকির নায়েকের সাথে আমার একবারই দেখাহয়েছে যখন তিনি কুয়েত এসেছিলেন। তখন আমি মুহতারাম কে বাংলাদেশের কথা বলেছিলাম। তখন তিনি বলেছিলেন তাহার খুবই ইচ্ছা তবে ভিসা পাননি। আপনাকে ধন্যবাদ
২৯ আগস্ট ২০১৫ রাত ১১:২৯
279988
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : দুঃখজনক
338553
৩০ আগস্ট ২০১৫ সকাল ০৯:২৩
এলিট লিখেছেন : That is a rumor - Click this link
৩০ আগস্ট ২০১৫ দুপুর ০২:২২
280065
কুয়েত থেকে লিখেছেন : কথায় আছেনা হুজুগে বাংগালী। আমরা কাজের চেয়ে অকাজ করি বেশী। এক জনে রুজী করি সবাই মিলে খাই, পরে দেখা যায় যে কাজ করে তার কিছুই নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File