Islamic Learning Testing System কি ও কেন ?
লিখেছেন লিখেছেন মোহাম্মদ ফখরুল ইসলাম ১৬ এপ্রিল, ২০১৫, ০৭:৩৭:৩০ সকাল
পরীক্ষা দিন । পুরস্কার জিতুন । ইসলামের আলোকে জীবন গড়ুন ।
আলহামদুলিল্লাহ । আল্লাহর অশেষ রহমতে Islamic Learning Testing System
কোর্স কারিকুলাম বানানো শেষ করলাম ।
Islamic Learning Testing System কি ? :
এটি অনেকটা ইংরেজী ভাষার জ্ঞান পরীক্ষণের IELTS পরীক্ষার মতো । এই পরীক্ষার মাধ্যমে ইংরেজী ভাষার দক্ষতা নিরুপন করা হয় ।
Islamic Learning Testing System পরীক্ষণটির মাধ্যমে যে কোন লোকের ইসলামের সাথে সম্পৃত্ত বিষয়গুলোর উপর কতটুকু দক্ষতা আছে তা যাচাই করা যাবে । ইসলামী বিষয়ের উপর এধরনের পরীক্ষণ পদ্ধতির ধারণা বাংলাদেশই নয় মুসলিম বিশ্বে নতুন ।
Islamic Learning Testing System - এর সাথে কারা যুক্ত আছেন ? :
এই কোর্স কারিকুলাম পরিচালনা করার ক্ষেত্রে বাংলাদেশের অনেক নামকরা অনেক বুদ্ধিজীবি ও প্রতিষ্ঠান আগ্রহ পোষণ করেছেন ।
Islamic Learning Testing System - এর কয়টি মডিউল আছে ? :
এই কোর্স কারিকুলামের মধ্যে ১০ টি ধাপ রয়েছে ।
সাধারণ স্তর (সব ধর্মের লোকদের জন্য উন্মুক্ত )
১. মৌলিক ইবাদত ও সামাজিক সম্পর্ক
২. ইসলামী সাধারণ জ্ঞান
মাধ্যমিক স্তর (সব ধর্মের লোকদের জন্য উন্মুক্ত )
৩. ১০০ কুরআনের আয়াত (ব্যাখ্যাসহ)
৪. ১০০ হাদিস (ব্যাখ্যাসহ)
উচ্চতর স্তর (শুধু মাত্র মুসলিমদের জন্য )
৫. মুসলিম বিশ্বের সংক্ষিপ্ত ইতিহাস
৬. বাংলাদেশের মুসলিম সমাজ ও সংস্কৃতি
৭. কুরআনের সাথে সম্পৃত্ত আরবী ভাষার ৫০০ শব্দ এবং এসবের ব্যবহার
৮. আরবী ভাষা ও ব্যকরণ
ভাষা শিক্ষা কোর্স
৯. আরবী ভাষায় কথা বলার সংক্ষিপ্ত কোর্স (সব ধর্মের লোকদের জন্য উন্মু্ক্ত)
১০. আধুনিক ভাষা শিক্ষা কোর্স ও তুলনামূলক ধর্মতত্ত্ব । ( বিভিন্ন ধর্মের উপর তুলনামূলক গবেষণা । বিভিন্ন ভাষার উপর দক্ষতা অর্জন । এই অংশ শুধু মাত্র ইসলাম প্রচারকদের জন্য । )
পরীক্ষা দেওয়ার নিয়ম :
আপনারা এই লিংকে যেয়ে এমন একটা নমুনা পরীক্ষা দিয়ে আসতে পারেন : http://www.testmoz.com/339638
পরীক্ষা দেওয়ার জন্য Your Name এর ঘরে আপনার ফেসবুক নাম লিখবেন (এখানে ফেসবুক নাম হলো ফেসবুক এড্রেসের শেষাংশ । যেমন : আমার ফেসবুক নাম হলো : fakhrul78 । কারণ আমার ফেসবুক এড্রেস : https://www.facebook.com/fakhrul78 )
আর Passcode এর ঘরে ILTS1 লিখে Continue বাটনে ক্লিক করে পরীক্ষা দিতে শুরু করুন ।
Islamic Learning Testing System চালূ করার জন্য আমি নিজেই একটা সাইট ও এপস্ বানাচ্ছি ।
আশা করি আমার এই কাজের সফলতার জন্য আপনারা সবাই দুয়া করবেন ।
যারা আজকের পরীক্ষাটা দিবেন তাদের মধ্যে বিজয়ীদের পুরস্কৃত করা হবে ।
বিষয়: বিবিধ
১১৯৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি কারো পৃষ্ঠপোষকতা এখনও লাভ করেনি ।
আপনি যা কিছু আমার সম্পর্কে ধারণা করুন না কেন, তবে আপনাকে কুরআনের এই আয়াতটি মনে রাখার জন্য অনুরোদ করছি :
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِّنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ وَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَب بَّعْضُكُم بَعْضًا أَيُحِبُّ أَحَدُكُمْ أَن يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَّحِيمٌ
মুমিনগণ, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাক। নিশ্চয় কতক ধারণা গোনাহ। এবং গোপনীয় বিষয় সন্ধান করো না। তোমাদের কেউ যেন কারও পশ্চাতে নিন্দা না করে। তোমাদের কেউ কি তারা মৃত ভ্রাতার মাংস ভক্ষণ করা পছন্দ করবে? বস্তুতঃ তোমরা তো একে ঘৃণাই কর। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু। (সুরা হুজরাত : ১২)
মন্তব্য করতে লগইন করুন