দেশটা জাহান্নাম বানানোর পর সমাজটাকে লম্পট বানানোর প্রক্রিয়া চলছে ।

লিখেছেন লিখেছেন বিদ্রোহী রণক্লান্ত ০৮ জানুয়ারি, ২০১৩, ০৪:২৪:০০ রাত





দেশে ধর্ষন বৃদ্ধি পাওয়ার আসল কারন খুজতে হবে । গ্রামে গন্জে এইসব অশ্লীল নৃত্য যা্ত্রাপালার নামে বেলাল্লাপনা মাদক সেবন মহামারী আকারে ছড়িয়ে পড়েছে । ফলে সমাজে ধর্ষন বেড়েছে ভয়াবহ ভাবে । আর এসবের মূল আয়োজক হল স্হানীয় ছাত্রলীগ যুবলীগ তথা শাসক দল । স্থানীয় থানা পুলিশ ও প্রশাসনের সহায়তায় চলছে এই নারকীয় উল্লাস ।

এগুলো বন্ধ না হলে এই সব দানবের অত্যাচারে সবার জীবন বিপর্যস্ত হতে বাধ্য । সমাজে নারীর নিরাপত্তা বলতে আর কিছুই অবশিষ্ট থাকবেনা



আওয়ামীলীগের মন্ত্রী এমপিরা পর্দা হিজাব শালীনতার বিরুদ্ধে প্রকাশ্য জিহাদ ঘোষনা করেছে । হিজাব পড়লে ক্লাসে আসতে বাধা দেয়া হচ্ছে । হিজাব বা বোরকা পড়লে পুলিশি হয়রানি,কখনও গ্রেফতার করেও নিয়ে যাচ্ছে। আওয়ামীলীগের এক মন্ত্রী বলেছেন হিজাব বন্ধ করতে হলে মেয়েদের নাচগান শিক্ষা দিতে হবে । অন্য এক মন্ত্রী বলেছেন মেয়েরা কুৎসিত

চেহারা ঢেকে রাখার জন্যই বোরকা পড়ে ।



সমাজে ঈভটিজিং যৌন নির্যাতন ও সাম্প্রতিক কালে ধর্ষনের যে মহামারী সংক্রমন তার জন্য যেমন দায়ী ভারতীয় ও দেশীয় চ্যানেলগুলো কিংবা

ইন্টারনেট বা মোবাইলের মত আধুনিক প্রযুক্তি তার থেকে বেশী দায়ী ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকার । ক্ষমতাসীনদের আশ্রয় প্রশ্রয় অশ্লীলতার প্রতি সমর্থন অনুপ্রেরনা লম্পটদের সাহস জোগাচ্ছে ধর্ষনের মত জঘন্য অপরাধ করতে ।

এধরনের নোংরা ছবি সহ পোষ্ট দেয়ার জন্য দুঃখিত । তবে তা না হলে বাস্তব ভয়াবহতার চিত্র বোঝানো সম্ভব হতনা । নিজের ঘর পরিষ্কার রাখতে হলে নিজের হাতটা একটু নোংরা করতেই হবে বৈকি ।

বিষয়: বিবিধ

১৭৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File