হিন্দুরা নিজেরাই তাদের ধর্ম সম্পর্কে কিছুই জানেনা, এমনকি তাদের ধর্মীয় গিতাও শতকরা একজনও পড়েনি।
লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ১০ ডিসেম্বর, ২০১৪, ১১:১৩:৫৭ রাত
ভারতে মুসলমানদেরকে জোর করে মুসলমান বানানোটা হাষ্যকর ছাড়া কিছুই নয়। কারন তারা নিজেরাই নিজেদের ধর্ম সম্পর্কে কিছুই জানেনা। এবং পৃথীবির মানুষের জন্য এই ধর্মে কোন কল্যাণ আছে কিনা তা হিন্দুরাও বলতে পারবেনা।
আমি হিন্দু ধর্মের বিরুধিতা করছিনা এবং করবোও না। এটা তাদের পৈত্রীক ধর্ম। তাদের সাথে আমাদের সুসর্ম্পক থাকবে মানুষ হিসেবে। কিন্তু চাপের মুখে ধর্মান্তরিত করার অধিকার ও কারো নেই
চাপের মুখে ধর্মান্তরিত হন সেই মুসলমানরা
ভারতে হিন্দুধর্মে ধর্মান্তরিত হওয়া মুসলমানদের অনেকেই জানিয়েছেন, তারা মুসলামানই আছেন। জোর করে হুমকি দিয়ে তাদের দিয়ে ধর্মান্তর অনুষ্ঠানে হাজির করা হয়েছে।
ধর্মান্তরিতকরণ অনুষ্ঠানে যোগ দেয়া ফারহান নামের এক বস্তির বাসিন্দা বলেন, যখন ৪০ জন মিলে আপনার মাথার উপর চড়াও হবে, তখন তারা যাই বলবে তাই আপনাকে মানতে হবে।
২০০ মুসলমানের ধর্মান্তর অনুষ্ঠানে নেতৃত্ব দেয়া ইসমাইল বলেন, আমরা গরিব তাই, আমাদের যে যা ইচ্ছা তা করতে পারে। ধর্ম এবং ধর্মান্তরিত হবার জন্য তো আমরা জীবনকে হারাতে পারি না।
ধর্মান্তরিত অনুষ্ঠান শেষে গতকাল মঙ্গলবারও নামাজ আদায় করেছেন উল্লেখ করে ইসমাঈল বলেন, হিন্দুরা প্রথমে এসে আমাদের বাড়ি ঘর খালি করে দেবার হুমকি দেয়। এ জমিগুলো হিন্দুদের মালিকানায়। পরে তারা জানায়, যদি আমরা হিন্দু হই তাহলে আমাদের বাড়িতে থাকতে দেবে এবং বাচ্ছাদের স্কুলে যেতে দেবে।
তিনি জানান, রেশন কার্ডের সুবিধার লোভেও অনেকে ধর্মান্তরিত হতে আকৃষ্ট হয়েছে।
ধর্মান্তর অনুষ্ঠানের আয়োজক বজ্রং দলের কর্মী অজু চোওহান বলেন, এখানে ভয় দিয়ে কোনো কিছু করা হয়নি। যারা ধর্মান্তরিত অনুষ্ঠানে যোগ দিয়েছিল তাদের পূর্বসুরিরা হিন্দু ছিলেন। তাদের রেশন কার্ডের কিংবা বাড়ির কোনো লোভ দেখানো হয়নি। তারা পরিচ্ছন্ন একটা জীবনের শুরু করতে চেয়েছে।
এ বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেট পঙ্কজ কুমার বলেন, ধর্মান্তর অনুষ্ঠানের ব্যাপারে কেউ আমাকে কিছু বলেনি।
গত সোমবার আগ্রায় দুই শতাধিক মুসলমানকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করা হয়।‘ধর্ম জাগরণ সমবায় বিভাগ’ এ ধর্মান্তরকরণ অনুষ্ঠানের আয়োজন করে। এটি হিন্দু জাতীয়তাবাদী সংগঠন ‘রাষ্ট্রীয় সোয়ামসেবক সংঘ’(আরএসএস) এর শাখা সংগঠন।
‘পুরখন কি ঘর বাপসি’ শিরোনামের এ অনুষ্ঠানে ৫৭ টি মুসলিম পরিবারের ২০০ এর বেশি সদস্যকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করা হয়।
ক্রিস্টমাসের আগে আরো মুসলমানকে ধর্মান্তরিত করা হবে জানিয়ে আরএসএস এর বিভাগীয় প্রধান রাজেশ্বর সিংহ বলেন, “এই ক্রিস্টমাসের মধ্যে আলীগরে আরো ৫০০০ মুসলমান ও খ্রিস্টানকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করা হবে।”
তিনি জানান, “আলীগরের মহেশ্বরী কলেজে এ বিশাল ধর্মান্তরকরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে।” কেউ এটা বন্ধ করতে পারবে না বলেও চ্যালেঞ্জ ছুঁড়ে দেন সিংহ।
অনুষ্ঠানে পুরোহিতরা মন্ত্র পড়েন, আর ধর্মান্তরিত মুসলমানরা মূর্তির পা ধুয়ে দিয়ে হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়। এরপর তাদের কপালে সিন্দুর পড়িয়ে দেয়া হয় এবং প্রসাদ খেতে দেয়া হয়।
আনুষ্ঠানিকতা শেষে আরএসএস এবং বজ্রং দলের কর্মীর নতুন হিন্দুদের একটা মন্ত্র শিখিয়ে দেন এবং সারাদিন তা জপার নির্দেশনা দেয়। এরপর নতুনদের ভোটার হবার ও অন্যান্য সুবিধার জন্য একটি তালিকা করে সংগঠনগুলো।–টাইমস অব ইন্ডিয়া।
হিন্দু একটা ধর্ম মাত্র এই ধর্মে স্থায়িত্ব বলতে কিছুই নেই। গরুর পেসাব খাওয়া থেকে শুরু করে নাচ গান লাফা লাপিই যাদের ইবাদত তাদের ধর্ম সর্ম্পকে মন্তব্য করতে চাইনা, স্বতিদাহ তো সরকারী আইনেই বন্ধ হয়েছে। আরো বহু দৃষ্টান্ত আছে তো বটেই।
আর ইসলাম হল একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। সকল সমস্যার সমধান দিয়েছেন আল কুরআন। এবং এই কুরআন পড়া তা শিক্ষা নেওয়া এবং সে আনুযায়ী জিবন পরিচালনা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ তথা অবশ্যাক।
দুঃখজনক হলেও সত্যযে আমরা নিজেরাই আমল করছি না। তাই আমাদের কপালে আরো বহু কিছু দেখার এবং দুঃখ র্দুদশাতো ভোগ করতেই হবে।
বিষয়: বিবিধ
১৮৮১ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : আপনার নিজের ধর্মই বুঝেন্না, তো অন্য ধর্মের পিছে লেগেছেন কেন?হিন্দু হচ্ছে স্রেফ কিছু সামাজিক নিদর্শন।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
দুঃখজনক হলেও সত্যযে আমরা নিজেরাই আমল করছি না।
আপনি নিজেই যেটির আমল করেন্না, সেই মুল্যহীন আবর্জনা পূর্ণাঙ্গ হয় কি করে???
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন :ভিডিও দেখুন এখানে : Click this link
মন্তব্য করতে লগইন করুন