ব্লগবিষয়ক রম্য গল্প : ছাগুলাল
লিখেছেন লিখেছেন মোহাম্মদ ফখরুল ইসলাম ২৮ জুলাই, ২০১৫, ০৯:২০:১৯ সকাল
অবশেষে খবরটা তাহাদের কানে পৌছাইয়া গেল । ছাগুলাল নামের ছাগুটি খবরটা পাওয়ার সাথে সাথেই তাহাদের রাজা "গো.আ." এর কাছে সেটা পৌছাইতে কোনরকম বিলম্ব করিল না । ছাগু সম্প্রদায়ের রাজা খবরটা শুনিয়া কিছুটা উত্তজনার সহিত উনি উনার উজির নাজিরদের নিয়া সভায় বসিলেন । সভায় সিদ্ধান্ত নেওয়া হইল যে শুধুমাত্র ছাগুলাল নামের একটা সাধারন ছাগুর কথায় কোনরকম পদক্ষেপ নেয়াটা বুদ্ধিমানের কাজ হইবে না । তাই সচক্ষে দেখার ব্যবস্হা করার ঘোষনা করা হইল ।
ছাগুলালের প্রোফাইল পিক
ফুল স্পিড ইন্টারনেট কানেকশনসহ ছাগুদের রাজদরবারে দশটি কম্পিউটার স্হাপন করা হইল । রাজা তাহার সব উজির নাজিরদের নিয়া কম্পিউটারের সামনে বসিলেন । বিভিন্ন বাংলা ব্লগে সাইন ইন করা হইল । সাইন ইন করার সাথে সাথে এক এক করিয়া পোষ্ট আসিতে লাগিল । পোষ্টের মাধ্যমে একজন আরেজনকে ছাগু বলিয়া গালি গালাজ করছিল,অনেকে বিভিন্ন জনের ব্লগে ব্লগে যাইয়া কাঁঠাল পাতা ফ্রিতে সরবরাহ করছিল,অনেকে আবার কাঁঠালের কুয়াও ফ্রিতে বন্টন করছিল । এসব দেখিয়া ছাগু সম্প্রদায়ের রাজা খুবই আপমানিত বোধ করিলেন এবং সবার সম্মতিক্রমে মানব সম্প্রদায়ের রাজার কাছে একখানা চিঠি লিখিলেন ।
ছাগুলালের আসল রূপ
শ্রদ্ধেয় রাজামশাই,
আমরা শুনিয়াছিলাম মহান আল্লাহতায়ালা মানব জাতিকে নাকি সৃষ্টির শ্রেষ্ট জীব হিসাবে পৃথিবীতে পাঠাইয়াছেন । তাই আমাদের ছাগু সম্প্রদায়ের মাঝে মানব জাতির প্রতি অন্যরকম শ্রদ্ধা বিরাজমান ।কিন্তু ইদানিং আপনার সম্প্রদায়ের কিছুসংখ্যক প্রানী কেন যে আমাদের মত নিরীহ প্রানীর পিছনে লাগিয়াছে তাহা আমাদের বোধগম্য হইতেছে না । তাহাদের কারনে আমাদের জাতীয় খাবারের কাটতি দেখা দিয়াছে ।
পৃথিবীতে এত খাবার থাকিতে আমাদের খাবার নিয়া তাহাদের টানা হেছড়া এবং খাওয়া শুরু করার বিষয়টা আমাদেরকে খুবই চিন্তায় ফালাইয়া দিয়াছে । আমরা তাও শুনিয়াছি যে অনেকে কাঁঠালপাতা শুধু সাবাড় করিয়া থামিয়া নাই,আগামী সিজনের জন্যেও ব্যক্তিগত গোডায়ুনে লোড করিয়া রাখিতেছেন ।
আমরা যখন দেখিলাম আমাদের জাতীয় খাবার ফ্রীতে সরবরাহ হইতেছে অথচ আমরা তা খাইতে পারিতেছি না,তা দেখিয়া মনটা দুঃখ কষ্টে ভাঙ্গিয়া গেল ।তাহারা একে অপরকে ছাগু বলিয়া গালি গালাজ করিয়া থাকেন তাহাতে আমরা খুব অপমান বোধ করিতেছি । উনারা যদি মানুষ হইয়া খুশি না থাকেন তাহলে উনাদের আরও দুইটি পা সংযোজন এবং কানদ্বয় একটু লম্বা করিয়া আমাদের সমাজে পাঠাইয়া দেবার অনুরোধ জানাইলাম । আমরা উনাদের প্রকৃত শিক্ষা দান করিয়া আবারও আপনাদের কাছে পাঠাইয়া দিব ইনশাআল্লাহ ।
শ্রদ্ধেয় রাজামশাই আপনি যদি উনাদের ব্যাপারে কোনরকম ব্যবস্হা গ্রহন না করেন,তাহলে আমরা রাজপথে আন্দোলনে নামিতে বাধ্য হইব । আশা করি আপনি এর একটা সুস্হ সমাধান করিয়া আমাদের রাজপথে নামা হইতে বিরত রাখিবেন ।
আপনি সর্বদা সহি সালামত থাকুন । আপনার মানব জাতীর মঙ্গল কামনা করতেছি ।
ইতি
ছাগু সম্প্রদায়ের পক্ষ হইতে
ছাগু সম্প্রদায়ের রাজা "গো.আ."
ছাগুরাজা গো.আ. ও তার সভাকবি আ.মা.
বি: দ্র: -গল্পটা অপাতত এখানে শেষ করিতে হইল । কারন চিঠিটা আদৌ মানব সম্প্রদায়ের রাজার কাছে পৌছেছিল কিনা,পৌছাইলে রাজা মশাই এর উত্তরে কি পদক্ষেপ নিয়াছিলেন তা এখনও জানা যায়নি । জানা গেলে আপনাদের জানানো হইবে ।
[ নেট হতে সংগৃহিত ও কিছুটা পরিমার্জিত । ]
বিষয়: বিবিধ
১৪১৮ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনিও ছাগু সম্প্রদায় নিয়ে দুই কলম লিখুন । আমিও আপনার লেখাটায় মন্তব্য করবো ।
মন্তব্য করতে লগইন করুন