আমার লেখা এবং চরমপন্হী ও উগ্রবাদীদের কর্মকান্ড

লিখেছেন লিখেছেন মোহাম্মদ ফখরুল ইসলাম ১৬ জুলাই, ২০১৫, ১০:৫৩:৪০ সকাল









আধুনিক-বিজ্ঞানমনস্ক-জ্ঞানভিত্তিক-সহনশীল মুসলিম উম্মাহ গঠণ করার ক্ষেত্রে জনসচেতনতা সৃস্টি লক্ষ্যে আমি প্রয়োজনে আমার জীবন বিসর্জন দিয়ে হলেও নির্মম- দয়া-মায়াহীন যে কোন অশুভ শক্তির বিরোদ্ধে লড়াই করে যাবো ।

সর্ব শক্তিমান আল্লাহ আমার সাথে আছেন এবং তার কিছু নেগাবান ফেরেশ্তা আমাকে সাহায্য করছেন । ( সুরা রাদের প্রথম দিকে এই সম্পর্কে তথ্য রয়েছে । )যত দিন আল্লাহ আর তার নেগাবান ফেরেশ্তারা আমাকে পৃথিবীতে রাখতে চাইবেন তত দিন আমি পৃথিবীতে থাকবো । আর তত দিন কোন শক্তিই আমাকে বিলীন করতে পারবে না ।





আমি যা লিখি না কেন বা যা বলি না কেন তা যুক্তি এবং প্রমাণ দিয়ে লিখি বা বলি ।




তার বিপরীতে আমার বিরোদ্ধে যারাই অবস্হান নিচ্ছেন তারা আমার কথা বা লেখার জবাব না দিয়ে যা করছেন :

১. গালাগাল

২. হুমকি-ধমকি

৩. হত্যা করে বৌ-পোলা-মাইয়া-সুন্দর পিথিবী নাই করে দেওয়ার হুমকি (তাদের ভাষায় )

৪. মিথ্যাচার

৫. প্রসঙ্গকে অন্য দিকে ঘুরিয়ে নিয়ে যাওয়া

৬. রিপোর্ট

৭. অজুহাত

৮. কাফের - মুর্তাদ- ফাসিক - মুনাফিক - কাদিয়ানী - শিয়া - পাগল - মস্তিস্ক বিকৃত বলে ফতোয়া দেওয়া ।

অবশ্য কুরআন কোন মুসলিমকে এমন কাজ করতে বলে না । কু্রআন আমাদের বলে এই আয়াত অনুযায়ী কাজ করতে :

ادعُ إِلىٰ سَبيلِ رَبِّكَ بِالحِكمَةِ وَالمَوعِظَةِ الحَسَنَةِ ۖ وَجٰدِلهُم بِالَّتى هِىَ أَحسَنُ ۚ

আপন পালনকর্তার পথের প্রতি আহবান করুন জ্ঞানের কথা বুঝিয়ে ও উপদেশ শুনিয়ে উত্তমরূপে এবং তাদের সাথে বিতর্ক করুন উত্তম পন্থায়। ( সুরা নহল : ১২৫ )



আমি কি লিখবো আর কোন বিষয়ে লিখবো ও কীভাবে লিখবো - তা আমার একান্ত নিজস্ব বিষয় ।

আধুনিক-বিজ্ঞানমনস্ক-জ্ঞানভিত্তিক-সহনশীল মুসলিম উম্মাহ গঠণ করার ক্ষেত্রে জনসচেতনতা সৃস্টি লক্ষ্যে প্রতিবন্ধক সব বিষয়-ব্যক্তি-গোষ্ঠী-প্রতিষ্ঠান-দল-দেশ – এর বিরোদ্ধে আমার অবস্হান আমার লেখার মাধ্যমে প্রকাশ পাবে । এই ক্ষেত্রে আমি বিন্দুমাত্র আপোষ করবো না ।

আমি আমার লেখালেখির ক্ষেত্রে স্বাধীন ।

আমি চিন্তার ক্ষেত্রে স্বাধীন ।

আমার হাত বাধা নেই ।

আমার মস্তিস্ক কারো কাছে বন্ধক দেইনি ।

আমি আমার অভিমতকে তুলে ধরার জন্য, কুসংস্কার-কুপমন্ডুকতা-ধর্মান্ধতার বিরোদ্ধে ও সত্যিকার ধর্মবোধের পক্ষে জনমত গঠণ করার জন্য ও জনসচেতনা বৃদ্ধির জন্য লেখালেখি করি ।

এখন সময় এসেছে আমরা যারা বিবেকবান লোক এবং যুক্তি ও প্রমানের উপর নির্ভর করে লেখালেখি করি, সব সময় সত্য ও ন্যায়ের উপর নির্ভর করে পথ চলি এবং কোন দল-মত-পথের অন্ধভাবে অনুসরণ করি না , তাদের বলিস্টভাবে সোচ্চার হওয়া এবং একই ছাতার নিচে সমেবেত হওয়া ।



এই ব্লগসাইটতে আমি আমার জ্ঞান-মেধা-প্রজ্ঞা দিয়ে লেখা চালিয়ে যাবো ইনশাআল্লাহ ।

আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি : আমার হাত বাঁধা নেই । আমাদের মস্তিষ্ক সচল ও প্রাণবন্ত । কোন শক্তিই আমার কথাগুলো প্রকাশ করার পথকে রুদ্ধ করতে পারবে না । কারণ অবাদ তথ্য প্রবাহের যুগে আমরা সবাই স্বাধীন ।

আমাদের জ্ঞান-মেধা-প্রজ্ঞা-দুরদর্শিতা দিয়ে আমরা অশুভ-অকল্যাণকর-ধর্মান্ধ-কুসংস্কারচ্ছন্ন শক্তিকে পরাজিত একদিন । জয় আমাদের হবেই ।

বাংলাদেশে কখনোই চিন্তা ও বুদ্ধির জগতে চরমপন্হী ও রক্ষণশীলরা ইতিবাচক অবস্হানে পৌছতে পারেনি এবং পারবেও না । বাংলাদেশিদের আবহমান কাল হতে চলে আসা ধর্মবিশ্বাস, নৈতিকতা ও সংস্কৃতি-লোকচার পক্ষে অবস্হান নেওয়া আমাদের মতো শুভ চিন্তা নির্ভর ব্লগাররা বরাবরই মানষিক ও দৈহিক হামলাই নয়, সামাজিকভাবে তাদের দ্বারা আঘাতের স্বীকার হচ্ছে ।

আমাদের অবশ্যই তাদের প্রতিহত করতে হবে। অন্যথায় আজ আমার উপর আঘাত আসবে । কাল যে আপনার উপর আসবে না তার নিশ্চয়তা কি ?

সবাইকে অশুভ চিন্তার অধিকারী এবং উগ্রবাদী ও চরমপন্হীদের বিরোদ্ধে সোচ্চার হওয়ার বিনীত অনুরোদ করছি ।

বিষয়: বিবিধ

১৭৪০ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

330216
১৬ জুলাই ২০১৫ দুপুর ১২:০৬
নেহায়েৎ লিখেছেন : একমাত্র আপনি ছাড়া সবাই উগ্র অশুভ চিন্তার অধিকারী। আপনার কাছে কে ভাল আগে সেটা বলেন?
১৬ জুলাই ২০১৫ দুপুর ১২:২০
272423
ইসলামী দুনিয়া লিখেছেন : আপনার সাথে একমত হইলাম।
১৬ জুলাই ২০১৫ দুপুর ০৩:০১
272452
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : আমরা সবাই শুভ চিন্তার অধিকারী অল্প কিছু লোক বাদে । সবাই উগ্র চিন্তার অধিকারী হলে আমাদের সমাজটা অধপতনে যেতো ।
330226
১৬ জুলাই ২০১৫ দুপুর ১২:৫৩
সত্য সবার উপর লিখেছেন : শয়তাকে আমি সব সময় শয়তান বলেই অবিহিত করি, আমি পিছে বলি না বরং সামনে বলি। নাস্তিকরা অনেক ভালো কারন ওরা সরাসরি বলে যে ওরা নাস্তিক তাই ওরা কি বলতে পারে করতে পারে সেটা আমি জানি, কিন্তু ফখ্রুল টাইপের মানুষেরা হচ্ছে খাটি মানের মুনাফিক, যারা মুসলিমের লেবাসে মুসলিমদের মধ্যে লুকিয়ে থাকে আর এরা হচ্ছে প্রকৃত পক্ষে মুসলিমদের ঘোরতর শত্রু এবং নাস্তিকরা এদের কাছে কিছুই না।
১৬ জুলাই ২০১৫ দুপুর ০৩:০২
272453
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : আমার ব্লগ বাড়িতে আসার জন্য আপনাকে ধন্যবাদ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File