বিদ্রোহী ছিলাম না
লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ২৪ জানুয়ারি, ২০১৪, ০৮:৫৩:৪৭ রাত
আমি বিদ্রোহী ছিলাম না,
পরিস্থিতি অদ্য বাধ্য করেছে।
কলম থেকে বের হচ্ছে অগ্নিলাভা
আর জবান থেকে কঠোর হুঁশিয়ারী,
সাবধান! দাঙ্গা ফ্যাসাদকারী,
বাঁচতে হলে যা এদেশ ছাড়ি।
আমি সিংহের চেয়েও ভয়ংকর
গর্জনে বিশ্ব কাঁপে,
আগ্রাসী শক্তি দমনে
অগ্রসর ধাপে ধাপে।
আমি নিরস্ত্র নিরীহ মজলুম,
রাজপথে আন্দোলন গনতান্ত্রিক অদিকার।
যারা সন্ত্রাসী কায়দায় গুলি ছুঁড়ে
তাদের প্রতি ধিক্কার! ধিক্কার!!
সদা সোচ্চার।
বাপ দাদা প্রতিহত করেছিল ব্রিটিশ হানাদার,
আর আমার টার্গেট অসভ্য সব স্বৈরাচার।
শপথ খোদার, যাবনা ঘরে
দাবি আদায় না করে।
আমি অন্যায়ের ঘোর বিরোধী
অত্যাচারে নীরবে নীরবে কাঁদি,
কখনও বাদি
আবার কখনও জালিমের জেলের কয়েদি।
আমি আপোসহীন কলম যোদ্ধা
কাগজ কলমে লড়ি,
শক্তি সঞ্চয় শক্ত কলম ধরি।
সংকটে সমাধান চাও যদি
সংলাপ উম্মুক্ত অদ্যাবধি,
ছাড় গদি
না হয় তলিয়ে দিব রক্ত নদী।
আমি বহির্বিশ্বে মহা বিদ্রোহী
ভয়-ভীতির ঊর্ধ্বে ভরসা এলাহি।
বিষয়: বিবিধ
১০৮৮ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন