মাওলানা দেলোয়ার হোসেন সাইদী সাহেবের যাবজ্জীবন তো দুরের কথা...!এক মিনিটও কি তিনি শাস্তি পাওয়ার যোগ্য...?

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ১৮ সেপ্টেম্বর, ২০১৪, ০৯:০৩:৫৪ রাত

বর্তমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব আর্ন্তজাতিক খ্যতিসম্পন্ন মুফাচ্ছিরে কুরআন হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাইদী সাহেবের যাবজ্জীবন শাস্তি তো দুরের কথা, তাহাঁর এক মিনিটও শাস্তি হতে পারেনা। এবং তিনি শাস্তি পাওয়ার যোগ্য ও নয়।

মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব জাতিকে যাহা কিছু দিয়েছে পবিত্র কুরআনের তফসির মাহফিলের মাধ্যমে তা জাতীর জনগণ চিরদিন স্বরণ রাখবেন। আজ বাংলার জনগণ তথা সকল শ্রেনির মানুষ এবং সুশীল সমাজ ও জাতির বিবেকের কাছে প্রশ্ন -

মাওলানা সাঈদী যদি হত্যা, ধর্ষন বা লুটপাটের সাথে জড়িত

থাকতেন তা হলে কি করে ---

১। তার তাফসির মাহফিলে লক্ষ লক্ষ লোক উপস্থিত হতেন ?

২। তার ইমামতিতে কিভাবে লোকজন নামায আদায় করেন ?

৩। যে সব এলাকায় সংঘটিত অপরাধের অভিযোগ

আনা হয়েছে সে সব এলাকায় তিনি কিভাবে সর্বোচ্চ সংখ্যক

ভোট পেয়ে নির্বাচিত হলেন ?

৪। তিনি ১৯৮৬ সাল পর্যন্ত

সৌদি আরবে পালিয়ে থাকলে কিভাবে ১৯৭৩ সালে ঢাকার

আর্মানিটোলায় মাহফিল করলেন ? কিভাবে ১৯৭৪

সালে মতিঝিলে তাফসির মাহফিল করলেন ? ১৯৭৪ সালে নিজ

ঠিকানায় কিভাবে পাসপোর্ট পেলেন ?

৫। তিনি কিভাবে স্বাধীনতার পর জন্মগ্রহন

কারী আলমগীর পশারির বাড়ী ১৯৭১ সালে লুট করলেন ?

৬। যার বিরুদ্ধে পিরোজপুর শহরের এত অপকর্মের

অভিযোগ তার বিরুদ্ধে পিরোজপুর শহরের কোন

সাক্ষী নাই কেন?

৭।সাঈদী সাহেব যদি প্রকৃতই পুলিশ অফিসার ফয়জুর রহমান

আহমেদ কে হত্যা করে থাকতেন তবে কেন তার

ছেলে জাফর ইকবাল, মেয়ে সুফিয়া হায়দার, জামাই

আলী হায়দার ও স্ত্রী আয়েশা ফয়েজ সাক্ষী দিতে আসলেন না ? কেন আয়েশা ফয়েজ তার মামলায় সাঈদী সাহেবের নাম উল্লেখ করেন নি ?

৮।তিনি যদি ইব্রাহিম কুট্রিকে হত্যা করতেন তাহলে তার

স্ত্রী কেন এজাহারে সাঈদী সাহেবের নাম উল্লেখ

করেন নি ?কেন তার বিরুদ্ধে অভিযোগ হয়নি ?

৯। ১৯৭১ সালের অপকর্মের জন্য ১৯৭২ সালে দালাল

আইনে লক্ষাধীক লোককে গ্রেফতার ও ৩৭ হাজারের

অধিক লোকের বিরুদ্ধে মামলা হলেও কেন

সাঈদী সাহেবের বিরুদ্ধে কোন মামলা হল না ?

১০। পিরোজপুরের কুখ্যাত রাজাকার দেলোয়ার শিকদারের

অপকর্মের বোঝা কেন সাঈদী সাহেবের উপর

চাপানোর চেষ্টা চলছে ?

১১। কলা চোর, ট্রলার চোর, যৌতুক আইনে দন্ডিত,

স্ত্রীর গলায় ছুরি চালানো ব্যাক্তির সাক্ষের উপর

ভিত্তি করে কিভাবে একজন নিরপরাধ লোককে দন্ডিত

করা যাবে ?

১২। সাঈদী সাহেব যদি সত্যিই যুদ্ধাপরাধ /

মানবতা বিরোধী কোন অপরাধ করে থাকতেন

তাহলে কেন বিগত ৪০ বছরে তার বিরুদ্ধে কোন মামলা হল

না ?

১৩। সেইফ হাউজে সাক্ষীদের দেড়মাস যাবত আটক রাখার

পরও তারা মিথ্যা বলতে রাজী না হওয়ায় তাদের অনুপস্থিত

দেখিয়ে পুলিশের নিকট দেয়া জবানবন্দীকে প্রমান

হিসাবে নিয়ে কি করে সাঈদী সাহেবের মত

ব্যাক্তিকে শাস্তি দেয়া যাবে ?

১৪। যে বিচারপতি নিজে বাইরের লোকের

সাথে শলাপরামর্শ করে বিভিন্ন অর্ডার দিয়েছেন তার

রেকর্ড কৃত সাক্ষ্য প্রমান কিভাবে নিরপেক্ষ হবে ?

১৫। যে বিচারপতি নিজেই সাঈদী সাহেবের

বিরুদ্ধে তদন্তকমিটিতে ছিলেন তার গঠনকৃত চার্য

কিভাবে নিরপেক্ষ বিচার নিশ্চিত করবে ?

১৬। যেখানে শহীদ ভাগীরথীর ছেলে গনেশ

চন্দ্র সাহা সাঈদী সাহেবের পক্ষে সাক্ষী দিল ও

বিশাবালীর ভাই শুখরঞ্জন বালীও সাক্ষী দিতে এসেছিল

কিন্তু তাকে সরকারী লোকজন অপহরন করায় সে আর

সাক্ষী দিতে পারেনি । এমতাবস্থায় উক্ত হত্যা গুলির জন্য

কিভাবে সাঈদী সাহেবকে জড়ানো যাবে ?

কে দিবে এর জবাব, আছে কি এ সকল প্রশ্নের জবাব....???

বিষয়: বিবিধ

১৬১২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

266401
১৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:২১
ভিশু লিখেছেন : একজন সম্পূর্ণ নির্দোষ মানুষ! ওয়ামা নাক্বামু মিনহুম ইল্লা আইউ'মিনু বিল্লাহিল আজীযিল হামীদ! এই চরম অন্যায়ের বিচার হবে, অবশ্যই হবে > এই দুনিয়াতে > আখিরাতেও...ইনশাআল্লাহ! এবং সেটি হবে নিরেট-নিরপেক্ষ-প্রশ্নাতীত এবং বড়ই ভয়ংকর!
ইন্না বাৎশা রব্বিকা লা শাদীদ... Praying Praying Praying
১৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৫১
210130
কুয়েত থেকে লিখেছেন : মুহতারাম,এই চরম অন্যায়ের বিচার হবেই হবে ইন্সা‌আল্লাহ, অবশ্যই হবে বড়ই ভয়ংকর শাস্তি। আপনাকে অসংখ্য ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File