" আসল ঠিকানা নয়''

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ২০ এপ্রিল, ২০১৩, ০২:২৫:২৯ দুপুর

এ দুনিয়া আসল ঠিকানা নয়

সব কিছুরই ঘটবে প্রলয়

মোছে যাবে সকল পরিচয়

যদিও মানুষ করে লয়।

পৃথিবী হবে প্রকম্পিত

বলবে ইহার কি হল?

গ্রহ নক্ষত্র পড়বে কষে

দিক-বিদিক হবে যে যার মতে।

ধুলায় ধুসরিত হবে এ ধরা

পাহাড় পর্বত কিছুই রবেনা

জলে ভাসবে হয়ে আর্বজনা

ইহাই মালিকের পরওয়ানা।

রাজা বাদশা শাসক যাহাই

কেহ পাবেনা রেহাই

চলবেনা ক্ষমতার বড়াই

সাধ্য নেই করতে লড়াই।

এ জগতে সবাই মুসাফির

বর্ণনা আল্লাহ ও রাসুলের,

সমাপ্তি ঘটবে সফরের

স্বাধ গ্রহন করে মরণের।

যারা ভাবছি যাবো না

এমন ভাবনাই বৃথা

কারো নেই থাকার ক্ষমতা

দিন-ক্ষণ নেই কারো জানা।

থাকবো মোসাফির হয়ে

প্রভূর দেয়া বিধানে চলে,

আসল ঠিকানা পরকালে

যেতে চাই শান্তিময় জান্নাতে।।

"আমিন"

বিষয়: বিবিধ

১০৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File