"এসো হে-মাহে রমযান"

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ২৮ মে, ২০১৩, ০১:৫১:৫৫ রাত

এসো হে-মাহে-রমযান!

তোমার জন্য মোরা অপেক্ষামান

পশ্চিম গগনে দেখবো অগমন

ঐ আশাতে হিসেব করচি দিন-ক্ষণ।

তোমায় পেয়ে মোরা হবো পূণ্যবান

তোমিতো আল্লাহ তা'য়ালার ফরমান,

কখনো করা যাবেনা প্রত্যাখ্যান

চিন্তায় চেতনায় বাস্তবতায় করবো ধারণ।

করছি মোরা প্রস্তুতি গ্রহণ

স্বাদরে করে নিতে বরণ,

করেছিলেন সাহাবা তাবে-তাবেঈগণ

মোরাইতো তাঁদেরই অনুসারীগণ।

তোমায় পেয়ে ধন্য হবো

হিংসা বিদ্বেশ ভূলে যাবো

পাড়া পড়শীদের ভাল বাসবো

অসহায় দরিদ্রদের সাহায্য করবো।

অশান্তি হিংসা বিদ্বেশ দুনিয়াজোড়ে

তোমার আগমন শান্তির বাতাস বইয়ে দিবে,

তোমার শিক্ষা যারা নিবে

দুনিয়া আখেরাত উভয় জগৎ সফল হবে।

তোমি এসেছো যুগে যুগে

বান্দা যাতে আল্লাহভীতি অর্জন করে,

আসবে তোমি আকাশ পথে চাঁদে চড়ে

থাকিয়ে আছি মোরা আগমন পথে।।

বিষয়: বিবিধ

১৩৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File