শামীম আফজাল ধর্মীয় লেবাসে ফেতনা সৃষ্টিকারী এক চরম ধর্মবিদ্বেষী । কান্ডারী হুশিয়ার ।
লিখেছেন লিখেছেন বিদ্রোহী রণক্লান্ত ২৩ মে, ২০১৩, ০৩:২২:৫৯ রাত
হেফাজতে ইসলামবিরোধী প্রচারণায় ইসলামিক ফাউন্ডেশন নেমেছে অর্থের অপচয়ে। ভুঁইফোঁড় একটি সংগঠনকে ফাউন্ডেশনের ব্যাংক হিসাব থেকে টাকা তুলে দেয়ার ঘটনায় তোলপাড় চলছে এখন। ‘দাওয়াতে ইসলাম’ নামের সংগঠনকে রোববার সোনালী ব্যাংক বায়তুল মোকাররম শাখা থেকে ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় কার্যালয়ের চেক মারফত ২৫ হাজার টাকা দেয়া হয়। চেক পাওয়ার পরই সংগঠনটি তাৎক্ষণিক হেফাজতে ইসলামের বিরুদ্ধে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে। জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, মানুষ হত্যা এবং পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে এই সংগঠন সংবাদ সম্মেলন করে। তবে নামসর্বস্ব একটি বেসরকারি সংগঠনের ব্যানারে হেফাজতে ইসলামের বিরুদ্ধে প্রচার প্রপাগান্ডার জন্য ইসলামিক ফাউন্ডেশনের রাজস্ব খাত থেকে টাকা দেয়ায় সংস্থার ভেতরে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ধরনের ভুঁইফোড় সংগঠনের নামে সরকারি টাকা দেয়ার বৈধতা এবং প্রয়োজন নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা বলেন, ইসলামের প্রচার-প্রসারের লক্ষ্যে গঠিত হয়েছে ইসলামিক ফাউন্ডেশন। কোন নামকাওয়াস্তে সংগঠনকে পৃষ্ঠপোষকতা করার জন্য নয়। আওয়ামী ওলামা পরিষদের আহ্বায়ক মাওলানা আবদুস সাত্তার বলেন, ‘দাওয়াতে ইসলাম’ সংগঠনটির নেপথ্যে রয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল। এটি তার পকেট সংগঠন। এ সংগঠনটির প্রধান দেখানো হয়েছে মিরপুরের ্একটি মাজারের খাদেম মাওলানা জহিরুল ইসলামকে। গত ২রা মে এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এর উদ্দেশ্য হেফাজতে ইসলামের বিরুদ্ধে মাঠে নামা। রোববার সংবাদ সম্মেলন করার জন্য তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা প্রদানের জন্য ইসলামিক ফাউন্ডেশনের ঢাকা বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালককে নির্দেশ দেন সংস্থার মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল। বাধ্য হয়ে ভারপ্রাপ্ত পরিচালক জিলুর রহমান তড়িঘড়ি করে চেকে স্বাক্ষর করে পিয়ন মকবুলকে সোনালী ব্যাংক বায়তুল মোকাররম শাখায় পাঠিয়ে এ টাকা উত্তোলন করান। তবে খাদেম জহির বলেন, কারা কি জন্য টাকা তুলেছে তা আমার জানা নেই। তবে এ টাকা আমার জন্য তোলা হয়নি। এদিকে সংবাদ সম্মেলনে দর্শক হিসেবে হাজির করা ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের বিষয়ে জহির বলেন, তারা আমার আহ্বানে সাড়া দিয়ে অনুষ্ঠানে এসেছেন। জোর করে কাউকে আনা হয়নি। ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট সূত্র জানায়, ৫ই মে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধের আগে ৩০ লাখ পোস্টার লিফলেট ছাপা হয়। এতে ব্যয় হয় প্রায় এক কোটি টাকা। ‘জঙ্গিবাদ, সন্ত্রাস সামাজিক সমস্যা সমাধানে ইসলাম’ প্রকল্প বাস্তবায়নের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া অর্থ থেকে এই ব্যয় নির্বাহ করা হয়। এদিকে বদলিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে দুর্নীতি বন্ধ করতে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস গত ৪ঠা মে প্রতিষ্ঠানটির মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের বদলির ক্ষমতা কেড়ে নিয়েছেন। তবে এরপরও প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের বদলিজনিত আতঙ্ক কমেনি এবং দুর্নীতি বন্ধ হয়নি। দাওয়াতে ইসলামের জন্য রাজস্ব খাতের টাকা দেয়া দুর্নীতি ও অনিয়মের সর্বশেষ উদাহরণ বলে জানান সংশ্লিষ্টরা।
বিষয়: বিবিধ
৩৯২৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন