হেফাজতে ইসলাম
লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ১৬ এপ্রিল, ২০১৩, ১০:৩৮:০১ সকাল
ওহে-ঈমানদার মুসলমান!
হেফাজতে ইসলাম করছে আহবান,
ঈমান বাঁচাও দেশ বাঁচাও
হেফাজতে ইসলামে যোগ দাও।
চলছে হক-বাতিলের লড়াই
অতিক্রম করতে হবে চড়াই উতরাই,
নাস্তিক মুরতাদ ঘেঁড়েছে ঘাঁটি
ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবী।
এসো যাবতীয় মতভেদ ভূলে যাই
ঈমানের তরে মোরা সকলে ভাই ভাই,
নাস্তিক মুরতাদ মোনাফিক তাড়াতে
এসো হেফাজতে ইসলামের পতাকাতলে।
আমাদের সকলের গন্তব্য এক
মোরা থাকব কেন ভিন্ন দলে একাদিক,
সকলে মোরা আল্লাহর সৈনিক
মহা-মানব মহানবী মোহাম্মদ প্রেমিক।
মোদের আল্লাহ ও রাসুলকে অপমান
সইতে পারেনা কখনো কোন মুসলমান,
ঘাটে মাঠে রাজপথে সর্বত্রে দাও স্লোগান
আল্লাহ আমার রব রাসুল আমার প্রাণ।
আল্লাহ ও রাসুলের প্রেমে, হয়ে রঙিন
শাহাদাতের মরণ করবো আলিঙ্গন,
নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশ চাই
প্রতিরোধ প্রতিহত সংগ্রামের বিকল্প নাই।
হেফাজতে ইসলাম ডাকছে আল্লাহর পথে
প্রস্তুত হয়ে যাও জানমাল কোরবানী দিতে,
কালেমা শাহাদাতের শপথ গ্রহন করে
ঘর-বাড়ি ছেড়ে ঝাঁপিয়ে পড় ময়দানে।।
বিষয়: বিবিধ
১২৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন