মুসলিম নাম ব্যবহারকারী ইসলামের দোষমনরা সব সময় সুযোগ এর অপেক্ষায় থাকে...! কখন নিজের মুনাফেকি প্রকাশকরা যায়..?

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ১১ অক্টোবর, ২০১৪, ০৪:১১:২৭ বিকাল

মুসলিম নাম ব্যবহারকারী ইসলামের দোষমনরা সব সময় সুযোগ এর অপেক্ষায় থাকে, কখন নিজের মুনাফেকি প্রকাশ করা যায়..? যুগে যুগে এর বহু প্রমান ইতিহাসে পাওয়া যায়। এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ও এর বহু দৃষ্ঠান্ত রয়েছে।

যেমন দাউদ হায়দার,তছলিমা নাসরিন, শামসুর রহমান, কারো পরিনতি এই বাংলার মাটিতে ভাল হয়নি এবং বাংলার তাওহীদি জনতা তাদেরকে এই প্রিয় বাংলাদেশে স্থান দেয়নি। দেবেওনা।

অনেকে রাজনৈতীক ছত্রছায়ায় থেকে আল্লাহর প্রিয় হাবিব জনাবে রাসুলুল্লাহ (সাঃ) কে অপমান করেছে যেমনটি করেছিল বুয়েটের কুলাংগার শিক্ষক জালালী। তার জন্য জাতীয় সংসদে একমাত্র জাতির ইসলামী শ্রেষ্ঠবীর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী প্রতিবাদ করেছিলেন।

তিনি সংসদে মাত্র ২ জন এমপিকে সাথে নিয়ে জামায়াতে ইসলামীর প্রতিনিধিত্ব করছিলেন তিনি সহ মাত্র তিন জন।১৯৯৭ সালে রাসূল (সাঃ) কে অপমানের বিরুদ্ধে সংসদে প্রতিবাদের ঝড় তুলেছিলেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী।

১৯৯৭ সালের বুয়েটের শিক্ষক জালালী তখনকার শিক্ষামন্ত্রীর সাথে এক সাংবাদিক সম্মেলনে রাসূল (সাঃ) কে অপমান করে বলেছিলেন যে, আরব দেশের মুহাম্মদ নাম রাখলে গোটা বিশ্ববাসী নাকি তাকে সন্ত্রাসী বলে।

সেবার জামায়াতের সংসদ সদস্য ছিল মাত্র তিনজন। তার মধ্যে একজন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী। তখন বিএনপির সাথেও জামায়াতে ইসরামীর জোট হয়নি।

কোন ভয় বিতিকে পরোয়া না করেই তিনি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সাহেব যখন বাজেট বক্তৃতার সুযোগ পেলেন তখন নাস্তিক জালালী কলিাংগারের বিরুদ্ধে সংসদে ঝড় তুললেন। সেই বক্তৃতায় তিনি ব্লাসফেমী আইনের মাধ্যমে রাসূল (সাঃ) এর অপমানকারী জালালীসহ সকল নাস্তিক মুরতাদদের ফাঁসির দাবী জানান।

তখন তার অগ্নিঝড়া বক্তৃতা সহ্য করতে না পেরে আওয়ামী নাস্তিক এমপিরা চিল্লাচিল্লি করছিল। আওয়ামী সন্ত্রাসির গড ফাদার জয়নাল হাজারীতো সাঈদীকে "রাজাকার" বলেই ফেললেন।

তখনই আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সেই ঐতিহাসিক চ্যালেঞ্জ করেছিলেন। সেদিন সংসদে রাজাকার বলে মাওলানা সাঈদী সাহেবকে থামানো যায়নি।

মাওলানার বক্তৃতায় স্পিকারও প্রটেকশন দিয়ে যাচ্ছিলেন।

আজ নাস্তিক আব্দুল লতিফ যখন রাসূল (সাঃ) কে অপমান করে বক্তৃতা দিল তখন সংসদে ইসলামপন্থীদের একজন প্রতিনিধিও নেই প্রতিবাদ জানানোর মত। সংসদে আছে শুধূ গায়িকা আর নায়িকা রাই।

আজ আল্লামা দেলাওয়ার হেসোইন সাঈদীর মত একজন ইসলামপন্থী পার্লামেন্টারিয় খুব প্রয়োজন। দোয়া করি আল্লাহ যেন মাওলানাকে খুব দ্রুত জালিমের কারাগার থেকে মুক্ত করে প্রিয়নবীর (সাঃ) পক্ষে কথা বলার সুযোগ দেন।

বিষয়: বিবিধ

১৩০১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

273172
১১ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৩৬
১৪ অক্টোবর ২০১৪ রাত ০৯:১৯
218323
কুয়েত থেকে লিখেছেন : নাস্তিকদের ফাঁসি হওয়াই চাই।আপনাকে ধন্যবাদ
273174
১১ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৩৮
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন : মোরা ইন্ডীয়ার *দলাল* **রাজাকার** আওয়ামীলীগ হতে

বাংলাদেশকে বাঁচাবো বলে যুদ্ধ করি
১৪ অক্টোবর ২০১৪ রাত ০৯:১৬
218322
কুয়েত থেকে লিখেছেন : তাই..! ভালোই লাগলো ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File