হায়রে মুসলিম বাংলাদেশ..!প্রতি বছর গরীব মুসলীম লোকেরা মারা যায় বড়লোকের যাকাতের কাপড় আনতে গিয়ে..!
লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ১৩ জুলাই, ২০১৫, ০৬:৩৪:১৪ সন্ধ্যা
বাংলাদেশ কি গরীব দেশ? বাংলাদেশ আল্লাহর নেয়ামতে ভরপুর পৃথিবীর ২য় বৃহত্বম মুসলীম দেশ। যে দেশটিতে রয়েছে পৃথিবীর সকল সম্পদের অংশ। আর মহান আল্লাহ বলেছেন যদি জনপদের লোকেরা ঈমান আনতো এবং ত্বাকওয়ার নীতি অবলম্বন করতো তাহলে আমি আসমানের সমস্থ নেয়ামত এবং জমিনের সমস্থ নেয়ামত তোমাদের জন্য বের করে দিতাম।
বাংলাদেশে যে সম্পদ মানুষের কাছে রয়েছে, তার সঠিক যাকাত আদায় হলে এবং সুষ্ঠ ভাবে তা বন্টন হলে বাংলাদেশে একজন ও গরীব থাকার কথা নয়। কিন্তু তা করবে কে? দেশের চোর ডাকাত লম্পট লুটেরা কি তা করবে?
প্রতি বছর গরীব লোকেরা মারা যায় বড়লোকের যাকাতের কাপড় আনতে গিয়ে। আর আমরা দেশ বাসী সেটা দেখি আর আফসোস করি। গরীব মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার এ অধিকার কে দিয়েছে তাদেরকে?
জীবন ও সম্পদের মালিক আল্লাহ। আল্লাহ তায়ালা ধনীদের সম্পদে একটি অংশ রেখে দিয়েছেন গরীবের জন্য । গরীবদের সহযোগিতার নামে, করূণার নামে এমন তামাশা করতে আল্লাহ বলেন নি।
ধনীরা গরীবদের ন্যায্য পাওনা স্বেচ্ছায় পরিশোধ করবেন। অন্যথায় তারা গরীবের অংশ আত্মসাতের দায় আসামী হবেন। এটাই ইসলামের বিধান। আজ আমরা ইসলামের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য সে ধরনের মানুষদেরকে বাছাই করিনা।
কাজেই এমন মর্মান্তিক মৃত্যুর কাহিনীও শেষ হবে না। তাই আসুন ! গরীব ভাইদেরকে কুরআনের শিক্ষায় আলোকিত করে যাকাত ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে ঝাপিয়ে পড়ি।
এমনিতেইতো মরতেছি, আল্লাহর রাস্তায় তাঁর দীন প্রতিষ্ঠার সংগ্রামে, গরীবদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য দীনের পথেই মৃতু বরণ করি। এ পৃতিবীতে আর শান্তি হবে না, যদি না খুলাফায়ে রাশেদীনের অনুসরনে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা তৈরী করতে পারি।
আল্লাহ তুমি আমাদেরকে কুরআনের আলোকে দেশ গড়ার মন মানসিকতা তৈরী করে দাও।
বিষয়: বিবিধ
১৪৯৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন