আমার লেখা এবং চরমপন্হী ও উগ্রবাদীদের কর্মকান্ড
লিখেছেন লিখেছেন মোহাম্মদ ফখরুল ইসলাম ১৬ জুলাই, ২০১৫, ১০:৫৩:৪০ সকাল
আধুনিক-বিজ্ঞানমনস্ক-জ্ঞানভিত্তিক-সহনশীল মুসলিম উম্মাহ গঠণ করার ক্ষেত্রে জনসচেতনতা সৃস্টি লক্ষ্যে আমি প্রয়োজনে আমার জীবন বিসর্জন দিয়ে হলেও নির্মম- দয়া-মায়াহীন যে কোন অশুভ শক্তির বিরোদ্ধে লড়াই করে যাবো ।
সর্ব শক্তিমান আল্লাহ আমার সাথে আছেন এবং তার কিছু নেগাবান ফেরেশ্তা আমাকে সাহায্য করছেন । ( সুরা রাদের প্রথম দিকে এই সম্পর্কে তথ্য রয়েছে । )যত দিন আল্লাহ আর তার নেগাবান ফেরেশ্তারা আমাকে পৃথিবীতে রাখতে চাইবেন তত দিন আমি পৃথিবীতে থাকবো । আর তত দিন কোন শক্তিই আমাকে বিলীন করতে পারবে না ।
আমি যা লিখি না কেন বা যা বলি না কেন তা যুক্তি এবং প্রমাণ দিয়ে লিখি বা বলি ।
তার বিপরীতে আমার বিরোদ্ধে যারাই অবস্হান নিচ্ছেন তারা আমার কথা বা লেখার জবাব না দিয়ে যা করছেন :
১. গালাগাল
২. হুমকি-ধমকি
৩. হত্যা করে বৌ-পোলা-মাইয়া-সুন্দর পিথিবী নাই করে দেওয়ার হুমকি (তাদের ভাষায় )
৪. মিথ্যাচার
৫. প্রসঙ্গকে অন্য দিকে ঘুরিয়ে নিয়ে যাওয়া
৬. রিপোর্ট
৭. অজুহাত
৮. কাফের - মুর্তাদ- ফাসিক - মুনাফিক - কাদিয়ানী - শিয়া - পাগল - মস্তিস্ক বিকৃত বলে ফতোয়া দেওয়া ।
অবশ্য কুরআন কোন মুসলিমকে এমন কাজ করতে বলে না । কু্রআন আমাদের বলে এই আয়াত অনুযায়ী কাজ করতে :
ادعُ إِلىٰ سَبيلِ رَبِّكَ بِالحِكمَةِ وَالمَوعِظَةِ الحَسَنَةِ ۖ وَجٰدِلهُم بِالَّتى هِىَ أَحسَنُ ۚ
আপন পালনকর্তার পথের প্রতি আহবান করুন জ্ঞানের কথা বুঝিয়ে ও উপদেশ শুনিয়ে উত্তমরূপে এবং তাদের সাথে বিতর্ক করুন উত্তম পন্থায়। ( সুরা নহল : ১২৫ )
আমি কি লিখবো আর কোন বিষয়ে লিখবো ও কীভাবে লিখবো - তা আমার একান্ত নিজস্ব বিষয় ।
আধুনিক-বিজ্ঞানমনস্ক-জ্ঞানভিত্তিক-সহনশীল মুসলিম উম্মাহ গঠণ করার ক্ষেত্রে জনসচেতনতা সৃস্টি লক্ষ্যে প্রতিবন্ধক সব বিষয়-ব্যক্তি-গোষ্ঠী-প্রতিষ্ঠান-দল-দেশ – এর বিরোদ্ধে আমার অবস্হান আমার লেখার মাধ্যমে প্রকাশ পাবে । এই ক্ষেত্রে আমি বিন্দুমাত্র আপোষ করবো না ।
আমি আমার লেখালেখির ক্ষেত্রে স্বাধীন ।
আমি চিন্তার ক্ষেত্রে স্বাধীন ।
আমার হাত বাধা নেই ।
আমার মস্তিস্ক কারো কাছে বন্ধক দেইনি ।
আমি আমার অভিমতকে তুলে ধরার জন্য, কুসংস্কার-কুপমন্ডুকতা-ধর্মান্ধতার বিরোদ্ধে ও সত্যিকার ধর্মবোধের পক্ষে জনমত গঠণ করার জন্য ও জনসচেতনা বৃদ্ধির জন্য লেখালেখি করি ।
এখন সময় এসেছে আমরা যারা বিবেকবান লোক এবং যুক্তি ও প্রমানের উপর নির্ভর করে লেখালেখি করি, সব সময় সত্য ও ন্যায়ের উপর নির্ভর করে পথ চলি এবং কোন দল-মত-পথের অন্ধভাবে অনুসরণ করি না , তাদের বলিস্টভাবে সোচ্চার হওয়া এবং একই ছাতার নিচে সমেবেত হওয়া ।
এই ব্লগসাইটতে আমি আমার জ্ঞান-মেধা-প্রজ্ঞা দিয়ে লেখা চালিয়ে যাবো ইনশাআল্লাহ ।
আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি : আমার হাত বাঁধা নেই । আমাদের মস্তিষ্ক সচল ও প্রাণবন্ত । কোন শক্তিই আমার কথাগুলো প্রকাশ করার পথকে রুদ্ধ করতে পারবে না । কারণ অবাদ তথ্য প্রবাহের যুগে আমরা সবাই স্বাধীন ।
আমাদের জ্ঞান-মেধা-প্রজ্ঞা-দুরদর্শিতা দিয়ে আমরা অশুভ-অকল্যাণকর-ধর্মান্ধ-কুসংস্কারচ্ছন্ন শক্তিকে পরাজিত একদিন । জয় আমাদের হবেই ।
বাংলাদেশে কখনোই চিন্তা ও বুদ্ধির জগতে চরমপন্হী ও রক্ষণশীলরা ইতিবাচক অবস্হানে পৌছতে পারেনি এবং পারবেও না । বাংলাদেশিদের আবহমান কাল হতে চলে আসা ধর্মবিশ্বাস, নৈতিকতা ও সংস্কৃতি-লোকচার পক্ষে অবস্হান নেওয়া আমাদের মতো শুভ চিন্তা নির্ভর ব্লগাররা বরাবরই মানষিক ও দৈহিক হামলাই নয়, সামাজিকভাবে তাদের দ্বারা আঘাতের স্বীকার হচ্ছে ।
আমাদের অবশ্যই তাদের প্রতিহত করতে হবে। অন্যথায় আজ আমার উপর আঘাত আসবে । কাল যে আপনার উপর আসবে না তার নিশ্চয়তা কি ?
সবাইকে অশুভ চিন্তার অধিকারী এবং উগ্রবাদী ও চরমপন্হীদের বিরোদ্ধে সোচ্চার হওয়ার বিনীত অনুরোদ করছি ।
বিষয়: বিবিধ
১৭৪০ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন