ফাঁন্দে পড়িয়া বগা কান্দেরে ,নিজের গর্তে নিজেই পড়লো আম্লীগ..!
লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ৩০ ডিসেম্বর, ২০১৩, ০৩:৪৬:৩৪ দুপুর
এতোদিন ১৮ দল চেয়েছে ঢাকার সাথে সারাদেশের যোগাযোগ বন্ধ থাকুক, তাই তারা লাগাতার অবরোধ দিয়ে রেখেছিলো। পক্ষান্তরে আওয়ামীলীগ ও তাদের পুলিশ বাহিনী চেয়েছে গাড়ী চলাচল স্বাভাবিক থাকুক।
এখন ১৮ দল চাইছে গাড়ী চলুক, ঢাকায় জমা হোক তাদের নেতাকর্মীরা, কিন্তু আম্লীলীগ ও তাদের পুলিশ বাহিনী তা প্রতিহত করতে গিয়ে সারাদেশের যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন করে দিয়েছে।
বাংলাদেশে এভাবে কখনো অবরোধ পালিত হয়েছে কি না তা ইতিহাস ঘাটতে হবে। এখন সরকার যেদিকেই যাবে লাভ ১৮ দলের, কিন্তু মহাফাঁদে পড়েছে মহাজোট।
১৮ দল আগামীকালও তাদের ‘মার্চ ফর ডেমোক্রসি’ কর্মসূচী অব্যহত রেখেছে, তার মানে আগামীকালও সরকারী অবরোধ।
১৮ দল এতোদিন যা চেয়েছে (অবরোধের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা অচল) তা সরকারী বাঁধায় ভালোভাবে সফল করতে না পারলেও এখন তা সরকার ও তাদের পুলিশ, র্যাব এবং বিজিবি বাহিনী-ই ১০০%সফল করে দিচ্ছে।
অন্যদিকে যদি সরকারী অবরোধ প্রত্যাহার করা হয়, তাহলে মুহূর্তের মধ্যে আওয়ামী বিরোধী লক্ষ লক্ষ মানুষ ঢাকার রাজপথ কাঁপিয়ে তুলবে।
যে কম্পনে সরকারের স্বৈরাচারী মসনদও কেঁপে উঠবে, বাধ্য হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে।ফাঁন্দে পড়িয়া বগা কান্দেরে ,নিজের গর্তে নিজেই পড়লো আম্লীগ।
বিষয়: বিবিধ
১০৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন