ওগো মালিক বিজয় কর তোমার বিধান

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ২৪ মে, ২০১৩, ১০:০৪:১৯ রাত

ওগো মালিক প্রভূ-মেহেরবান

এ জমিনে বিজয় কর তোমার বিধান,

বিনিময়ে নাও যত জীবন যত প্রাণ।

বাংলার জমিন ঈমানদারের রক্তে লাল

তবুও মোরা তোমার পথে অবিচল,

যত আছেমোদের জান-মাল

সবইতো দিতে প্রস্তুত মোরা সকল।

শাসক গোষ্টির অত্যাচারে চিৎকার আর্তনাদ

মজলুমেরা তোমার নিকট করছে ফরিয়াদ,

কবুল করো হে-দয়াময় রহিম রহমান

এ জমিনে চলুক কেবলতোমারই ফরমান।

আর কত সইব মোরা যালেমদের এ নির্যাতন?

হাজার মাতা পাগলপারা হারিয়ে বুকের ধন,

ভ্রাতা ভগ্নি দিবা-রাত্রী করছে যে ক্রন্দন

অবলোকনে কেঁপে ওঠে মোদের হৃদয়স্পন্দন।

প্রতিবাদ করতে গেলে বুলেট বিধে বুকে

অকাতরে আর কত জীবন দিতে হবে?

যালেম শাহের বুলেট নিল যাদের জীবন কেড়ে

রহমতের কুলে নাওগো-প্রভূ টেনে।

এ জমিনে যারা চায় তোমারই শাসন

শক্তি দাও ধৈর্য সবর করতে ধারণ

তোমার সাহায্যের আজ বড়ই প্রয়োজন,

কায়েম করে দাও কেবল তোমারই বিধান।

বিষয়: বিবিধ

১০৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File