গাড়ি আগের মত চলেনা
লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ০৩ এপ্রিল, ২০১৩, ১০:১৯:১৩ রাত
আমার দেহ গাড়ি আগের মত চলেনা
তাই মন্টা ভাই আর ভাল থাকেনা,
গাড়িটি যখন ছিল নতুন তার ছিল অনেক গুণ
ইচ্ছে মত করেছি ভ্রমন ছিল নিয়ন্ত্রণ।
যখন বয়স হলো ফরটি দেখা দিল ত্রুটি
গাড়ি হয়েছে পুরাতন মোরে করে জ্বালাতন
চালাতে পারিনা যখন তখন হারিয়েছি নিয়েন্ত্রণ।
পিষ্টন রিং হয়েছে ক্ষয় সিলিন্ডার বোরে রোগ
কম্প্রেশার হয়েছে দূর্বল আগের মত নয় সবল,
কালো ধোঁয়া বের হয় আউটলেটে
কখন জানি ধরা পড়তে হয় পুলিশের হাতে।
প্রত্যেক জোড়া হয়েছে ঢিলা চলে হেলে-দুলে
প্যাসেন্জার পছন্দ করেনা বলে আওয়াজ ভালো লাগেনা,
গাড়িটি ভাই কিস্তিতে কেনা, অনেক কিস্তি দেয়া হয়না
গাড়ি যদি চলেনা কিস্তি পরিশোধ করা যাবেনা
মালিক তো আমার ছাড়বেনা।
ডায়নামোটা আগের মত কাজ করেনা
তাই ইলেকট্রিক সার্কিট ভালো থাকেনা
আলো ছাড়া তো ভাই চলা যায়না।
ময়লা জমে গেছে ফুয়েল পাম্প লাইনে
তাই মাঝে মধ্যে যায় এয়ারলক হয়ে,
গাড়ির গতি আগের মত হয়না
ডাক্তার বলে এক্সিলেটর দেয়া যাবেনা।
ভাবছি এখন অশ্রুজলে, গাড়ি যখন ভালো চলে
ভুল করেছি তখন কিস্তি না দিয়ে,
সকল শর্ত ভঙ্গ করে এ আতঙ্ক বিরাজ করে
মালিকের লোক এসে, কখন জানি গাড়িটি নেয় জব্দ করে।
আমি দেহ থাকবো পড়ে নিবেনা কেহ পয়সায় কিনে
স্বজনেরা রাখবে মাটির নীচে নইলে গন্ধ ছড়াবে,
হাজির হতে হবে মালিকের আদালতে
বলছি সকলকে, গাড়ি নতুন থাকতে ভাবতে।।
বিষয়: বিবিধ
২০৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন