ডা. জাকির নায়েক সম্পর্কিত কিছু প্রশ্নের উত্তর জানতে চাচ্ছি

লিখেছেন লিখেছেন মোহাম্মদ ফখরুল ইসলাম ১০ জানুয়ারি, ২০১৬, ১০:৩৩:০৭ রাত



ডা. জাকির নায়েক পিস টিভিতে তার আইআরএফ-এর জন্য টাকা চান । টাকার আবার নির্দিষ্ট অংকও বেঁধে দিয়েছেন । আমার প্র্রশ্ন :

১. ইসলাম প্রচার করার জন্য এত টাকার কেন প্রয়োজন হবে ?

২. জাকির নায়েককে টাকা দেওয়া কতটুকু আইনসম্মত ও ইসলামসম্মত হবে ?

৩.জাকির নায়েকের সম্পদের পরিমান কত ? ( কিছুক্ষণ আগে আমার এক বন্ধু বল্লেন ১ বিলিয়ন ডলার বা ৮ হাজার কোটি টাকা )




https://www.youtube.com/watch?v=PIOATMcqmHo

৪. পীররাও ইসলাম প্রচারের জন্য বা মাদ্রাসা বানানোর জন্য টাকা চান , ডা. জাকির নায়েকও কি পীরদের মতো ?

৫. আজব হলেও সত্যি হেফাজতে ইসলামী ঢাকা অবরোধ করার সময পিস টিভি বাংলাতে ড. আবুল কালাম আজাদের সঞ্চালনায় একটা অনুষ্ঠান প্রচারিত হয় - যাতে বলা হয় : ”হেফাজতে ইসলামীর কর্মকান্ড ইসলামবিরোধী ”।



৬. হেফাজত-জামাত যেদিন তাণ্ডব করে তার পরদিন জাকির নায়েকের প্রত্যক্ষ নির্দেশে পিস-টিভি বাংলা হেফাজতের কর্মকাণ্ড নিয়ে ড. অাবুল কালামের একটি অনুষ্ঠান প্রচার করে।

সেখানে রেফারেন্স দিয়ে দেখানো হয় হেফাজত-জামাত - ইসলামের প্রকৃত অনুসারী নয়। তারা মানুষকে গোমরাহ করছে।

আমাদের কোন মিডিয়া মোগল বা কোন টিভি চ্যানেল এ জাতীয় অনুষ্ঠানকে গুরুত্ব দিল না কেন ? !

[ হয়তো এজন্য- পাছে সুশীল লেবাস খুলে পড়ে কি-না ! ]

https://www.facebook.com/abdullahharun.jewel/posts/10201262100848550?fref=nf&pnref=story

(এই ব্লগসাইটে পিস টিভিতে ওয়াজ করা কিছু আলেম যারা লেখালেখি করেন । আশা করি তারা এই হেফাজতে ইসলামী সম্পর্কিত প্রশ্নটার উত্তর ভালভাবে দিবেন । তারা আমার অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন । এবারও হয়ত দিবেন । আর উত্তর দেওয়াও তাদের নৈতিক দাযিত্ব । )

https://www.youtube.com/watch?v=JgtDQ_w0z44




উপসংহার :

পিস টিভি কীভাবে চলে ? দান করা টাকাগুলো কোথায় যায় ? আর দান করা টাকার পরিমান কত ? - এসব জানা অবশ্যই আমাদের ‍উচিত । কারণ ইসলাম স্বচ্ছতা ও জবাবদিহিতার ধর্ম ।

https://www.youtube.com/watch?v=1qhRUJ3Gg9A




বিষয়: বিবিধ

২৪৩৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

356641
১০ জানুয়ারি ২০১৬ রাত ১১:০৫
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : এত কিছু নিয়া ভাবি না। দ্বীন ও ইসলামের মূল বিষয়গুলো যেসব আমার অজানা সেগুলো তার কাছ থেকে শিখি। যদি কিছু বিষয় আমার ভালো না লাগে তাহলে সেগুলো নেই না।
356643
১১ জানুয়ারি ২০১৬ রাত ১২:৩৮
উমমু_শাবাব লিখেছেন : আমাদের এখানেই সমস্যা । জাকির নায়েক কি করলো এ কি করলো সে কি করলো এগুলো নিয়েই আমাদের মাথাব্যাথা । সে টাকা কেন চাচ্ছে তার ব্যাখ্যাও সে নিশ্চয়ই দিয়েছে। কেউ দিতে চাইলে দিবে না দিতে চাইলে দিবেনা । আখিরাতে তার জবাব সে দিবে। আল্লাহপাক আখিরাতে ও কি করলো , সে কি করলো সেটা প্রশ্ন করবেননা , যার যার আমলনামা নিয়ে প্রশ্ন করবেন । আমি কি করলাম , দ্বীন প্রচারে আমার কি অবদান সেদিকে চিন্তা করাই উত্তম। যারা আজকে ইসলাম বিরোধী কাজে চ্যানেল তৈরী করে অপপ্রচার চালাচ্ছে আমাদের দরকার তাদের বিরুদ্ধে প্রশ্ন তৈরী করা । জাকির নায়েকের মত একটা টিভি চ্যানেল দিয়ে , কোন রকম আজেবাজে এডভারটাইজ না নিয়ে শুধু ইসলামী এডগুলো দিয়ে একটা চ্যানেল চালিয়ে তারপর এইধরণের প্রশ্নে নামা উচিত।
356650
১১ জানুয়ারি ২০১৬ সকাল ১০:৪৫
আবু বকর সিদ্দিকী লিখেছেন : দ্বীনের পক্ষে চিন্তা করাই মুমীনের কাজ। ছিদ্রান্বেষন নয়। ভুল হলে তাকে ব্যক্তিগতভাবে জানান।
356663
১১ জানুয়ারি ২০১৬ দুপুর ০৩:৪৬
হতভাগা লিখেছেন : আপনি একটা টিভি চ্যানেল ওপেন করেন , আমরা আপনাকে চাই জাকির নায়েকের পরিবর্তে ।
সেখানে আপনিও জাকির নায়েকের মত প্রশ্নের উত্তর দেবেন । উনাদের মত অনুষ্ঠান বানাবেন।

মাস খানেকের মধ্যেই করুন ।
১১ জানুয়ারি ২০১৬ বিকাল ০৪:২৫
296053
আবু বকর সিদ্দিকী লিখেছেন : উত্তম প্রস্তাব।
356676
১১ জানুয়ারি ২০১৬ রাত ০৯:১৭
শেখের পোলা লিখেছেন : জাকির নায়েক যা করে আপনিও তাই করুন৷ আমরা আপনার সাথে আছি তবে পিছনে দাঁড়িয়ে পাখার বাতাস দিতে পারবো না, পা টিপে দিতে বা কদমবুসি বা পায়ে সেজদাহ দিতে পারব না৷আর বাৎসরীক ওরস আর তাতে চাঁদা দিতেও পারবোনা৷ টিভি তে জাকির নায়েকের মত অনুষ্ঠান করতে পারলে চাঁদা দেব ইনশা আল্লাহ৷ কথা দিলাম৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File