চুরি ডাকাতির জন্যই কি রাতের অভিজান..?
লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ১৯ জানুয়ারি, ২০১৪, ০৮:০৮:২৩ রাত
আমাদের প্রিয় বাংলাদেশকে বর্তমান সরকার কোথায় নিয়ে যেতেচায় তা জনগণ এর বুঝতে আর বাকি নাই, কিন্তু সরকার বুঝেও না বুঝার ভান করেই চলেছে। এতে করে সরকারের লাভের চেয়ে যে ক্ষতিই বেশী হচ্ছে তা তারা যেন বুঝতেই পারছে না।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বনন্দপুর গ্রামে জামায়াত-শিবিরের সঙ্গে যৌথবাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে এসআইসহ পুলিশের ২২ জন সদস্য আহত হয়েছেন। এছাড়া জামায়াত-শিবিরের শতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। ঘটনায় জামায়াত-শিবিরের সাতজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত ১২টা থেকে এই সংঘর্ষ শুরু হয়। রোববার সকাল সাড়ে নয়টায়ও সংঘর্ষ চলছিল বলে জানিয়েছে গ্রামবাসীরা। তাহলে রাত ১২টায় কেন সংর্ঘষ, চুরি ডাকাতির উদ্দেশ্য নয়তো..? গ্রামবাসীরা মানেইতো জনগণ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী সময়ে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের গ্রেফতার করতে এলাকাটিতে অভিযান চালায় যৌথবাহিনীর একটি দল।
এ সময় গ্রেফতার এড়াতে স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মী ও গ্রামবাসী একত্রিত হয়ে পুলিশ ও যৌথবাহিনীর সদস্যদের উপর ইট-পাটকেল, ককটেল ইত্যাদি নিক্ষেপ করতে শুরু করে।
সংঘর্ষ তীব্র আকার ধারণ করলে পুলিশের এসআইসহ যৌথ বাহিনীর ২২ জন সদস্য আহত হন এবং জামায়াত-শিবিরের অন্তত ১২০ নেতাকর্মী গুলিবিদ্ধ হন বলে জানিয়েছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক।
এ সময় ঘটনাস্থল থেকে তিনজনসহ পুলিশ জামায়াত-শিবিরের মোট সাত নেতাকর্মীকে গ্রেফতার করে।তাহলে যে ১২০ জন নেতা কর্মী গুলিবিদ্ধ হয়েছে তাদের ভবিষ্যত কি...? তারা কি দেশের নাগরিক নয়?
এবং যৌথবাহীনির গুলির সামনে ইটপাটকেলের মোকাবেলা দেশবাসী কি ভাল চোখে দেখছে..? যৌথবাহীনিরা কি তাহলে বাংলাদেশী..?
বিষয়: বিবিধ
১৫৬৮ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দেশে যদি যুদ্ধ লাগে তখন কি করবেন ? দেশপ্রেম তো দেশের বাইরেই বেশী , দেশে আসতে আসতে যদি তা কমে যায় !
সেই রাজাকারকে মখার দলে থাকতে হবে, তবেই সে হতে প্রকৃত মুক্তিযোদ্ধা। যেমন মখা।
এবং যৌথবাহীনির গুলির সামনে ইটপাটকেলের মোকাবেলা দেশবাসী কি ভাল চোখে দেখছে..? যৌথবাহীনিরা কি তাহলে বাংলাদেশী..?
মন্তব্য করতে লগইন করুন