নারী পুরুষের অবাধ মেলামেশার গুরুত্ব ও তাৎপর্য (১ম পর্ব)

লিখেছেন লিখেছেন মোহাম্মদ ফখরুল ইসলাম ২৭ এপ্রিল, ২০১৫, ০৬:১২:২২ সন্ধ্যা



আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে নারী ও পুরুষের একত্রে নামাজ পড়ার দৃশ্য যা বাংলাদেশে বিরল



বসনিয়ার একটি কলেজে নারী ও পুরুষের একত্রে নামাজ পড়ার দৃশ্য যা বাংলাদেশে বিরল



ইন্দোনেশিয়ার একটি কারখানায় নামাজের সময় নারী ও পুরুষের একত্রে নামাজ পড়ার দৃশ্য যা বাংলাদেশে বিরল

https://www.youtube.com/watch?v=_K7gaerfKZc




মালয়েশিয়ার এক টিভি চ্যানেলের আযান । এই আযান প্রচারের সময় দেখা যাচ্ছে বিভিন্ন পেশার লোক জন আযান শোনার পর যার যার কাজ বাদ দিয়ে নামাজের জন্য প্রস্তত হচ্ছেন এবং নামাজ পড়ছেন । এতে দেখা যায় ছেলে-মেয়েরা এক সাথে নামাজ পড়ছে এবং মেয়েরা পেছনের সারিতে দাড়িয়ে ছেলেদের সাথেই নামাজ পড়ছে । এমন দৃশ্য বাংলাদেশে কল্পনাতীত ।

পটভুমি :

ইদানিং নারী-পুরুষের অবাধ মেলামেশাকে নিষিদ্ধ করার দাবি উঠেছে এবং মেয়েদের ক্লাস ফাইভ পর্যন্ত পড়ার গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করা হচ্ছে । এই বিষয়টি শুধু সভ্যতা-সংস্কৃতি এবং দেশের উন্নায়ন-অগ্রগতি-প্রগতি-শান্তির প্রতিবন্ধকই নয়, বরং ইসলামবিরোধী । আমি এই বিষয়ে কুরআন ও হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করছি । আশা করি আপনারা মনযোগ সহকারে আমার জনগুরুত্বপূর্ণ ইসলামবিষয়ক এই লেখাটা পড়বেন ।



সূচনা :


ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্হা । ইসলামেই আছে সব সমস্যার সমাধান । ইসলাম নারী আর পুরুষকে পরস্পরের পরিপূরক বলে মনে করে । এজন্য মানবতার মহান মুক্তির দুত ও বিশ্বজগৎসমূহের দয়া ও সাফায়াতের কান্ডারী মুহাম্মদ (সা.)-ই নারীকে মর্যাদায় আসনে অধিষ্ঠিত করেন । কারণ তার সময়ে খৃষ্টান ধর্মের লোকরাই নয় প্রায় সব ধর্মীয় সম্প্রদায় নারীদের মনে করতো শয়তানের দরজা মাত্র । নারীদের তখন বিন্দুমাত্র অধিকার ছিল না । তারা ছিল বড় যৌন দাসী । এপ্রসঙ্গে বিদায় হজ্জের ভাষণে তিনি বলেছেন : নারীর প্রতি পুরুষের যেমন অধিকার রয়েছে, তেমনি রয়েছে পুরুষের প্রতি নারীর অধিকার।

কিন্তু বর্তমানে কিছু ধর্মীয় প্রতিষ্ঠানের লোক প্রকাশ্যে নারী-পুরুষের অবাধ বিচরণ নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন । এতে ইসলাম সম্পর্কে ভুল ধারণা প্রচারিত হচ্ছে এবং অনেকের মনে বদ্ধমূল ধারণা প্রতিষ্ঠিত হচ্ছে, ইসলামে নারী-পুরুষের অবাধ বিচরণের অধিকার নেই।



কুরআন দৃষ্টিতে নারী – পুরুষ ও লিঙ্গ-সমতা প্রসঙ্গ :


১. কুরআনের দৃষ্টিতে নারী পুরুষের মতই স্বাধীন সত্তা।

এপ্রসঙ্গে আল্লাহ বলেন : হে মানব সমাজ! তোমারা সেই প্রভুকে ভয় কর যিনি তোমাদেরকে একই আত্মা থেকে সৃষ্টি করেছেন এবং তা থেকে তার জোড়া সৃষ্টি করেছেন এবং সেই জোড়া থেকে বহু পুরুষ ও নারী ছড়িয়ে দিয়েছেন। (সুরা নিসা : ১)

২. নারী এবং পুরুষ যেন একই নদীর দুইটি ধারা।

আল্লাহ একই প্রাণ থেকে সৃষ্টি করেছেন নারী-পুরুষকে। তাই সৃষ্টিগত দিক থেকে নারী এবং পুরুষের মধ্যে কোন ভেদাভেদ নেই এবং উভয়ই পরিপূর্ণ মানব সত্তা। দুনিয়া এবং আখেরাতে কোথাও নারী এবং পুরুষের জন্য আল্লাহ্ অসম আচরণ করবেন না।

আল্লাহ্ বলেন,পুরুষ ও নারীদের মধ্যে যে-ই সৎকাজ করে এবং ঈমানদার হয়, তাকেই এক অভিনব পবিত্র জীবন শক্তি দান করব এবং এই সকল লোককে তাদের ভাল কাজ অনুযায়ী আমি পুরস্কৃত করব। (সুরা নহল : ৯৭)।

৩.নারী-পুরুষ নির্বিশেষে যারা এ পথ অনুসরণ করবে তাদেরকে সমানভাবে পুরস্কৃত করা হবে।

আল্লাহ বলেছেন :

নিশ্চয়ই মুসলমান পুরুষ ও নারীগণ, মোমেন পুরুষ ও নারীগণ, ভক্ত পুরুষ ও নারীগণ, সত্যবাদী পুরুষ ও নারীগণ, সহ্যকারী পুরুষ ও নারীগণ, বিনয়ী পুরুষ ও নারীগণ, দাতা পুরুষ ও নারীগণ, রোজা পালনকারী পুরুষ ও নারীগণ, এবং নিজেদের লজ্জাস্থান রক্ষাকারী পুরুষ ও নারীগণ, এবং আল্লাহ্কে অধিক স্মরণকারী পুরুষ ও নারীগণ - তাদের জন্য আল্লাহ্ ক্ষমা ও মহা পুরষ্কার রেখেছেন।” (সুরা আহজাব : ৩৫)।

নারী পুরুষের মতোই পরিপূর্ণ মানব সত্তা। সুতরাং ইসলামে নারী আর পুরুষের মধ্যে কোন ভেদাভেদ নেই ।

অনেকে বলেন হাদীসে আছে : স্বামীর পদতলে স্ত্রীর বেহেস্ত । এটা কোন হাদীস নয়।এটা হলো নারী জাতিকে পুরুষের পদসেবায় নিয়োজিত রাখার একটি কূট ষড়যন্ত্র এবং নারীকে নিশক যৌন দাসীতে রুপান্তরের ব্যর্থ প্রয়াসের একটা খন্ডিত চেষ্টা মাত্র ।

ইসলামে নারীর মর্যদা :

১.ইসলামী বিধান মানার ক্ষেত্রে নারী আর পুরুষের মধ্যে কোন পার্থক্য নেই ।

নারী যদি কোনদিক দিয়ে অপূর্ণ থাকতো তাহলে দায়িত্ব পালনের ক্ষেত্রেও তারতম্য থাকতো। যেমন : আল্লাহ তো এমন কোন বৈষম্য মূলক বিধান দেননি যে, পুরুষ একমাস রোজা রাখবে আর নারী অর্ধমাস রোজা রাখবে । এমনতো নয় যে, পুরুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আর নারী পড়বে আড়াই ওয়াক্ত । এমনতো নয় যে, পুরুষ হবে দাতা আর নারী হবে গ্রহীতা । এমন তো নয় যে, নারী হবে তার লজ্জাস্থানের হেফাজতকারী আর পুরষকে তার লজ্জাস্থানের হেফাজত করতে হবে না ! এই দিকটি লক্ষ্য করেই আল্লাহ সুরা নুরের ৩০ নং আয়াতে নারীদের লজ্জাস্হান হেফাজতের আগে পুরুষদেরকেই আগে লজ্জাস্হান হেফাজত করতে বলেছেন । এই বিষয়টি নিয়ে পুরুষরাই বেশী বাড়াবাড়ি করে থাকে ।

আমরা কুরআনে দেখছি রানী বিলকিস সাবা নামক বিশাল ও সমৃদ্দ রাজ্য শাসন করছেন । আমরা হাদিসের গ্রন্হে ও ঐতিহাসিক তথ্য-উপাত্তে দেখতে পাচ্ছি, উম্মে আমারা রা.-এর মতো অনেক নারী সাহাবী ইসলামের জন্য জিহাদ করছেন ও সম্মুখ যুদ্ধ অস্ত্র হাতে লড়াই করছেন । আমরা দেখতে পাই আয়েশা রা.-কে তেলোয়ার দিয়ে ইহুদীদের হত্যা করে মাথা বিচ্ছিন্ন করতে । ইসলামে নালি অবলা নয় । ইসলামে নারী ইসলামবিরোধীদের বিরোদ্ধে দুদর্শ ও সংগ্রামী যোদ্ধা ।

২. নারী মা।সেই দিক দিয়ে নারী মানব সভ্যতা রক্ষার কারিগর ।

আল্লাহর রাসুল (সা.)-এর বাণী -

১.” মা যখন সন্তানের প্রত্যাশায় থাকেন, তখন গর্ভধারণের পুরো সময়টাই সে প্রতিদান ও সওয়াব পায় যেমন সওয়াব ও প্রতিদান পায় একজন রোজাদার, রাত-জাগরণকারী, আনুগত্যকারী এবং আল্লাহ্র রাস্তায় জিহাদকারী।“

২. মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত । (ইবনে মাজাহ, নাসায়ী )।

৩. একবার এক ব্যক্তি এসে বলল, ইয়া রসুলুল্লাহ! আমার কাছে সদ্ব্যবহার পাবার যোগ্যতম ব্যক্তি কে? তিনি বললেন - তোমার মা। লোকটি আবার আরজ করলো, তারপর কে? তিনি বললেন - তোমার মা। পুনরায় সে আরজ করলো, তারপর কে? তিনি বললেন -তোমার মা । এরপর লোকটি আরজ করলো, তারপর কে? তখন তিনি বললেন -তোমার পিতা এবং তারপর পরম্পরাক্রমে অন্যান্য নিকট আত্মীয়।( বোখারী ও মুসলিম )

কুরআনের দৃষ্টিতে নারী হলো অফুরন্ত কল্যাণের কারণ :

ইসলামে নারীকে কল্যাণের কারণ বলা হয়েছে । অথচ অন্য ধর্মে বলা হয়েছে নরকের দরজা । কুরআনের দৃষ্টিতে নারীদের সাথে সদাচরণ করা প্রত্যেক পুরুষের জন্য ফরজ। আল্লাহর আদেশ - তোমরা নারীদের সাথে সদ্ভাবে জীবন যাপন করো, এমনকি তোমরা যদি তাদের পছন্দ নাও করো! এমন তো হতে পারে যে, যা কিছু তোমরা পছন্দ করো না, তার মধ্যেই আল্লাহ্ তায়ালা তোমাদের জন্যে অফুরন্ত কল্যাণ নিহিত রেখেছেন। (সুরা নিসা : ১৯)।

ইসলামের দৃষ্টিতে নারীর কর্মক্ষেত্র :

১.নারী পুরুষের মতোই সমান পড়ালেখার সুযোগ পাবে – এই কথা ইসলামে স্বীকৃত বিষয় । ইসলাম প্রত্যেক নর-নারীর জন্য জ্ঞান অর্জন করাকে ফরজ বলে ঘোষণা করেছে। মুহাম্মদ (সা.) নির্দেশ দিয়েছেন - তোমাদের কন্যাসন্তান থাকলে কিংবা বোন থাকলে তাদেরকে অবশ্যই ভাল খেতে দেবে, ভাল পরতে দেবে এবং সুশিক্ষা দেবে।

তিনি বলেছেন :” তোমরা তোমাদের সন্তানদেরকে শিক্ষা দাও কেননা তারা এমন যুগে বসবাস করার জন্য সৃষ্টি হয়েছে, যা তোমাদের যুগ নয়। “

বস্তুতই আমরা এখন এমন এক যুগে বসবাস করছি যে যুগে নারীকে শিক্ষার আলো থেকে বঞ্চিত রেখে সামাজিক, অর্থনৈতিক কোন মুক্তিই আসতে পারে না।

২. ইসলামে নারীদের সম্পদ অর্জন-রক্ষণ করার অধিকার স্বীকৃত । আর এই লক্ষ্যে নারী যে কোন কর্মকান্ডে অংশ নিতে পারে । প্রয়োজনে চাকুরী – ব্যবসা-বাণিজ্য-অধ্যাপনাসহ যাবতীয় সৃষ্টিশীল ও আয়বর্ধক কাজে অংশ নিতে পারবে । কারণ ইসলাম - সম্পত্তির মালিকানায়, অর্থোপার্জন, এবং অন্যান্য সকল নাগরিক অধিকার সমূহে নারী-পুরুষের সমান অধিকার দিয়েছে।

অর্থোপার্জনের ক্ষেত্রে নারীর অধিকার সম্পর্কে কুরআনের নির্দেশ - পুরুষ যা উপার্জন করেছে, তাতে তাদের অধিকার রয়েছে এবং নারীরা যা উপার্জন করেছে তাতে তাদের অধিকার রয়েছে। (সুরা নিসা : ৩২)।

হজরত জাবির বিন আবদুল্লাহ্ (রা.) থেকে বর্ণিত হাদীসে বলা হয়েছে - একজন মহিলা সাহাবি তালাকপ্রাপ্ত হয়ে রসুল (সা.)-এঁর কাছে খেজুর বাগানের ডাল কেটে বিক্রি করার অনুমতি চাইলে রাসুল (সা.) বলেন, ক্ষেতে যাও, তারপর নিজের খেজুর গাছ কাট। এই টাকা দিয়ে তুমি দান-খয়রাত অথবা অন্য কোন ভাল কাজ করতে পারবে। উল্লিখিত হাদীস প্রমাণ করে যে, নারীর কৃষিকাজে অংশগ্রহণ করার অধিকার রয়েছে।

আমাদের নবী মুহাম্মদ (সা.) -এর স্ত্রী খাদিজা (রা.) ছিলেন একজন ব্যবসায়ী এবং মহানবী (সা.) স্বয়ং স্ত্রীর পক্ষে সে ব্যবসা দেখাশোনা করতেন। অতএব নারীদের ব্যবসা-বাণিজ্য করে জীবিকা নির্বাহের অধিকার রয়েছে।

হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)-এঁর স্ত্রী নিজ উপার্জনে সংসারের খরচাদি চালাতেন। একদিন তিনি নবী করীম (সা.)-এর নিকট উপস্থিত হয়ে বললেন, আমি একজন কারিগর। আমি নিজ হাতের তৈরী করা পণ্য বিক্রি করি। এ ছাড়া আমার স্বামীর এবং আমার সন্তানদের জীবিকার অন্য কোন উপায় নেই। রসুল (সা.) বললেন, এভাবে উপার্জন করে তুমি তোমার সংসারের চাহিদা পূরণ করছ, নিশ্চয়ই তুমি বিরাট সওয়াবের অধিকারী হবে। সুতরাং, নারীর শিল্প স্থাপন এবং কারিগরী কাজে অংশগ্রহণের অধিকার রয়েছে।

৩.ইসলাম মেয়েদের প্রতিরক্ষা বাহিনীসহ আইন শৃঙ্খলা বাহিনীতে নারীদের কাজ করাকে গুরুত্ব দেয় ।কুরআন নারীদের যুদ্ধে যাবার অধিকার দিয়েছে। কুরআন বলছেন - তারাই বিশ্বাসী যারা আল্লাহ্ ও তাঁর রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করার পর সন্দেহ রাখে না এবং ধনপ্রাণ দিয়ে আল্লাহ্র পথে সংগ্রাম করে, তারাই সত্যনিষ্ঠ। (সুরা হুজুরাত : ১৫)। এ আয়াতের মাধ্যমে নারী-পুরুষ নির্বিশেষে আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধে যাবার অনুমতি দেয়া হয়েছে। কুরআন থেকে যুদ্ধে যাবার অনুমতি প্রাপ্তির পর পুরুষের পাশাপাশি বিশ্বাসী নারীরাও ঝাপিয়ে পড়েন রণাঙ্গনে।

উম্মে আম্মারা (রা.) ছিলেন একজন নারী সাহাবী। ওহুদের যুদ্ধে যোগদান করে তিনি অতুলনীয় বীরত্ব, দুর্দমনীয় সাহসিকতা ও অসাধারণ দৃঢ়তা প্রদর্শন করেছিলেন। তিনি ভোরবেলা শয্যা ত্যাগ করে উঠে যেতেন এবং যুদ্ধক্ষেত্রে উপস্থিত হতেন। এই যুদ্ধের প্রথম দিকে মুসলিম বাহিনী বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছিলো। কিন্তু পরে তাদের মধ্যে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিল। এই সময়ে তিনি রসুলে করীম (সা.)-এর নিকট উপস্থিত হয়ে তাঁর প্রতিরক্ষার উদ্দেশে তীর, তলোয়ার চালাতে শুরু করে দিলেন। এই সময় শত্রুপক্ষের নিক্ষিপ্ত তীর ও বল্লমের আঘাতে তাঁর দেহ ক্ষত-বিক্ষত হয়ে যায়। স্বয়ং নবী করিম (সা.) তাঁর বীরত্বপূর্ণ প্রতিরক্ষা যুদ্ধের কথা উল্লেখ করেছেন। বলেছেন - আমি ডানে ও বামে তাকিয়ে দেখেছি উম্মে আম্মারা (রা.) আমাকে রক্ষা করার জন্যে প্রবল বিক্রমে যুদ্ধ করছে। তাঁর পুত্রকে আহত করেছিল যে ব্যক্তি, তাকে সামনে পেয়ে তিনি তার উপর ঝাঁপিয়ে পড়েছিলেন এবং ক্রমাগত তীর নিক্ষেপ করে করে তাকে হত্যা করে স্বীয় পুত্রের উপর আক্রমণের প্রতিশোধ নিয়েছিলেন। একজন অশ্বারোহী শত্রু সৈন্য তার উপর আক্রমণ চালালে তিনি ঢালের আড়ালে আত্মরক্ষা করেন এবং শত্রু সৈন্যটির ফিরে যাওয়ার সময় তার অশ্বের পা কেটে দিলেন। এই সময় তার পুত্র, মায়ের সাহায্যে এগিয়ে আসে এবং মা ও পুত্র মিলে শত্রুকে সম্পূর্ণ নিধন করেন। নবী করীম (সা.) নিজে এই দৃশ্য অবলোকন করে স্বতঃস্ফুর্তভাবে বলে উঠলেন - আজ উম্মে আম্মারা তুলনাহীন সাহসিকতা ও দৃঢ়তা প্রদর্শন করেছেন। ওহুদ ছাড়াও খায়বর, হুনাইন ও ইয়ামামার যুদ্ধেও তিনি যোগদান করেছিলেন। ইয়ামামার যুদ্ধে লড়াই করতে করতে তাঁর হাত কাটা গিয়েছিল এবং সর্বাঙ্গে বহুসংখ্যক ক্ষত দেখা দিয়েছিল।

বিয়ের দ্বিতীয় দিন খালিদ ইবনে সাঈদ ওয়ালিমার আয়োজন করলেন। লোকজন তখনো খাওয়া-দাওয়া শেষ করতে পারেনি। এমন সময় রোমানরা যুদ্ধের জন্য ব্যূহ রচনা শুরু করে। তুমুল যুদ্ধ শুরু হলে নববধূর সাজে সজ্জিতা উম্মু হাকীম তাঁর তাঁবুর একটি মোটা দন্ড নিয়ে যুদ্ধের ময়দানে ঝাপিয়ে পড়েন এবং একাই শত্রুসেনাদের সাতজনকে হত্যা করেন। রোমানদের বিরুদ্ধে জেহাদে খ্যাতিলাভকারী বিখ্যাত ব্যক্তিত্ব হাবীব ইবনে সালামকে এক যুদ্ধের সময় তাঁর স্ত্রী জিজ্ঞেস করলেন, বলুন তো, আগামীকাল আপনি কোথায় থাকবেন? জবাবে তিনি বললেন, ইনশাল্লাহ্ শত্রুদের ব্যুহের অভ্যন্তরে অথবা জান্নাতে।’ জবাব শুনে স্ত্রীও পূর্ণ দৃঢ়তার সাথে বললেন, এ দুটি জায়গার যেখানেই আপনি থাকুন না কেন, আমি আশা করি আমার অবস্থানস্থলও তাই হবে। উল্লেখিত ঘটনা ছাড়াও ইয়ারমুকের যুদ্ধে আসমা বিনতে ইয়াজিদ (রা), হুনাইনের যুদ্ধে হারিসার বীরত্ব ইসলামের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। শুধু সম্মুখ সমরে নয়, পরোক্ষভাবেও নারী যুদ্ধের সময় যুগিয়েছে অনুপ্রেরণা, আহতদের দিয়েছে সেবা, ক্ষুধার্তকে সরবারহ করেছে খাদ্য।

ঐতিহাসিক ইবনে ইসহাক লিখেছেন - খায়বরের যুদ্ধে নবী করীম (সা.) -এঁর সঙ্গে বিপুল সংখ্যক মহিলা সাহাবি যোগদান করেছিলেন। হাশর ইবনে জিয়াদের দাদী, আম্মা এবং আরও পাঁচজন মহিলাও এই যুদ্ধে যোগদান করেন। তাঁরা কি জন্যে এসেছেন জিজ্ঞেস করা হলে তাঁরা বললেন - হে রসুল! আমরা এসেছি এই উদ্দেশ্য নিয়ে যে, আমরা কবিতা পাঠ করব এবং এর সাহায্যে আমরা আল্লাহর পথে জিহাদের প্রেরণা যুগিয়ে সাহায্য করব। আমাদের সঙ্গে আহতদের চিকিৎসার ঔষধপত্র রয়েছে। তীর নিক্ষেপকারীদের হাতে আমরা তীর পরিবেশন করব এবং প্রয়োজন হলে ক্ষুধার্তদের ছাতু বানিয়ে খাওয়াব। উল্লেখ্য, জামালের যুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন স্বয়ং আয়েশা (রা.)।

মুসলিম ও বোখারী শরীফের বেশ কয়েকটি হাদীসেও নারীদের যুদ্ধে যাবার যথেষ্ট প্রমাণ রয়েছে। ইসলামের বিজয় পতাকা ওড়াতে যেই নারী বীরত্বের সাথে লড়াই করেছে, আত্মাহুতি দিয়েছে ।



নারীদের নেতৃত্ব প্রদান ও সংগঠণ করার অধিকার ইসলাম দিয়েছে :


রাসূল (সা.)-এঁর সময়ে এবং তৎপরিবর্তী কালে খুলাফায়ে রাশেদীনের যুগে নারীদের স্বতন্ত্র সংগঠন ছিল। তারা নিজেদের সমস্যাদি নিয়ে আলোচনা করেছে, তাদের মধ্য থেকে নেত্রী নির্বাচন করেছে এবং রাসুল (সা.)-এর নিকট প্রতিনিধি প্রেরণ করেছে।

বর্ণিত আছে, হজরত যায়দ (রা.)-এর কন্যা হজরত আসমা (রা.) নারী নেত্রী হিসেবে রাসুল (সা.)-এঁর নিকট হাজির হয়ে বললেন, “আমার পশ্চাতে মুসলিম মহিলাদের যে দল রয়েছে, আমি তাদেরই প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়েছি। তাদের সকলে আমার কথাই বলেছেন এবং আমি যে মত পোষণ করি, তারাও সে মতই পোষণ করেন।”

খুলাফায়ে রাশেদীনের সময় মহিলারা আলাদা জামাতে নামাজ পড়েছে। বিভিন্ন হাদীস গ্রন্থে এমন বর্ণনা রয়েছে -

হজরত আয়েশা (রা.) নামাজের আজান দিতেন, ইকামত বলতেন, মহিলাদের ইমামতি করতেন এবং তিনি তাদের মাঝখানে দাঁড়াতেন। জামাতের সাথে নামাজ এবং হজরত আয়েশা (রা.)-এঁর ইমামতি করা নারী সংগঠন এবং নারী নেতৃত্বের বৈধতাই প্রমান করে। আরো অনেক নারী সাহাবী এভাবে নামাজ পড়েছেন । [ এবিষয়ে আমার একটা লেখা আছে । আশা করি পড়ে দেখবেন সবাই । ]

[ এই লেখায় ছবিগুলোতে আমেরিকা, বসনিয়া,মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় নারী পুরুষদের জামায়াতে নামাজ পড়ার দৃশ্য প্রদর্শন করেছি । আমাদের দেশে এমন দৃশ্য বিরল । কারণ আমাদের দেশে ইসলামের সঠিক শিক্ষার চর্চা নেই বল্লেই চলে । ]



চলবে (পরবর্তী পর্ব পড়ার জন্য আশা করি আমার সাথেই থাকবেন । )

বিষয়: বিবিধ

৪৩৪৬ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

317179
২৭ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৩২
শেখের পোলা লিখেছেন : নারী ও পুরুষের সর্বক্ষেত্রে অবাধ মেলামেশা চালু করার মিশণ নিয়েই আপনার আবির্ভাব৷ অনেক ছবি দিয়েছেন, তবে নবী ককরিম সঃ নারী পুরুষ মিলেমিশে নামাজ পড়েছেন এমন কোন সন্ধান পেলে দেবেন৷ আর সাধান করি নিজের দেশে পথ ভ্রষ্ঠ কিছু হঠকারী আমেরিকান মুসলীমদের কালচার মদানী করার চেষ্টা করবেন না৷
২৭ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:০৫
258337
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : নামাজের জামায়াতে ‪‎সারিবদ্ধতার নিয়ম‬ :
১.দুই জন লোক হলে জামাআতে নামাজ পড়া যাবে । তখন ইমাম বামে ও মুক্তাদী ডাইনে দাঁড়াবে।
২.তিনজন পুরুষ হলে ইমাম সম্মুখে এবং দুজন পুরুষ পিছনে দাড়াবে । বিশেষ কারণে ইমামের দু’পাশে দু’জন সমান্তরালভাবে দাঁড়াতে পারেন। তার বেশী লোক হলে অবশ্যই পিছনে সারি করতে দাড়াতে হবে ।
৩.যদি কিছু সংখ্যক পুরুষ ও কিছু সংখ্যক মহিলা জামায়াতে নামাজ পড়তে আসে, তাহলে সামনের সারিগুলো পুরুষগণ ও পিছনের সারিগুলোতে মহিলাগণ দাঁড়াবেন।
৪. যদি কিছু সংখ্যক পুরুষ ও কিছু সংখ্যক মহিলা জামায়াতে নামাজ পড়তে আসে, তাহলেপুরুষ সকলের ইমাম হবেন। কিন্তু নারী কখনো পুরুষের ইমাম হবেন না। নারী ও পুরুষ কখনোই পাশাপাশি দাঁড়াবেন না।
৫. দুইজন বয়স্ক পুরুষ, একটি বালক ও একজন মহিলা মুছল্লী হলে বয়স্ক একজন পুরুষ ইমাম হবেন। তাঁর পিছনে উক্ত পুরুষ ও বালকটি এবং সকলের পিছনে মহিলা একাকী দাঁড়াবেন।
৬. যদি দুজন পুরুষ ও একজন মহিলা হন, তাহলে ইমামের ডাইনে পুরুষ মুক্তাদী দাঁড়াবেন এবং পিছনে মহিলা একাকী দাঁড়াবেন।
৭.একজন পুরুষ ও একজন মহিলা হলে সামনে পুরুষ ও পিছনে মাহিলা দাঁড়াবেন। এই ক্ষেত্রে ইমাম মেয়ের বাবা অথবা ভাই অথবা স্বামী অথবা ছেলে হতে হবে ।অন্যথায় এধরনের নামাজ বাতিল বলে গণ্য হবে ।
৮.ইমামকে মধ্যবর্তী ধরে কাতার ডাইনে ও বামে সমান করতে হবে। তবেডাইনে সামান্য বৃদ্ধি হতে পারে ।
৯.প্রয়োজনে ইমাম উঁচুতে ও মুক্তাদীগণ নীচে দাঁড়াতে পারেন।
১০.ইমামের আওয়ায পৌঁছলে ইমাম নীচে থাকুন বা উপরে থাকুন ছালাত আদায় করা জায়েয।
১১.এক ব্যক্তি দ্বিতীয়বার জামা‘আতে ইমাম বা মুক্তাদী হিসাবে যোগদান করতে পারেন। তখন দ্বিতীয়টি তার জন্য নফল হবে।
১২.ইমাম অতি দীর্ঘ করলে কিংবা অন্য কোন বাধ্যগত কারণে মুক্তাদী সালাম ফিরিয়ে জামা‘আতত্যাগ করে একাকী শুরু থেকে ছালাত আদায় করতে পারবেন।
‪‎১৩. কাতার সোজা করা‬ : ১.সম্মুখের কাতারগুলি আগে পূর্ণকরতে হবে।২.কাতার সোজা করতে হবে এবং কাঁধেকাঁধ ও পায়ে পা মিলাতে হবে।‪

আমেরিকান মুসলীমদের কালচার আমদানী করার চেষ্টা করছি না । আমি সঠিক ইসলামী সংস্কৃতিকে তুলে ‍ধরছি ।

বাংলাদেশের ইসলামী সংস্কৃতি দেওবন্দী-মওদুদী-ওহাবী সংস্কৃতি । এসবের সাথে অনেক ক্ষেত্রে সত্যিকার ইসলামের মর্মবাণীর ভিন্নতা রয়েছে ।
জাজাকাল্লাহ খাইর ।
(এব্যাপারে বিস্তারিত তথ্য ও কুরআন ও হাদিসের আলোকে আলোচনা আলাদা একটা লেখায় দিবো )
317185
২৭ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:০৩
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : শেখের পোলা : নবী ককরিম সঃ নারী পুরুষ মিলেমিশে নামাজ পড়েছেন এমন কোন সন্ধান সহীহ হাদিসে রয়েছে । এসম্পর্কিত হাদিস অনেক আছে । আমি পরবর্তীতে অন্য লেখায় সেগুলো উল্লেখ করবো ।

হাদিস অনুযায়ী :
১.যদি কিছু সংখ্যক পুরুষ ও কিছু সংখ্যক মহিলা জামায়াতে নামাজ পড়তে আসে, তাহলে সামনের সারিগুলো পুরুষগণ ও পিছনের সারিগুলোতে মহিলাগণ দাঁড়াবেন।
২. যদি কিছু সংখ্যক পুরুষ ও কিছু সংখ্যক মহিলা জামায়াতে নামাজ পড়তে আসে, তাহলেপুরুষ সকলের ইমাম হবেন। কিন্তু নারী কখনো পুরুষের ইমাম হবেন না। নারী ও পুরুষ কখনোই পাশাপাশি দাঁড়াবেন না।
৩. দুইজন বয়স্ক পুরুষ, একটি বালক ও একজন মহিলা মুছল্লী হলে বয়স্ক একজন পুরুষ ইমাম হবেন। তাঁর পিছনে উক্ত পুরুষ ও বালকটি এবং সকলের পিছনে মহিলা একাকী দাঁড়াবেন।
317186
২৭ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৩০
আবু জান্নাত লিখেছেন : আপনার কিছু কিছু ব্যখ্যায় মনে হয় আপনি একজন আলেম বা দার্শনিক। কিন্তু বেশিরভাগ পোষ্টে আপনাকে পাগল মনে হয়। অথবা ইসলামের মুখোশে ভিন্ন মিশনে ব্যস্ত মনে হয়। আপনার শুভ বুদ্ধির উদয় হোক।
২৭ এপ্রিল ২০১৫ রাত ১১:০৯
258381
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : আমি নিজে টানা দশ বছর চাকুরী বা ব্যবসা না খুজে শুধু মাত্র বাংলাদেশের সমস্যা এবং মুসলিম বিশ্বের সমস্যা নিয়ে পড়াশোনা করেছি । সুতরাং আমার চিন্তার সাথে বা আমার লেখালেখির সাথে সবার মিল নাও থাকতে পারে । কারণ তাদেরকে আমার চিন্তা ও ভাবনাকে বোঝার জন্য সেই ধরণের পড়াশোনা ও গভীরভাবে চিন্তা ও গবেষণার প্রয়োজন হবে । উপরন্তু তাদের বড় অংশ পড়াশোনা করেন না । তারা কোন হুজুর কি বলেছেন আর কোন আলেম কি বলেছেন - তার উপর নির্ভর করে থাকে এবং তাদের কথাকেই তারা এক মাত্র সঠিক ও বস্তুনিষ্ঠ বলে মনে করে ।

আজ যারা আমাকে আজে বাজে কথা বলছে, এক সময় দেখা যাবে তাদের বড় অংশ আমার কথাগুলোর গুরুত্ব বুঝতে পারবে ।

আমি কারো হাত তালি বা বাহবা পাওয়ার জন্য লেখালেখি করি না ।

আমি আলেম বা দার্শনিক কি না জানি না । তবে আমি জোড় দিয়ে বলছি আপনারা যাদের আলেম বা দার্শনিক বলেন আমি তাদের সাথে চলাফেরা করে আনন্দ পাই এবং তাদের সাথে আমি মতে আদান প্রদান করি ।


আমার মতে তারাই আলেম যারা কুরআনের বেশ কিছু আয়াত অনুযায়ী কাজ ও গবেষণা করে থাকেন ।

আলেম শব্দটি আরবী ভাষায় ইলম শব্দ হতে এসেছে । ইলম শব্দের অর্থ জ্ঞান । জ্ঞান শব্দটির ব্যাপ্তী বিশাল ও ব্যাপক ।দুনিয়া ও আখেরাত কেন, মহাজগতের মধ্যে এমন কিছুই নেই যা এর আওতায় পড়ে না । জ্ঞান অর্জন করতে হয় পড়া-লেখা করে, চিন্তা ও গবেষণা করে । মুহাম্মাদুর রাসুলুল্লাহ ( সা. ) - এর কাছে প্রেরিত প্রথম বাণী সুরা আলাকের প্রথম পাঁচ আয়াত (কুরআন সুরা ৯৫ : ১ হতে ৫ আয়াত) - এ এর প্রমাণ পাওয়া যায় ।

ইলম বা জ্ঞানের কোন সীমা নির্ধারন করা সম্ভব নয় । জ্ঞানের রাজ্যের অতি সামান্যই আমরা অর্জন করতে পারি । জ্ঞানের শাখা প্রশাখার শেষ নেই । আগে চিকিৎসা বিদ্যার জ্ঞান এককভাবে ছিল । এখন তা হাজারো ভাগে বিভক্ত ।


হাজারো ধরণের জ্ঞান আধার হচ্ছে কুরআন । সুরা ইয়াসীনের ৩৬:২ আয়াত হচ্ছে তার প্রমাণ । সুরা আর রহমানের ৫৫:৫ আয়াতের অর্থ হচ্ছে চন্দ্র – সূর্য সুবিদিত হিসাব মতো চলছে । গ্রহ নক্ষত্রের ঘুরার হিসেব এবং এগুলো নিয়ে গবেষণার নিয়ম যাদের জানা নেই তাকে সার্বিক বিবেচনায় আংশিক জ্ঞানী বলাই ভাল । এই কথা পড়ার সাথ সাথে আলোচিত লোকদের মধ্য হতে কিছু লোকের ধৈর্যচ্যুতি ঘটতে পারে । কারণ, কম জ্ঞানীদের ধৈর্য কম থাকারই তো কথা ।

সবাই সব জ্ঞান অর্জন করতে পারব না এবং পারার কথাও না । সেজন্যই তো বলেছেন “সকল মুসলিম নর-নারীর জন্য জ্ঞান অন্বেষণ ফরজ” । আরও বলেছেন, জ্ঞান অর্জনের মেয়াদ দোলনা হতে কবরে যাওয়ার আগ পর্যন্ত । অথচ মুসলিমগণ এসকল নির্দেশনার অর্থই অনুধাবন করতে চরমভাবে ব্যর্থ হয়েছেন । তাই মানার প্রশ্ন অবান্তর ।
এতে করে আল্লাহ ও মুহাম্মাদুর রাসুলুল্লাহ ( সা ) - এর হুকুম মানা হলো কিনা তা ভেবে দেখতে হবে । যদি তা না হয় তাহলে এর জন্য দায়ী কে ?
অজ্ঞদের কায়ী করা যায় না, কারণ তারা তো অজ্ঞ । তাই আলেমদের কথাই বলতে হয় ।


আলেমদের মধ্যে কিছু আছেন সার্টিফিকেটধারী এবং কিছু আছেন সার্টিফিকেটবিহীন । সার্টিফিকেটধারীদের মধ্যে কেউ কেউ বর্তমান সময়কার জ্ঞান-বিজ্ঞান-প্রযুক্তি আয়ত্ব করাকে গ্রহণযোগ্য বলেছেন এবং চর্চা করাও শুরু করেছেন । যেমন : ইউসুফ কারযাভী ।


তবে সনদবিহীনদের মধ্যে অনেকে বিশ্বব্যাপী ইসলামের কথা ও গবেষণা অমুসলিমদের কাছে তুলে ধরছেন । কিন্তু সার্টিফিকেটধারীদের অধিকাংশই ধর্ম ব্যবসা, গালিগালাজ, ভিক্ষাবৃত্তি এবং পশ্চিমা ইহুদী- খৃষ্টান, হিন্দু সাম্রজ্যবাদী ও ইসলামবিনাশী শক্তির উপর পূর্ণ আস্হা ও বিশ্বাস রাখে এমন মুসলিম নামধারীদের পদলহেন করছেন এবং তাদের থেকে মাসোহারা নিচ্ছেন । নুন খাচ্ছেন এবং তাদের গুণ গাচ্ছেন । এবং অনেকেই মানষিকভাবে প্রস্তুত হচ্ছেন অদুর ভবিষ্যতে এমন সব মসজিদের সাথে যুক্ত থাকার যেগুলোর অর্ধাংশে হিন্দুদের পুজা-অর্চনা-ভোগ-আরতি-যাজ্ঞের ব্যবস্হা থাকবে ।


কুরআনের আলোকে কারা আলেম :

এখন আমরা দেখবো কুরআনুল কারীমে কাদের আলেম বা জ্ঞানী ব্যক্তি বলা হয়েছে বা কোন ধরণের গুণাবলী থাকলে আলেম বা জ্ঞানী হওয়া যাবে –

১. কুরআন তিলাওয়াত এবং তিলাওয়াতের হক আদায়কারী (২:১২১)

২. কুরআন তিলাওয়াত করেন ধীরে ধীরে সুস্পষ্টভাবে (৭৩:৪)

৩. কুরআন তিলাওয়াত করেন এবং বুঝে-শুনে করেন (৬১:১১)

৪. কুরআন তিলাওয়াত করেন এবং আমল করেন (৪৭:১২)

৫. কুরআন তিলাওয়াত করেন এবং নিজেকে পরিশুদ্ধ করেন (২:১৫১)

৬. কুরআন তিলাওয়াত করেন এবং সেটা নিয়ে ভাবনা করেন (২৮:৭২,৪৩:৫১,৫১:২১)

৭. কুরআন তিলাওয়াত করেন এবং তা সদা সর্বদা স্মরণের মাধ্যমে অনুস্বরণ করেন (১০:৩,১১:২৪,১১:৩০,১৬:১৭,২৩:৮৫,৩৭:১৫৫,৪৫:২৩)

৮. কুরআন তিলাওয়াত করেন এবং তা হতে জ্ঞান আহরণ করেন
(২:৪৪,২:৭৬,৬:৩২,৭:১৬৯,১০:১৬,১১:৫১,১২:১০৯,২১:১০,২১:৬৭,২৩:৮০,২৮:৬০,৩৭:১৩৮)

৯. কুরআন তিলাওয়াত করেন এবং তা নিয়ে চিন্তা-ভাবনা করেন (৬:৫০,১০:২৪)

১০. কুরআন তিলাওয়াত করেন এবং তা নিয়ে গবেষণা করেন (৪৭:২৪)


উপরোক্ত দশটা দিকের প্রথম পাঁচটা পর্যস্ত সাধারণত সব আলেম পালন কর থাকনে । বাকীটা পাঁচটা দিক বর্তমানে পরিত্যক্ত হয়ে আছে । ইদানিং কিছু মাদ্রাসায় বিজ্ঞান চর্চা শুরু হয়েছে । একুশ শতাব্দীর শেষের দিকে বুঝা যাবে তারা কত দুর এগিয়েছেন । তবে ততক্ষণে অমুসলিমগণ কি আর বসে থাকবে ? মহাবিশ্বের সকল রহস্য উদঘাটন করা সম্ভব নয় । কিন্তু জানার চেষ্টা তো অব্যহত রাখতে হবে ।গবেষণালব্দ এই জ্ঞানকে কুরআন সুন্নাহর আলোকে গ্রহণ করে নিতে হবে ।


বর্তমানে ধর্ম ব্যবসায়ীদের কার্যক্রম :

বর্তমানে ধর্ম ব্যবসায়ীদের কার্যক্রম শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা ও ওয়াজের মধ্যে সীমাবদ্ধ ।

বর্তমানে বাংলাদেশে ওয়াজ বলতে বোঝায় মাইকে ঘোষনা দিয়ে লোকজন জমায়েত করে ভীত্তিহীন কথা, অশালীন কথা, গালি গালাজ করা, এক হুজুর আরেক হুজুরের বিরোদ্ধে কথা বলা, মহিলাদের গালিগালাজ করা, জাকির নায়েককে গালি গালাজ করা, আহলে হাদিস আর হানাফী মাষহাবের বিভিন্ন দুর্বোধ্য বিষয় নিয়ে কথা বলা (যেমন : তিন তালাক বল্লে বিবি তালাক হওয়া, নামাজে সুরা ফাতেহা পড়া ইত্যাদি), অত্যাচারী ও ইসলামবিরোধী সরকারের গুনগান গাওয়া, ইসলামী সংগঠণের নেতাদের গালিগালাজ করা ও বদদোয়া করা ।



আপনি আমার সম্পর্কে বাজে ধারণা পোষণ করলে আল্লাহও আপনাকে ক্ষমা করবেন না । কারণ তিনি বলেছেন :
১. দুর্ভোগ প্রত্যেকের যে পিছনে ও সামনে লোকের নিন্দা করে । (কুরআন ১০৪: ১ )

২. হে বিশ্বাসীগণ ! তোমরা বেশীর ভাগ ক্ষেত্রে অনুমান থেকে দুরে থাক । কারণ কোন ক্ষেত্রে কল্পনা বা অনুমান পাপ, আর তোমরা একে অপরের গোপনীয় বিষয় খোজ করো না ও একে অপরের পিছনে নিন্দা করো না । তোমাদের মধ্যে কেউ কি তার মরা ভাইয়ের লাশ খেতে চাইবে ? তোমরা তো এক ঘৃণা করা । তোমরা আল্লাহকে ভয় কর । আল্লাহ তওবা গ্রহণ করেন, দয়া করেন ।( কুরআন ৪৯: ১২)

৩. অনুসরণ করো না যে বিষয়ে তোমার জ্ঞান নাই । কান, চোখ,হৃদয় - এসবের সবা্র কাছে ( হাশরের মাঠে ) কৈফিয়ত তলব করা হবে ।

আপনি আমার পোস্ট পড়ে আমার সম্পর্কে ধারণা করছেন আর নিজেই বলছেন আপনার ধারণা ঠিক । এথেকে বোঝা যায় হাত গণণাবিদরাও আপনার কাছে হার মানবে ।

ভাল থাকুন । সুস্হ থাকুন । আপনার ব্যাপারে আল্লাহর কাছে আমি এটাই চাই । আশা করি আপনি আমাকে ছেড়ে যাবেন না ।
317199
২৭ এপ্রিল ২০১৫ রাত ০৮:০৩
হতভাগা লিখেছেন : মদিনাতে মহিলাদের জন্য সম্পূর্ন আলাদা জায়গা করে দেওয়া আছে নামাজের জন্য । মক্কাতে সেরকম করার সুযোগ না থাকলেও মহিলাদের জন্য কিন্তু পেছনে বা আলাদা একটা জায়গা করে দেওয়া হয় যাতে পুরুষের সাথে একেবারে ঘেষাঘেষি না হয় ।

মক্কা মদিনার চেয়ে আমেরিকা , বসনিয়া , মালয়েশিয়া কি বেশী অনুসরণ যোগ্য ?

আমরা কুরআনে দেখছি রানী বিলকিস সাবা নামক বিশাল ও সমৃদ্দ রাজ্য শাসন করছেন ।


০ বিলকিসরা তখন সূর্যকে পূঁজা করতো (যেটা হুদ হুদ পাখি দেখে এসেছিল) । পরে সে সুলাইমান (আঃ) এর কাছে বশ্যতা স্বীকার করেছিল এবং আল্লাহর উপর ঈমান এনেছিল।


মহিলাদের যুদ্ধে শরীক হবার কথার চেয়ে তাদেরকে ঘরে থাকার কথা বলা হয়েছে বেশী । যখন কোন পুরুষ যখন জিহাদে না যাবার বাহানা খুঁজতো তখন তাকে পশ্চাতে থাকা নারীদের সাথে তুলনা করা হত । নারী , শিশু ,বৃদ্ধ এবং অসুস্থদেরকে জিহাদে যাবার ক্ষেত্রে ছাড় দেওয়া হত ।

এ থেকে পরোক্ষভাবে বোঝা যায় যে নারীদের যুদ্ধে যাবার ক্ষেত্রে সেরকম কোন নির্দেশ ছিল না বরং ঘরে থাকার কথাই বোঝা যায় ।
২৭ এপ্রিল ২০১৫ রাত ১১:০৩
258380
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : হতভাগা : আপনি পুরাতন ব্লগার । খুব সম্ভব সোনার বাংলা ব্লগ হতেই আমার লেখা পড়েন । নারী নেতৃত্ব সম্পর্কে আমার একটা লেখা আছে । সেখানে আমি বিলকিস প্রসঙ্গ এনেছি ।

আপনি বর্তমান সময়ের মদীনার প্রসঙ্গ এনেছেন । আপনাকে আমি ছয়টি বিশুদ্ধ হাদিস গ্রন্হ ভাল করে পড়ার অনুরোদ করছি । এগুলোতে নামাজের সারি কীভাবে করা হবে আর মেয়েরা নামাজের কোন সারিতে অবস্হান করবেন তার কথাও বিস্তারিতভাবে বলা আছে ।

আমেরিকা , বসনিয়া , মালয়েশিয়া কি বেশী অনুসরণ যোগ্য ? উত্তর : তারা যদি সত্যিকার ইসলাম চর্চা করে তাহলে অনুসরণযোগ্য ।

বর্তমানে সৌদি আরব সত্যিকার ইসলামের চর্চা করছে না । কারণ : ১. রাজতন্ত্র । ২. মিশরে সৌদি আরবের কর্মকান্ড ও সেনা শাসক দিয়ে গণহত্যা । ৩. ইয়েমেনের সৌদি আরবের আগ্রাসন .......ইত্যাদি ইত্যাদি ।

ভাই । কুরআনের প্রথম ওহী । ইকরা । মানে পড় । আমাদের পড়াশোনা করতে হবে ।

দয়া করে অন্তত বুখারী শরীফের নামাজ সম্পর্কিত হাদিসগুলো দেখুন । এগুলোতে মেয়েরা কীভাবে মসজিদে নামাজ পড়তো এবং কোন দরজা দিয়ে বের হতো - এসব তথ্য দেওয়া আছে ।
২৮ এপ্রিল ২০১৫ সকাল ০৯:২১
258432
হতভাগা লিখেছেন : ঠিক ধরেছেন ।

আপনি / আপনারা না কি সব প্রতিযোগিতার আয়োজন করেন ফি-বছর , সেগুলোর আপডেট দিয়েন।
317201
২৭ এপ্রিল ২০১৫ রাত ০৮:০৯
নিমু মাহবুব লিখেছেন :
২৭ এপ্রিল ২০১৫ রাত ১০:৫৭
258379
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : লেখার জবাব লেখা দিয়ে দিয়ে । আপনার আচরন আওয়ামী সন্ত্রাসীদের মতো ।
317202
২৭ এপ্রিল ২০১৫ রাত ০৮:০৯
মনসুর আহামেদ লিখেছেন : ফকরুল ভাই, আপনি বাংলাদেশে থাকেন । আমেরিকায় থাকেন না। আমেরিকায় সমাজ ব্যবস্থা ভিন্ন রকম। আপনাকে চিন্তা করতে হবে
আপনার সমাজ ব্যবস্থার আলোকে। আপনার
Design thinking ঠিক আছে।
২৭ এপ্রিল ২০১৫ রাত ১০:৫৬
258378
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : আমি যে দেশে থাকি না কেন তা গুরুত্বপূর্ণ নয় । কারণ :
১। ইসলাম দেশ বা সমাজ দিয়ে বিচার হয় না ।
২। হাসরের মাঠে আল্লাহ বলবেন না আমাদের দেশ কি ছিল ।
৩। কুসংস্কারাচ্ছন্ন-ধর্মান্ধ-কুপমন্ডুক সমাজকে বদলাতে হয় ।
আর এই কাজ আমাকে আপনাকে সবাইকে করতে হবে । এজন্য আপনার উচিত আমেরিকা ছেড়ে বাংলাদেশে আসা ।

আজ যারা আমাকে আজে বাজে কথা বলছে, এক সময় দেখা যাবে তাদের বড় অংশ আমার কথাগুলোর গুরুত্ব বুঝতে পারবে ।

আমি কারো হাত তালি বা বাহবা পাওয়ার জন্য লেখালেখি করি না ।

আমি নিজে টানা দশ বছর চাকুরী বা ব্যবসা না খুজে শুধু মাত্র বাংলাদেশের সমস্যা এবং মুসলিম বিশ্বের সমস্যা নিয়ে পড়াশোনা করেছি । সুতরাং আমার চিন্তার সাথে বা আমার লেখালেখির সাথে সবার মিল নাও থাকতে পারে । কারণ তাদেরকে আমার চিন্তা ও ভাবনাকে বোঝার জন্য সেই ধরণের পড়াশোনা ও গভীরভাবে চিন্তা ও গবেষণার প্রয়োজন হবে । উপরন্তু তাদের বড় অংশ পড়াশোনা করেন না । তারা কোন হুজুর কি বলেছেন আর কোন আলেম কি বলেছেন - তার উপর নির্ভর করে থাকে এবং তাদের কথাকেই তারা এক মাত্র সঠিক ও বস্তুনিষ্ঠ বলে মনে করে ।


জাজাকাল্লাহ খাইর । ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবীন ।
317263
২৮ এপ্রিল ২০১৫ রাত ০৩:৩৫
রক্তলাল লিখেছেন : মোটেও এমেরিকা বসনিয়া মালয়েশিয়াতে অবাধে নামাজ হয়না।
প্রায় সবখানেই আলাদা ব্যবস্থা থাকে। ছবি গুলোতেও মোটেও নারী পুরুষ একসাথে নয়।


এটা দাজ্জাল ইসারেলি মিশন নিয়ে নেমেছে, মিথ্যার বেসাতী তার সম্বল। @ফখরুল আপনি ইসলম নিয়ে মাথা ঘামানো বাদ দিয়ে রবীন্দ্র সংগীত শিখছেন সেটা নিয়েই ব্যস্ত থাকেন।

২৮ এপ্রিল ২০১৫ রাত ০৪:১৬
258415
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : ছবি গুলোতেও মোটেও নারী পুরুষ একসাথে নয় - একটু স্ক্রীনশট দিয়ে দেখান । আমার ছবিগুলোতে দেখা যাচ্ছে - নামাজের ইমাম সাহেব একজন পুরুষ । তারপরের সারিগুলোতে পুরুষরা নামাজে দাড়িয়েছেন এবং পুরুষদের সারিগুলোর শেষের দিক হতে নারীদের নামাজের সারি শুরু হয়েছে । এভাবে নামাজ পড়াকে কি আপনি নারী পুরুষের আলাদা নামাজ পড়ার ব্যবস্হা বলেন কি করে ??? !!! বিষয়টা হাস্যকর নয় কি ?

আপনি এসব ছবি দেখে বলতে পারেন যে নারীরা আলাদা নামাজ পড়ছে এবং তাদের ইমামও একজন নারী ।






আমি মিথ্যা বা অসত্য তথ্য দিয়ে কখনো কোন লেখালেখি করি না ।


ইসলাম আপনার নিজের সম্পত্তি না যে আমি ইসলাম নিয়ে মাথা ঘামাবো না । আর আমি কি করবো কি করবো না তাও আপনার পরামর্শ বা উপদেশ নিয়ে করতে বাধ্য নই ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File