যারা পেটের দায়ে মানুষের বাসাবাড়িতে কাজ করে তাদের প্রতি কি আমরা একটু সদয় আচরন করতে পারিনা ?

লিখেছেন লিখেছেন বিদ্রোহী রণক্লান্ত ২০ জানুয়ারি, ২০১৩, ০৬:১৮:৪৬ সন্ধ্যা



একবার ভেবে দেখুনতো আপনার জীবনে এই দরিদ্র লোকগুলোর অবদান কতখানি । এই অসহায় গৃহপরিচারিকারা আছে বলে আপনার সন্তানটি সময়মত স্কুলে যেতে পারছে । আপনি সময়মত খেয়ে দেয়ে অফিসে যাচ্ছেন । ক্যারিয়ার গড়ছেন । রুটি রুজির ব্যবস্থা করছেন। সমাজে মাথা উচু করে বেচে আছেন । আপনার স্ত্রী সোফায় পা তুলে জি সিরিয়াল দেখছে । বিনিময়ে এই অসহায় দরিদ্র গ্রামের মেয়েটি যার খেলে বেড়ানোর বয়স পার না হতেই জীবনযুদ্ধে নামতে হয়েছে, তাকে আমরা কি দিচ্ছি , গরম খুন্তীর ছ্যাকা, পাশবিক নির্যাতন, চড় থাপ্পর আরও কত কি! একজন গৃহপরিচারিকা যেমন বাসা বাড়িতে চাকরি করে আমরা যারা ভদ্রলোক আছি তারাও কোথাও না কোথাও প্রাইভেট প্রতিষ্ঠানে চাকুরি করি । আপনার এমপ্লয়াররা যদি আপনার সাথে নির্যাতনমূলক আচরন করে তবে কেমন অনুভব করেন ? তাহলে আপনি এমপ্লয়ার হয়ে আপনার ইমপ্লয়ি গৃহপরিচারিকার সাথে খারাপ আচরন করেন কিভাবে ? আপনি নিজের জন্য যা সহ্য করবেন না তা অন্যের জন্য সহ্যের আশা করেন কিভাবে ? সে হতদরিদ্র বলে ?



http://www.bdtomorrow.net/videonewsdetail/detail/352#.UPvQX_Ou7r8.facebook

http://www.kalerkantho.com/?view=details&type=gold&data=news&pub_no=1125&cat_id=1&menu_id=13&news_type_id=1&news_id=316740&archiev=yes&arch_date=17-01-2013

http://www.kalerkantho.com/index.php?view=details&type=gold&data=news&pub_no=1127&cat_id=1&menu_id=13&news_type_id=1&index=3#.UPrHFCdwdew

http://www.sangbad24.net/?p=47609 — with Sujon Morshed.[img]http://www.bdtomorrow.net/blog/bloggeruploadedimage/deptonin/1358684192.jpg[/img




বিষয়: বিবিধ

১২৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File