এসব আয়াত কি শুধু কুরাইশদের জন্যই প্রযোজ্য নাকি বর্তমান সময়ের সকল অহংকারী শাষকদের জন্য রেড সিগনাল?

লিখেছেন লিখেছেন জ্ঞানী বালক ০৫ মার্চ, ২০১৩, ০৯:৫৭:৪৮ সকাল

৪৪) না কি এসব লোক (কুরাইশ) বলে, আমরা একটা সংঘবদ্ধ শক্তি৷ নিজেরাই নিজেদের রক্ষার ব্যবস্থা করবো৷

৪৫) অচিরেই এ সংঘবদ্ধ শক্তি পরাজিত হবে৷ এবং এদের সবাইকে পৃষ্ঠ প্রদর্শন করে পালাতে দেখা যাবে৷

৪৬) এদের সাথে বুঝাপড়া করার জন্য প্রকৃত প্রতিশ্রুত সময় হচ্ছে কিয়ামত৷ কিয়ামত অত্যন্ত কঠিন ও অতীব তিক্ত সময়৷

৪৭) প্রকৃতপক্ষে এ পাপীরা ভ্রান্তিতে নিমজ্জিত আছে৷ এদের বিবেক বুদ্ধি লোপ পেয়েছে৷

৪৮) যেদিন এদেরকে উবুড় করে আগুনের মধ্যে টেনে হেচঁড়ে নিয়ে যাওয়া হবে, সেদিন এদের বলা হবে, এখন জাহান্নামের স্পর্শের স্বাদ আস্বাদন করো৷ [সূরাহ ক্বামার]

এসব আয়াত কি শুধু কুরাইশদের জন্যই প্রযোজ্য নাকি বর্তমান সময়ের সকল অহংকারী শাষকদের জন্য রেড সিগনাল?

বিষয়: বিবিধ

১৩৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File