আমাদের নেতারা ঘুমায় কি করে? তাদেরকি জবাব দিতে হবেনা..?
লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ২৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:০২:১৯ দুপুর
আমাদের নেতাদের চরিত্র ফুলের মত পবিত্র, কর্মীরা তো শ্লোগানে শ্লোগানে মূখের ফেণা বের করে গলা পাঠিয়ে বলে থাকেন অমুক ভাইয়ের চরিত্র ফূলের মত পবিত্র, নেতার চরিত্র কেমন তা সবার সামনেই দিনের আলোর মতই স্পষ্ট।
তার পরও কেই কিছুই বলেননা চোখ লজ্জার কারনে। নেতারতো লজ্জাভোধ থাকতে নেই। লজ্জাভোধ থাকলে আমাদের সমাজে নেতা হওয়া যায়না। সবার সামনেই নেতা বুক ফুলিয়ে চলে, সে যত অপকর্মেরই হোতা হউকনা কেন সে।
অবৈধ টাকার বিনিময়ে কর্মীবাহীনিতো তার আছেই। যা দিয়ে নেতা যেকোন কাজ সমাধা করতে পারেন। জনগণের তথা জনসাধারণের করার কিছুই নেই। নেতার কাছে যেন সকলেই অসহায়!
নেতার ধারণা সে পরে আল্লাহর কাছে মাফ ছেয়ে নিবে, আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিবেন। আমাদের বাংলাদেশে একটা কথা বহুল প্রচলিত আছে যে আল্লাহ সব মাফ করে দিবেন। সেই আসায় কিছু বেকুব পাপের বোঝা বাড়িয়েই চলেছে।
অনেকে আবার অবৈধ টাকাকে হালাল আর পাপ মোচনের জন্য হজ্বকে উপায় হিসেবেই বেছে নিয়েছে। অথচ আল্লাহ হলেন সকল বিচারকের বিচারক।আহকামুল হাকিমিন।
“হক্কুল্লাহ” আর “হক্কুল ইবাদ” একটা আল্লাহর হক আর একটা হল আল্লাহর গোলামের তথা আল্লাহর বান্দার হক। আল্লাহর হক (নামাজ, রোজা, হজব,যাকাত) আদায় না করলেও রহমানের রাহিম আল্লাহ চাইলে সব কিছু মাফ করে দিতে পারেন।
কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবেননা। আমি যদি কারও টাকা চুরি করে থাকি, কারও মনে দুঃখ দিয়ে থাকি, কাউকে অন্যায়ভাবে হত্যা করি,কারও নামে অপবাদ দেই, ঘুষ নিয়ে কাজ করি ইত্যাদি কাজের জন্য আমাকে কাল কেয়ামতের দিন সেই ব্যাক্তির কাছে মাফ নিতেই হবে।
সেদিন বিনিময়ের জন্য টাকা নয় থাকতে হবে আমল। ব্যাক্তির হক বিনষ্টের জন্য আমার আমল (পরিমান মত)তাকে দিয়ে দেওয়া হবে। এ প্রসঙ্গে একজন সাহাবী প্রশ্ন করায় রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন—আর যদি কারও কোন আমল না থাকে তবে যার হক সে নষ্ট করেছে তার খারাপ গুলো (পরিমান মতো) তাকে দিয়ে দেওয়া হবে।
আমি জানিনা আমাদের নেতারা কিভাবে রাতে ঘুমান। তাদেরকে কি আল্লাহর কাছে জবাব দিহি করতে হবেনা? তারা যে ভাবে নির্বিচারে হত্যা, অত্যাচার, দুর্নীতি, সম্পদ এবং সম্মান লুট, দেশের সম্পদ কুক্ষিগত করার পর আমাদের নেতারা কাল কেয়ামতের দিন কি নিয়ে আল্লাহর সামনে দাড়াবেন!
নেতা হওয়ার জবাবদিহিতা এবং দায়িত্ববোধের সিকি পরিমান ও যদি এদের থাকত তবে ১৬ কোটি মানুষের জীবন নিয়ে এভাবে এরা খেলতে পারতনা। জনগনের নির্লিপ্ততা এবং মুনাফেকির কারনেই জালিমরা আমাদের নেতা সেজে বসে আছে। আল্লাহ আমাদের কে ও ক্ষমা করুর।
বিষয়: বিবিধ
১৪৩৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই দেশেরই নেতাগো চেহারা এমন
যে পাত্রে রাখা হয় ভাই তাহারই ধরন।
তো তারা তালকে তিল বানাচ্ছে।
মন্তব্য করতে লগইন করুন